1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলারবোন ফ্র্যাকচারের পর শোয়াইনস্টাইগার হাসপাতালে

৩ নভেম্বর ২০১১

বায়ার্ন মিউনিখের তুখোড় খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইনস্টাইগার কলারবোনে গুরুতর আঘাত পেয়েছেন৷ তাকে ছাড়াই রবিবার আউগসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ৷

Bayern's Bastian Schweinsteiger celebrates after scoring during the German first division Bundesliga soccer match between FC Bayern Munich and 1. FC Nuremberg in Munich, southern Germany, Saturday, Oct. 29, 2011. (Foto:Matthias Schrader/AP/dapd) NO MOBILE USE UNTIL 2 HOURS AFTER THE MATCH, WEBSITE USERS ARE OBLIGED TO COMPLY WITH DFL-RESTRICTIONS, SEE INSTRUCTIONS FOR DETAILS
ন্যুর্নব্যার্গের বিরুদ্ধে গোল করে উল্লসিত শোয়াইনস্টাইগারছবি: dapd

চ্যাম্পিয়ন্স লীগের বুধবারের খেলা ছিল বার্য়ান মিউনিখের সঙ্গে নাপোলির৷ নাপোলির খেলোয়াড় গোয়েখান ইনলারের সঙ্গে ধাক্কা খান শোয়াইনস্টাইগার৷ কলারবোনে প্রচণ্ড চোট পান তিনি৷ খেলার দ্বিতীয়ার্ধের সময়ই শোয়াইনস্টাইগারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়৷ অবশ্য এই খেলায় ৩-২ গোলে বায়ার্ন মিউনিখ জিতেছে৷

শোয়াইনস্টাইগারের অনুপস্থিতিতে রবিবার আউগসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ণ মিউনিখ৷ ক্লাবের চেয়ারম্যান কার্ল হাইনৎস রুমেনিগে জানান, ‘‘পুরো ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক৷ সে আমাদের দলের অসাধারণ একজন প্লে মেকার৷''

স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করতে হলো শোয়াইনস্টাইগারকেছবি: dapd

দলের আরেক খেলোয়াড় মারিও গোমেজ, যিনি কিনা নাপোলির বিরুদ্ধে তিনখানা গোলই করেন, জানান,‘‘আমরা খুবই অবাক হয়েছি৷ শোয়াইনস্টাইগার হল খেলার মূল ইঞ্জিন৷ খেলা অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যায় বাস্টিয়ানের কারণে৷ সে দলে না থাকায় কিছুটা সমস্যায় আমরা পড়বো কিন্তু একই সঙ্গে আমরা চেষ্টা করবো খুব ভাল খেলার৷''

আজ শোয়াইনস্টাইগারের কলারবোনে অপারেশন হওয়ার কথা৷ ধারণা করা হচ্ছে এ বছরের শেষ পর্যন্ত হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে৷ অন্তত অপারেশনের পর ৬ সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ