1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭

৩১ ডিসেম্বর ২০১৭

জারার বয়স পাঁচ৷ সিরিয়া থেকে বাবা-মা ও সাত ভাইবোনের সাথে পালিয়ে সে আশ্রয় নেয় জর্ডানের এক শরণার্থী শিবিরে৷ তার কষ্টমাখা মুখের ছবি তুলে ‘ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' জিতলেন ফটোসাংবাদিক মুহাম্মেদ মুহাইসেন৷

UNICEF Foto des Jahres 2017 - 1. Preis
ছবি: picture alliance/dpa/M. Muheisen

‘‘শিশুদের চোখ সব সময় সত্যি কথা বলে'' – বার্লিনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বললেন জার্মান বিচারক ‘ইউনিসেফ জার্মানি'-র এল্কে ব্যুডেনবেন্ডার৷ ইউনিসেফ-এর পক্ষ থেকে প্রতি বছর শিশুদের উপর ছবি ও রিপোর্টের জন্য এ পুরস্কার দেয়া হয়৷ 

এ বছরের পুরস্কারপ্রাপ্ত ছবিতে ‘জারার দৃষ্টি' যেন সারা পৃথিবীতে মানবেতর জীবনযাপন করা লক্ষ লক্ষ শিশুর প্রতিনিধিত্ব করছে৷ বিশেষ করে সিরিয়ার গোটা একটা প্রজন্মের ক্ষতবিক্ষত শৈশব প্রকাশ পেয়েছে এ ছবিতে৷ দু'বারের পুলিৎসার পুরস্কার জয়ী ফটোসাংবাদিক মুহাম্মেদ মুহাইসেন বেশ ক'বছর ধরে মধ্যপ্রাচ্যে কাজ করছেন৷ জারার সাথে মুহাম্মেদ মুহাইসেনের দেখা হয় জর্ডানের মাফরাক সংলগ্ন এক শরণার্থী শিবিরে, যেখানে ২০১৫ সাল থেকে নিজ পরিবারের সাথে বাস করছিল জারা৷

বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদের এই ছবিটি দ্বিতীয় পুরস্কার লাভ করেছবি: picture-alliance/dpa/K. M. Asad

এল্কে ব্যুডেনবেন্ডার বলেন, ‘‘লক্ষ লক্ষ ছেলেমেয়ে শরণার্থী শিবির ও অস্থায়ী ক্যাম্পে তাদের নিরানন্দ শৈশব কাটাচ্ছে৷ তাই এ মুখ বারবার আপনার দৃষ্টি কেড়ে নেবে৷ এত ছোট বয়সে ভয়াবহ যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে জারা, তা তার ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে৷''

এ বছর ইউনিসেফ-এর দ্বিতীয় পুরস্কার জিতেছেন বাংলাদেশি তরুণ ফটোগ্রাফার কে এম আসাদ ও তৃতীয় স্থানে আছেন ক্যানাডার কেভিন ফ্রেয়ার৷ দু'জনের ছবির বিষয়ই ছিল রোহিঙ্গা সংকট৷ আসাদ তুলেছেন শিশু কোলে এক মায়ের ছবি যে সমুদ্রের ঢেউ ভেঙে এগোচ্ছেন সামনে৷ অন্যদিকে ফ্রেয়ার তুলেছেন ত্রাণ পেতে এক রোহিঙ্গা শিশুর মরিয়া চেষ্টার ছবি৷

ক্যানাডিয়ান আলোকচিত্রী কেভিন ফ্রেয়ার-এর এই ছবিটি লাভ করে তৃতীয় পুরস্কারছবি: picture-alliance/dpa/Getty Images AsiaPac/K.Frayer

আরএন/ডিজি ( ইপিডি, ইউনিসেফ)

এই তিনটি ছবির মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো লেগেছে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ