1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকসোভো

কসোভো সংঘর্ষে আহত ন্যাটো বাহিনী

৩০ মে ২০২৩

কসোভোয় সার্বদের সঙ্গে আলবেনিয়ানদের সংঘাত। রাস্তায় ন্যাটোর শান্তি বাহিনী। আহত বেশ কিছু অফিসার।

কসোভোয় সংঘর্ষ
ছবি: AFP/Getty Images

সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সার্বরা। সেই বিক্ষোভের মোকাবিলা করতে সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। তাতেই বেশ কিছু অফিসার আহত হয়েছেন।

কসোভা আলবেনীয় ও কসোভো সার্ব মেয়েরা একসঙ্গে ফুটবল খেলছে

01:44

This browser does not support the video element.

সার্বরা মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা।

কেফোর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ইটালি এবং হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছে। সকলেই কম বেশি আহত। তবে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে বুলেটের আঘাত আছে।

ইটালির প্রধাননমন্ত্রীর হুঁশিয়ারি

এদিকে ইটালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে আক্রমণ করা হলে তা আর মেনে নেওয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই এক পা করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাওয়া উচিত।

ইটালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইটালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই।

সার্বদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের বিক্ষোভ জারি থাকবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ