1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো বই কেটে শিল্প

১৯ জানুয়ারি ২০১৭

কাগজের সঙ্গে শিল্পকলার সম্পর্ক অনেক৷ কাগজের ওপর ছবি আঁকা যায়, কাগজের ওপর বই ছাপা হয়৷ স্পেনের আলিকান্টের শিল্পী মালেনা বালকার্সেল পুরনো বই-এর পাতা কেটে তৈরি করেন এক রূপকথার রাজত্ব৷

DW Euromaxx - Papierkunst
ছবি: DW

শল্যচিকিৎসকরা যেমন অস্ত্রোপচার করেন, মালেনা বালকার্সেল তেমন কাগজ কেটে এক স্বপ্নের জগৎ সৃষ্টি করেন৷ মালেনা বলেন, ‘‘কাগজের মজা হলো এই যে, কাগজ কাটা যায় আর....কাগজ কেটে চমৎকার সব মূর্তি সৃষ্টি করা যায়৷''

মূর্তি বলতে গোটা ল্যান্ডস্কেপ, বা বিশেষ বিশেষ মুহূর্ত কিংবা দৃশ্য৷ স্পেনের শিল্পী মালেনা সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রম করে এই কাগজের দুনিয়া সৃষ্টি করেন৷ মালেনা শোনালেন কিভাবে ‘‘রিসাইক্লিং আর ডু-ইট-ইয়োরসেলফ-এর যখন ধুম উঠল, তখন আমার কাছে প্রধানত পুরনো বই ছিল৷ আমি পড়তে ভালোবাসি, কিন্তু আমার এমন কিছু বই ছিল, যা আমি আর তখন পড়ি না৷''

কিন্তু শুধু নিজের পুরনো বই কেটে আর মালেনার কাজ চলছে না৷ কাজেই মালেনা তাঁর কুকুর অ্যাটিলাকে নিয়ে নিয়মিত বেরোন পুরনো বইয়ের খোঁজে৷ যান আলিকান্টে শহরের পুরনো বই-এর দোকান, এমনকি অন্যান্য পড়ুয়াদের কাছে৷ পুরনো বই যোগাড় করে নিয়ে আসেন তাঁর ফ্ল্যাটে: সেখানে তারা শিল্পকর্ম হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে৷

পুরনো বইয়ের পাতা কেটে শিল্প

04:23

This browser does not support the video element.

মালেনার তাঁর কাগজের ভাস্কর্যের জন্য আইডিয়ার কোনোদিনই অভাব ঘটেনি: ‘‘গ্রিসের প্রাচীন কিংবদন্তি অথবা ইতিহাসের সব ব্যক্তিত্ব কিংবা ছোটদের রূপকথা, যেমন আঁতোয়া দ্য সাঁজুপেরির ‘ছোট্ট রাজপুত্র', যেটা আমি এখন তৈরি করছি৷ অথবা রেড রাইডিং হুড, তাও আমি বার দু'য়েক করেছি৷ কিংবা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড৷ রূপকথা বা ইতিহাস থেকে যা না নিই, তার সবটাই আমার নিজের কল্পনা৷''

আলিকান্টে হলো মালেনা বালকার্সেল-এর প্রেরণার উৎস৷ শহরটির তিন হাজার বছরের ইতিহাসের অনেক চিহ্ন বর্তমান, ঐশ্বর্য ও ধ্বংস, সেই সঙ্গে ভূমধ্যসাগরের উপকূল৷ একজন শিল্পীর পক্ষে সাগর বা নদীর কাছাকাছি থাকাটা জরুরি৷ বাড়িতে নিজের স্টুডিওতে বসে মালেনা প্রেরণাকে শিল্পকর্মে পরিণত করেন – প্রতিটি খুঁটিনাটির দিকে নজর রেখে৷ খরিদ্দারদের সেটা ভালো লাগে৷

মালেনা বালকার্সেল-এর কাগজের শিল্পকলার নাম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ ইতিপূর্বে তিনি বেশ কয়েক বছর ধরে ভাষাশিক্ষক হিসেবে কাজ করেছেন৷ মাত্র তিন বছর আগে তিনি কাগজ কেটে শিল্পসৃষ্টি শুরু করেন৷ মালেনা বালকার্সেল তাঁর প্রতিভাকে মজা ও ব্যবসাবুদ্ধির সঙ্গে মিশিয়ে আশ্চর্য সাফল্য পেয়েছেন৷

মার্কুস ব্যোহনিশ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ