1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাগজের প্রকৌশলী

২৩ জানুয়ারি ২০২০

তিনি নিজেকে শিল্পী বলতে চান না, বরং প্রকৌশলী বলে আরাম পান৷ বেলারুশের অ্যালেক্সেই জ্যোলনার কাগজ দিয়ে মিনিয়েচার তৈরি করেন৷ বড় বড় যন্ত্রপাতি, সঙ্গীতযন্ত্র এসব কাগজ দিয়ে এমনভাবে তৈরি করেন যে সেখানে কোনো ফাঁক থাকে না৷

DW euromaxx 23.11.19 Papier-Bastler Aliaksei Zholner
ছবি: DW

বেলুনের বাতাস কাগজের তৈরি ছোট্ট একটি বস্তুকে জীবন্ত করে তুলছে৷ আলেক্সেই জ্যোলনারের মডেলগুলো খুবই ছোট, কিন্তু কার্যকরী৷ ছোটবেলা থেকেই এই বেলারুশিয়ান কাগজ দিয়ে নানা নকশা বানান৷

দশ বছর বয়সে চেয়েছিলেন কাগজের ইঞ্জিন বানাতে৷ তবে তা সম্ভব হয় আরো পরে৷ তিনি মিনিয়েচার তৈরি করতে থাকেন যতক্ষণ না তা পুরোপুরি ঠিক হয়৷ যেমন, জটিল মডেলগুলোতে আটবার পর্যন্ত চেষ্টা করেছেন তিনি৷

জ্যোলনারের ভাষায়, ‘‘এগুলো কাজ করবেই এমনটা ভাবার কোনো কারণ নেই৷ প্রথমবার চেষ্টা করে তো জীবনেও হয়নি৷ মডেলগুলো ছোট বলে ভুল করে এক ফোটা গ্লু বেশি পড়ে যেতে পারে৷ তখন আবার প্রথম থেকে শুরু করতে হবে৷''

অ্যালেক্সেই জ্যোলনার সম্প্রতি চার সিলিন্ডারের একটি ইঞ্জিন তৈরি করেছেন৷ ৩৪ বছর বয়সী এই যুবকের একেকটি মডেল তৈরিতে কমপক্ষে এক সপ্তাহ লাগে৷ সাধারণত সন্ধ্যার দিকে তিনি এই হাতের কাজ নিয়ে বসেন৷ কয়েক মাস ধরে পরিকল্পনা করেন৷ তাঁর মডেলগুলো সাধারণত আকারে কয়েক সেন্টিমিটার হয়৷ সেখানে প্রতিটি ভাজ থাকতে হবে৷


‘‘ধৈর্য্যহারা হলে চলবে না৷ আপনার খুব চমৎকার আইডিয়া থাকতে পারে৷ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আগ্রহও হারিয়ে ফেলতে পারেন, যদি তা ঠিকমত তৈরি না হয়৷ আইডিয়া নিয়ে অনেক আগ্রহ থাকতে হবে,'' বলেন এই প্রকৌশলী৷
একটা বানানোর সময়ই সাধারণত পরের প্রকল্পের আইডিয়া অ্যালেক্সেইয়ের মাথায় আসে৷ তাঁর মডেলগুলো অন্যদেরও আগ্রহী করে তোলে৷
ইউটিউবে তাঁর চ্যানেলে থাকা ভিডিওগুলোতে লাখ লাখ ক্লিক হয়েছে৷ ১৮ হাজার সাবস্ক্রাইবার নিয়মিত তাঁর মডেল তৈরির ভিডিওগুলো অনুসরণ করেন৷
তাঁর কাছে সব রকমের মডেল কাগজ ও কার্ডবোর্ড দিয়ে তৈরি, এমনকি ছোট ছোট সঙ্গীতযন্ত্রগুলোও৷ জটিল এই মডেলগুলো তৈরি অ্যালেক্সেই জ্যোলনারের শখ৷ বেলারুশের রাজধানী মিনস্কে তিনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন৷ কিন্তু প্রযুক্তি ও কাগজ নিয়ে তাঁর প্রচণ্ড আগ্রহ৷ অবশ্য পুরস্করস্বরূপ সামাজিক গণমাধ্যমে মানুষের ভালোবাসাও পান৷
‘‘পরিকল্পনা থেকে শুরু করে বানানো, পুরো প্রক্রিয়া যখন খুব সুন্দরভাবে হয়ে যায়, তখন এক রকমের সন্তুষ্টি অনুভব করি৷ আমার মডেলগুলোর খুব সাধারণ একটি বৈশিষ্ট্য আছে৷ হয় এটা হবে, না হয় হবে না৷ যদি সব ঠিকঠাক হয়, তাহলে খুব ভালো অনুভূতি হয়,'' বলেন তিনি৷
অ্যালেক্সেই নিজেকে কাগজের শিল্পী নন, বরং একজন প্রকৌশলী হিসেবে দেখতে পছন্দ করেন৷ তাঁর মডেলগুলো দেখিয়ে দিয়েছে, কাগজ দিয়ে চিন্তার বাইরেও অনেক কিছু করা সম্ভব৷

এমিলি শেরউইন/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ