এসএসসি দুর্নীতি মামলা এখন কলকাতা হাইকোর্টে। এবার নিয়োগ-দুর্নীতির অভিযোগ উঠল কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
রোববার কলকাতায় সাংবাদিক বৈঠক করে একদল চাকরিপ্রার্থী কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) বিরুদ্ধে অভিযোগ তুললেন। তাদের অভিযোগ, এসএসসি-র মতো সিএসসি-তেও নিয়োগ দুর্নীতি হয়েছে। সিবিআই বিষয়টির তদন্ত করে দেখুক।
পশ্চিমবঙ্গে স্কুলের শিক্ষক নিয়োগ যেমন এসএসসি-র মাধ্যমে হয়, তেমনই সরকারি কলেজের নিয়োগ হয় সিএসসি-র মাধ্যমে। অভিযোগ, সিএসসি-র নিয়োগে দালাল হিসেবে কাজ করেছে জনৈক 'ভূপেশ'। অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে সে কলেজে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে। এবং এর সঙ্গে জড়িত একাধিক প্রভাবশালী ব্যক্তি। অভিযোগকারীদের দাবি, এসএসসি-র মতো সিবিআই ডেকে এই বিষয়টির তদন্ত করানো হোক।
লড়াইয়ের মঞ্চে ক্যান্সার আক্রান্ত নারী, সন্তান হারানো বাবা
তারা রোদ-বৃষ্টি-ঝড়ের তোয়াক্কা করেন না। ব্লাড ক্যান্সারে আক্রান্ত নারী প্রতিদিন বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখাতে গিয়ে নিজের সন্তানকে বাঁচাতে পারেননি এক বাবা। এসএসসি-দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিদিন।
ছবি: Subrata Goswami/DW
তিন দফায় আন্দোলন
মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীতে ২০১৯ সালের প্রথম দফার আন্দোলন ২৯দিনের মাথায় তুলে নেন আন্দোলনকারীরা। আশ্বাস ফলপ্রসূ না হওয়ায় দ্বিতীয়বার আন্দোলনে বসেন চাকরিপ্রার্থীরা। আন্দোলন চলে ১৮৭ দিন। বর্ষণমুখর রাতের অন্ধকারে দ্বিতীয় দফার সেই আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অবস্থান মঞ্চ থেকে আন্দোলনকারীদের সমস্ত জিনিসপত্র সমেত তুলে দেয়া হয়। এখন চলছে তৃতীয় দফার আন্দোলন।
ছবি: Subrata Goswami/DW
সব বাধা উপেক্ষা করে
তৃতীয় দফায় বিগত সাতমাসেরও বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে এই শামিয়ানার নীচে আন্দোলনরত কয়েকশত চাকরিপ্রার্থী নারী পুরুষ। প্রথমদিকে শামিয়ানা টাঙানোর অনুমতিও ছিল না। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে খোলা আকাশের নীচে তীব্র রোদেই অবস্থান করে আসছিলেন একঝাঁক তরুণ তরুণী। পরবর্তীকালে লালবাজার থেকে বিশেষ অনুমতি নিয়ে শামিয়ানা টাঙানো হয়।
ছবি: Subrata Goswami/DW
অস্বাস্থ্যকর পরিবেশ
নেই পানীয় জলের ব্যবস্থা, বাসটার্মিনাসের শৌচাগার পয়সা দিয়ে ব্যবহার করতে হয়। নারী-পুরুষের জন্য পৃথক কোনো ব্যবস্থা নেই, এমনই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
ছবি: Subrata Goswami/DW
মাথা গোঁজার ঠাঁই
রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই অবস্থানে প্রতিদিন সামিল হন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ প্রতিদিন যাতায়াত করেন আবার অনেকে এই আন্দোলনের স্বার্থে বাড়িঘর ছেড়ে দিনের পর দিন এখানেই পড়ে আছেন। কোনোদিন আত্নীয়-স্বজন, কোনোদিন বন্ধুর বাড়িতে রাতটুকু থাকেন।
ছবি: Subrata Goswami/DW
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও
একসঙ্গে দুইটি লড়াই লড়ছেন বীরভূমের সোমা দাস। এসএসসি দুর্নীতির পাশাপাশি ব্লাড ক্যান্সারের বিরুদ্ধেও তার লড়াই। দ্বিতীয় দফার কেমোথেরাপি সম্পূর্ণ হলেও তৃতীয় দফার কেমো নিতে হতে পারে। এই আন্দোলন চলাকালীন তার চিকিৎসাও চলেছে। সোমবার তাকে সহকারী শিক্ষিকার চাকরি দেয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর, কিন্তু তিনি তার প্রাপ্য সরকারি চাকরিটি নেবেন ঠিকই, সঙ্গে আন্দোলনও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ছবি: Subrata Goswami/DW
সন্তান হারানো মইদুল
যুব ছাত্র অধিকার মঞ্চের প্রেসিডেণ্ট মইদুল ইসলাম। আন্দোলন চলাকালীন সন্তান হারিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ২০২২ তিনি পুত্রসন্তান লাভ করেন। আন্দোলনের ব্যস্ততায় সদ্যোজাতের শ্বাসকষ্টের চিকিৎসা করাতে পারেননি। আট দিনের মাথায় মারা যায় শিশুপুত্রটি। মইদুল এখনো বিক্ষোভ দেখাচ্ছেন।
ছবি: Subrata Goswami/DW
হারাতে হলো টিউশন
পিয়ালী সরকারের সামান্য যে কয়টা প্রাইভেট টিউশন ছিল, এই আন্দোলনের ফলে সে সব যেতে বসেছে। বিক্ষোভ দেখানোর জন্য কামাই হয়ে যায় টিউশন। ছাত্রছাত্রীর বাবা-মা রুষ্ট হন।
ছবি: Subrata Goswami/DW
জুলেখার লড়াই
জুলেখা মণ্ডলের বাড়ি নদিয়ার তেহট্টে। সেখান থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব হয় না। পরিচিত কারো বাড়িতে রাতটুকু কাটিয়ে আবার ধরণামঞ্চে ফেরেন। বাবা দর্জির কাজ করতেন, পায়ের অবস্থা খারাপ হওয়ায় সে কাজও বন্ধ হয়েছে। জুলেখার একার কাঁধে সংসারের দায়িত্ব। রোটেশন পদ্ধতিতে যখন বাড়ি যান, তখন পড়ান। ছাত্র সংখ্যা কমে গেছে আগের থেকে।
ছবি: Subrata Goswami/DW
সাতঘণ্টা ধরে যাতায়াত
অর্পিতা হাজরা। পশ্চিম মেদিনীপুরের পিংলায় বাড়ি। ধরণামঞ্চে উপস্থিত থাকার জন্য প্রতিদিন সাতঘণ্টা ধরে যাতায়াত করতে হয়। ভোর পাঁচটায় উঠে রান্না করে তারপর আসেন, আবার বাড়ি ফিরে ১০ বছরের মেয়েকে নিয়ে পড়তে বসেন। শ্বশুরবাড়ির সঙ্গে লড়াই করে পড়াশুনো চালিয়েছেন। সারাদিনের কাজকর্ম সেরে সারারাত পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। এখন প্রতিবেশীদের কটাক্ষ শুনতে হয়, সত্যি যদি পাশ করতো নিশ্চয়ই চাকরি পেত”
ছবি: Subrata Goswami/DW
পড়ানো সেরে বিক্ষোভে
হাবড়ার জয়া খাঁ। বাবা মা আর মেয়ে এই তিনজনের পরিবার। বাবা মা দুইজনেই অসুস্থ। সকালে ছাত্র পড়িয়ে বিক্ষোভে যোগ দেন। পাঁচটা পর্যন্ত থাকেন, আবার বাড়ি ফিরে টিউশনি করাতে চলে যান। একটু ভালো খবরের অপেক্ষায় বসে থাকেন বাবা মা।
ছবি: Subrata Goswami/DW
স্বামী-সন্তান নিয়ে
নাজমুন নাহার প্রাথমিক স্কুলের শিক্ষিকা। উত্তর চব্বিশ পরগণায় বাড়ি হলেও স্কুল বাঁকুড়ায়। ইনিও এসএসসির মেধাতালিকায় রয়েছেন। গরমের ছুটিতে বাড়ি এসেছেন তাই প্রতিদিন বিক্ষোভে যোগ দেন। স্বামী মাহসুজার রহমান চাকরিপ্রার্থী না হলেও স্ত্রীর লড়াইতে তিনিও সামিল। সন্তান নিয়ে অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকছেন প্রতিদিন।
ছবি: Subrata Goswami/DW
চাষ অবহেলা করে
তপন কুমার মাহাতো জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম সিমলাপাল থেকে ধরণায় এসেছেন। প্রতিদিন যাতায়াত সম্ভব নয় বলে বারুইপুরে অনেকের সঙ্গে থাকেন। গ্রামের বাড়িতে সামান্য কিছু জমি রয়েছে, তাতে চাষবাস চললেও এই আন্দোলনের ফলে তাতে ব্যাঘাত ঘটেছে। বন্ধুদের থেকে আর্থিক সাহায্য নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তপন।
ছবি: Subrata Goswami/DW
আয়ুষির ক্ষোভ
দক্ষিণেশ্বরের বাসিন্দা আয়ুষি দাসের ক্ষোভ, প্রভাবশালী ব্যক্তিদের কাছের মানুষ হয়ে ফেল করা প্রার্থীরা, এমনকি পরীক্ষা না দেওয়া লোকজনও চাকরি করছে, আর তারা যোগ্যতা থাকা সত্ত্বেও রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন”
ছবি: Subrata Goswami/DW
অভিযোগ ও বিক্ষোভ
ইংরাজি বিষয়ের চাকরিপ্রার্থী পলাশ মণ্ডল। বললেন, যারা ওয়েটিং লিস্টে থাকল আর যারা এমপ্যানেলড হলো, কেউ জানেনা আসল রহস্যটা কী। পুরোটাই ধোঁয়াশা। যারা পাশ করেছে তারাও জানেনা কত নম্বর পেয়েছে আর যারা ফেল করেও চাকরি করছে তারা জানেনা কত তাদের নম্বর”
ছবি: Subrata Goswami/DW
14 ছবি1 | 14
স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এমনই এক দালালের নাম সামনে এসেছিল। অভিযোগ ছিল, জনৈক 'রঞ্জন' অবৈধ উপায়ে নিয়োগের ব্যবস্থা করতো। সিএসসির ক্ষেত্রে নাম উঠে এল ভূপেশের। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর অবশ্য এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করছিলেন স্কুলে চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে তারা দুর্নীতির অভিযোগ তুলেছেন। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। বেশ কিছু নিয়োগ বাতিল করেছে। বেশ কিছু নতুন নিয়োগেরও নির্দেশ দিয়েছে। এবার সিএসসি আন্দোলনও সে পথে যেতে পারে বলে মনে করছেন অনেকে। বস্তুত, রোববার সাংবাদিক সম্মেলন করে কলেজে চাকরিপ্রার্থীরা বৃহত্তর আন্দোলনের কথা বলে গেছেন।
২০১৮ সালে সিএসসি-র প্যানেলে নাম থাকা ব্যক্তিরা এদিন সাংবাদিক সম্মেলন করেছেন। তাদের বক্তব্য, প্রভাবশালী ব্যক্তি, নেতা-মন্ত্রীদের আত্মীয়রাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের রাজ্য সরকারের পরীক্ষা সেট পাশ করিয়ে দেওয়া হয়েছে। ভূপেশ অন্তত নয়জনকে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছে বলে অভিযোগ, যাদের মেধা তালিকাতেও নাম থাকার কথা নয়। চাকরিপ্রার্থীদের সংগঠনের আহ্বায়ক বিনয়কৃষ্ণ পাল ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''মূল কারচুপি হয়েছে ইন্টারভিউয়ে। সেখানে অনেক বেশি নম্বর দিয়ে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে।'' তার অভিযোগ, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যারা চাকরি পেয়েছেন তাদের নম্বর, কোথায় চাকরি করছেন, কলেজে পড়ানোর যোগ্যতা আছে কি না ইত্যাদি বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে কমিশনকে। কিন্তু কমিশন এখনো পর্যন্ত তার করেনি।