1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পাচারের ছবির বিশ্ব জয়

১৮ ফেব্রুয়ারি ২০১৬

সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তের কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে একটি শিশুকে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন এক পুরুষ৷ এই ছবি চলতি বছর ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড' জয় করেছে৷ সাদা-কালো ছবিটিতে শরণার্থী সংকটের করুণ চিত্র ফুটে উঠেছে৷

World Press Photo 2016 Flüchtlinge an den Grenzzaun bei Röszke Ungarn
ছবি: Warren Richardson

বুদাপেস্টভিত্তিক অস্ট্রেলীয় মুক্তপেশাজীবী আলোকচিত্রী ওয়ারেন রিচার্ডসন ছবিটি তুলেছেন৷ হাঙ্গেরির সীমান্তে একদল শরণার্থীর সঙ্গে গতবছর কয়েকদিন কাটানোর সময় ছবিটি তোলেন তিনি৷

ওয়ার্ল্ড প্রেস ফটোর বিচারকমন্ডলীর সদস্য ভন ওয়ালেস, যিনি আল জাজিরা অ্যামেরিকার একজন উচ্চ পদস্থ ‘ফটো এডিটর'৷ ছবিতে শিশু এবং তাকে ধরে রাখা পুরুষটির মধ্যেও এক কাঁটাতারের বেড়া ফুটে উঠেছে৷ বলা বাহুল্য ছবিটি অত্যন্ত শক্তিশালী এবং মর্মস্পর্শী৷

চাঁদের আলোতে তোলা এই ছবিতে ২০১৫ সালে যুদ্ধ, খরা এবং সংঘাত থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষের ইউরোপে আসার সংগ্রাম ফুটে উঠেছে৷ ছবিটি তোলার রাতের কথা জানাতে গিয়ে রিচার্ডসন বলেন, ‘‘সে রাতে আমরা পুলিশের সঙ্গে কার্যত ‘ইদুর-বিড়াল' খেলছিলাম৷ ভোর তিনটার দিকে চাঁদের আলোতে ছবিটি তুলতে হয়েছিল, কেননা ‘ফ্ল্যাশ' জ্বালালে তা পুলিশের নজরে আসতো৷''

রিচার্ডসন ছবিটির শিরোনাম দিয়েছেন, ‘নতুন জীবনের আশায়'৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ