1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলভেজের দয়া

৬ মে ২০১৪

নিজের ওপর ছোড়া কলা খেয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন বার্সেলোনা ও ব্রাজিলের ডিফেন্ডার ডানিয়েল আলভেজ৷ এবার কলা ছোড়াকারীর জন্য কিছুটা হলেও ক্ষমার পক্ষে কথা বললেন তিনি৷

Spanien Fußball FC Barcelona Dani Alves
ছবি: Reuters

কয়েকদিন আগে ভিলিয়ারেয়ালের সঙ্গে খেলার সময় কর্নার কিক নিতে গেলে ভিলিয়ারেয়ালের এক সমর্থক আলভেজকে লক্ষ্য করে একটি কলা ছোড়েন৷ তবে আলভেজ তাতে ক্ষিপ্ত না হয়ে কলাটি কুড়িয়ে তার একটা অংশ খেয়ে ফেলেন৷ এরপর কর্নার কিকটি নেন৷

আলভেজের এই প্রতিক্রিয়া ফুটবল বিশ্বে বেশ আলোড়ন তোলে৷ সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন৷ তবে পাশাপাশি এমন বর্ণবৈষম্যের প্রতিবাদও করতে দেখা গেছে৷ তারকা ফুটবলার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদেরও কেউ কেউ এই প্রতিবাদে অংশ নেন৷ তাঁরা তাদের কলা খাওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন৷

এই ঘটনায় ঐ সমর্থকের জন্য তাদের স্টেডিয়ামে ঢোকা আজীবন নিষিদ্ধ করে ভিলিয়ারেয়াল৷

খবরের এই অংশটুকু পুরনো৷ কিন্তু নতুন খবর হলো – ডেভিড কাম্পায়ো নামের ঐ সমর্থকের জন্য কিছু ক্ষমা চেয়েছেন আলভেজ৷ এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তাঁকে অবশ্যই শাস্তি দিতে হবে৷ কিন্তু অপরাধের কারণে এভাবে শাস্তির ব্যবস্থা করলে হবে না৷ এর পরিবর্তে জনগণকে শিক্ষিত করে তুলতে হবে৷'' আলভেজের আশঙ্কা, কাম্পায়োকে যদি কারাদণ্ড দেয়া হয় তাহলে হয়ত তার অর্থ উপার্জনের উপায় বাধাগ্রস্ত হতে পারে৷ এতে তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে৷ ‘‘তিনি একজন পারিবারিক ব্যক্তি৷ যে-কোনো উপায় হোক তাকে পরিবারের জন্য রোজগারের ব্যবস্থা করতে হয়,'' বলেন তিনি৷

কেউ কেউ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেনছবি: Twitter

এখানেই শেষ নয়

কয়েকদিন আগে আলভেজের বিরুদ্ধে এমন বর্ণবৈষম্যের ঘটনা নিয়ে চারিদিকে প্রতিক্রিয়া দেখা গেলেও, এ ধরনের ঘটনা থেমে নেই৷ রবিবার আরেক স্প্যানিশ ক্লাব লেভান্তের মিডফিল্ডার পাপে দিয়প জানান, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলার সময় তাঁকে উদ্দেশ্য করে ‘বানর', ‘বানর' বলে শব্দ করে ওঠে মাদ্রিদের সমর্থকরা৷ উল্লেখ্য, দিয়প সেনেগালের ফুটবলার৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ