1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঁদালেন হুইলচেয়ারের নৃত্যশিল্পী

২ জানুয়ারি ২০১৯

শিল্পী নিজে কাঁদলেন, কাঁদালেন দর্শকদেরও৷ এমনটাই দেখা গেল ইসরায়েলের এক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইসরায়েল গট ট‌্যালেন্টে'-এ৷ হুইলচেয়ারে নেচে মাত করলেন জাহাভা ও ওরেন৷ সেই নাচের ভিডিও এখন ভাইরাল৷

Radsport: Bahnrad-Weltcup in Berlin | Kristina Vogel
ছবি: picture-alliance/dpa/J. Carstensen

৬৩ বছর বয়সি জাহাভা নাচের টেলিভিশন রিয়েলিটি শো-তে নেচেছিলেন ৩৯ বছর বয়সি ওরেন-এর সঙ্গে৷ তাঁদের নাচে বাড়তি অনুষঙ্গ ছিল এক জোড়া হুইলচেয়ার৷  ওরেন একজন পেশাদার নৃত্যশিল্পী, কিন্তু জাহাভা হুইলচেয়ারে আটকে পড়া একজন মানুষ৷ ছোটবেলায় পোলিওর কারণে দু পায়ে চলার শক্তি হারান তিনি৷ তবে জাহাভার স্বপ্ন মরে যায়নি৷

টেলিভিশনে দেখানো সেই শো-র টিআরপি বাড়ানোর পাশাপাশি জাহাভা এখন তারকা৷  আর সেদিনের নাচ তো বলাই বাহুল্য৷ সেদিন নাচ দেখে বিচারকরা শুধু কাঁদছিলেন আর চোখের পানি মুছছিলেন৷

জাহাভা জানান, পোলিও আক্রান্ত না হলে তিনি নৃত্যশিল্পীই হতেন৷ অন্যদিকে ওরেন প্রতিবন্ধী  পিতা-মাতার সক্ষম ছেলে৷ তাই হুইল চেয়ারে আটকে পড়া মানুষদের বেদনাবোধ সবসময় তাঁকে তাড়িয়ে বেড়াতো৷ সেই ভাবনা থেকেই অনবদ্য এক নাচের দৃশ্য তৈরি করতে সক্ষম হয়েছেন সেদিনের মঞ্চে৷

মঞ্চে ওঠার আগেই জাহাভা বিচারকদের বলেন, তিনি একটি হুইলচেয়ার ব্যবহার করবেন এই নাচে, তবে সেটিতে তিনি আটকে থাকবেন না৷ অন্যদিকে ওরেন বলেন, এই মঞ্চে হুইলচেয়ার আমার জন্য শুধুই একটি নাচের অনুষঙ্গ৷ এরপরের চার মিনিট শুধুই মুগ্ধতা ও কান্নার৷

গত সপ্তাহে ইউটিউব ও ফেসবুকে দেওয়া এই  নাচের ভিডিওর ভিউ কয়েক লাখ ছাড়িয়ে গেছে৷

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ