1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কসপ্লেয়ারদের যা কাজ

হেনড্রিক ভেলিং/জেডএইচ১ জুন ২০১৬

জাপানি মাঙ্গা কমিকের জনপ্রিয়তা বিশ্বব্যাপী৷ অ্যাডভেঞার, অ্যাকশন, কমেডি, হরর, রোমান্স, সায়েন্স ফিকশন – কী নেই এতে! কসপ্লেয়ারদের কাজ এসব কমিকের চরিত্রকে জীবন্ত করে তোলা৷

ছবি: Reuters/K. Pfaffenbach

মাঙ্গা কমিক, অ্যানিমে কার্টুন আর রূপকথার চরিত্রকে জীবন্ত করে তোলেন কসপ্লেয়াররা৷ যেমন ২৬ বছরের লিসা লাওডানুম৷ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া জার্মানির লাইপসিশ বইমেলায় মাঙ্গা কমিকের কনভেনশনে তিনি অংশ নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘কনভেনশন হলো এমন এক জায়গা যেখানে আপনি ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারেন৷ কারণ এখানে সেই মানুষরাই আসেন, যাঁরা একই ধরনের কমিক পড়েন, আর তার চরিত্রগুলোকে চেনেন৷ কিন্তু শহরের মধ্য দিয়ে এই পোশাকে হেঁটে গেলে আশেপাশের মানুষের কাছে সেটা উদ্ভট লাগতে পারে৷''

শুধুমাত্র জার্মানিতেই প্রায় ১৫ হাজার কসপ্লেয়ার এমন সব চরিত্র ধারণ করেন৷ সারা বিশ্বের, বিশেষ করে জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ লক্ষ মানুষ মাঙ্গা, অ্যানিমে আর কমিক পছন্দ করেন৷

ছোটবেলা থেকেই মাঙ্গার প্রতি আগ্রহ লিসার৷ আট বছর আগে তিনি কসপ্লেয়ার হিসেবে কাজ শুরু করেন৷ নিজের পোশাক নিজেই নকশা করেন৷ এ জন্য প্রথমে অ্যানিমের চরিত্রগুলোর স্কেচ আঁকেন তিনি৷ এখন পর্যন্ত প্রায় ৫০টি কসপ্লে পোশাক তৈরি করেছেন৷ কোনো কোনোটি একদিনেই তৈরি হয়ে যায়৷ আর কোনোটি তৈরিতে সময় লাগে কয়েক মাস৷

লিসা বলেন, ‘‘কসপ্লের ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ, আপনাকে এমন পোশাক বানাতে হবে যেটা আগে কেউ করেনি৷ কেউ যখন আমার পোশাক দেখে বলে, ‘ওয়াও, এটা সত্যিই দারুণ, আমিও এমন একটা বানাতে চাই' তখন আমার ভালো লাগে, গর্ব বোধ হয়৷ কারণ এর পেছনে আমি অনেক সময় আর অর্থ ব্যয় করি৷ এটা এমন একটা শখ, যেটা পূরণে চিন্তাশক্তি আর সৃজনশীলতা প্রয়োজন৷''

কসপ্লে একটি ব্যয়বহুল শখ৷ অনেক পোশাক তৈরিতে কয়েকশ ইউরো লেগে যায়৷ আর আনুষঙ্গিক উপকরণ, যেমন এই পাখা তৈরির জন্য অনেক পরিশ্রম করতে হয়৷ লিসা লাওডানুমের আসল নাম লিসা আউগস্টাইন৷ পেশায় মেডিক্যাল টেকনিশিয়ান৷ শখের জন্য তিনি প্রায়ই নতুন সব উপকরণ ব্যবহার করেন৷

কসপ্লের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবি৷ জেনিফার মাশকে কসপ্লে-ফটোগ্রাফিতে পারদর্শী৷ তিনি বলেন, ‘‘আপনার যদি কসপ্লে পোশাক থাকে তাহলে আপনি সেটা সবাইকে দেখাতে চাইবেন৷ তাই সুন্দরভাবে তোলো ছবি একজন কসপ্লেয়ারের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ কারণ সেভাবেই তিনি পোশাকটা সবাইকে দেখাতে পারেন৷''

লিসা লাওডানুমের জন্য লাইপশিস বইমেলার মাঙ্গা কনভেনশন ছিল বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট৷ কেননা সেখানে মাঙ্গাপ্রেমীদের কাছ থেকে তিনি ভাল স্বীকৃতি পেয়েছেন৷

কসপ্লেয়াররা তাঁদের সৃজনশীলতা দিয়ে মাঙ্গা আর অ্যানিমের চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন - অন্তত একদিনের জন্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ