1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলোরাডো হত্যাকাণ্ড

২৩ জুলাই ২০১২

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় প্রেক্ষাগৃহে এলোপাতাড়ি গুলি ছোঁড়ার ঘটনায় তোলপাড় মার্কিন পুলিশ, প্রশাসন ও সরকারে৷ জেমস ইজেন হোমস সম্পর্কে জানা যাচ্ছে নতুন নতুন তথ্য৷ কলোরাডো’তে শোকের ছায়া৷ কলোরাডো গেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

Myia Young, 4, places a candle by an American flag during a vigil for victims behind a theater where a gunman open fire at moviegoers in Aurora, Colorado July 20, 2012. A total of 71 people were shot in Friday's rampage at the Denver-area movie theater that has left 12 people dead, the local police chief said. The suspect, identified by police as James Eagan Holmes, 24, also booby-trapped his Aurora apartment with sophisticated explosives, creating a hazard for law-enforcement and bomb squad officers who swarmed to the scene. REUTERS/ Jeremy Papasso (UNITED STATES - Tags: CRIME LAW)
ছবি: Reuters

জেমস হোমস-এর নারকীয় তাণ্ডবের জন্য ৭/২০ স্মরণীয় হয়ে থাকবে৷ ডেনভার-এর কাছে অরোরা'য় একটি প্রেক্ষাগৃহে ‘দ্য ডার্ক নাইট রাইজেস' ছবি চলার সময় রাতের শেষভাগে প্রথমে দু'টি গ্যাস ছোঁড়ে হোমস৷ এরপরই দুই হাতে কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়তে থাকে সে৷ এতে ১২ জন নিহত হয়৷ আহত হয় ৫৮ জন৷ ঘটনার কিছুক্ষণ পরেই সিনেমা হলের পেছনে রাখা নিজের গাড়ি থেকে হোমস'কে আটক করে পুলিশ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে ফুলের স্তূপের মাঝে সেঁটে দেওয়া হয়েছে - ‘৭/২০ কখনও ভোলার নয়'৷ কিন্তু মূল ট্রাজেডি ২০শে জুলাই ঘটলেও এমন একটি তাণ্ডব চালানোর জন্য বিগত কয়েক মাস ধরে পরিকল্পনা মাফিক কাজ চালিয়ে গেছে হোমস৷ অরোরা পুলিশ প্রধান ড্যান ওটস জানিয়েছেন হোমস-এর কয়েকমাস ধরে প্রস্তুতির কথা৷

ওটস বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে, সন্দেহভাজন দায়ী হোমস গত চার মাসেরও বেশি সময় ধরে তার বাড়ি এবং দপ্তরের ঠিকানায় ডাকযোগে বড় মাপের চালান গ্রহণ করেছে৷ এর ফলে কিছুটা ধারণা পাওয়া গেছে যে, সে কীভাবে এতোগুলো গুলি এবং বিস্ফোরক দ্রব্য হাতে পেয়েছে৷ এছাড়া আমরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার হিসাব-নিকাশ ও পরিকল্পনার কিছু প্রমাণ পেয়েছি৷ এগুলো থেকে ধীরে ধীরে কিছু প্রশ্নের উত্তর মিলছে৷'' ওটস অবশ্য এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে হোমস-এর অভিসন্ধি নিয়ে কোন মন্তব্য করেননি৷ ফলে সোমবার হোমস'কে প্রথম আদালতে হাজির করার আগে তার অভিপ্রায় নিয়ে কোন কিছু জানা যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে৷ এদিকে, নিউইয়র্ক নগরীর পুলিশ কমিশনার রেমন্ড কেলি জানিয়েছেন, ঘটনার দিন হোমস তার চুলে লাল রং করেছিল এবং নিজেকে ‘ব্যাটম্যান'এর প্রতিপক্ষ চরিত্র ‘দ্য জোকার' হিসেবে দাবি করছিল৷

জেমস হোমস এর বাড়িছবি: Reuters

স্থানীয় তদন্তকারী দপ্তর ঐ ঘটনায় নিহত ১২ জনের তালিকা প্রকাশ করেছে৷ মৃতদের মধ্যে একটি ৬ বছর বয়সি মেয়ে রয়েছে যে মাত্র ক'দিন আগে সাঁতার শিখেছে৷ রয়েছে ২৭ বছর বয়সি এক তরুণ, যে সেদিন তার জন্মদিন পালন উপলক্ষ্যে ছবি দেখতে গিয়েছিল৷ এছাড়া নিহতদের মধ্যে রয়েছে গেটওয়ে হাইস্কুলের সমাপনী পরীক্ষায় সদ্যউত্তীর্ণ এ জে বোয়েক৷ বোয়েক-এর মৃত্যুতে শোকাহত বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ৷ বোয়েক-এর বন্ধুর বাবা টমি অ্যাভেরি বলেন, ‘‘বোয়েক ছিল এই সমাজের এক অবিচ্ছেদ্য অংশ৷ তার চলে যাওয়া আমরা খুব বেশি করে অনুভব করবো৷'' এভাবেই কলোরাডো জুড়ে নিহতদের আত্মীয়-স্বজনরা শোকের মাতম তুলেছেন সর্বত্র৷

কলোরাডো'র ঘটনা প্রভাব ফেলেছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বারাক ওবামা এবং মিট রমনি উভয়ের প্রচার অভিযানেও৷ নির্বাচনি প্রচারের কাজে বিরতি দিয়ে কলোরাডো'র শোকাহত মানুষের পাশে ছুটে গেছেন বারাক ওবামা৷ কলোরাডো হত্যাকাণ্ডের ঘটনায় সমধিক শোকাহত তিন পর্বের ‘ব্যাটম্যান' ধারাবাহিকের নায়ক ব্রিটিশ অভিনেতা ক্রিস্টিয়ান বেল৷ তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘আমি কতোটা বেদনাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷'' এই বিয়োগান্তক ঘটনার পর নিউইয়র্কের প্রেক্ষাগৃহগুলো ব্যাটম্যান ছবির প্রদর্শনীর ক্ষেত্রে নিরাপত্তা আরো বাড়িয়েছে৷ থিয়েটার চেন এএমসি সিনেমা হলগুলোতে নকল মুখোশ এবং নকল অস্ত্র নিয়ে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ এছাড়া ফ্রান্সের একটি ছবির মহরত প্রদর্শনী বাতিল করা হয়েছে এবং ফিলিপিন্স-এর বাজারগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে৷

এএইচ / আরআই (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ