1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাচশিল্পী মাটেও গোনে

স্টেফানি ড্রেশার/এসি৩১ অক্টোবর ২০১৪

কাচ একটি অদ্ভুত পদার্থ: ধাতব অথচ স্বচ্ছ; রঙিন এবং মসৃণ; কঠিন অথচ ভঙ্গুর৷ কাচ থেকে যে শিল্পকর্ম সৃষ্টি করা সম্ভব৷ আরো বড় কথা: কাচশিল্পীর কাছে দৈনন্দিন জীবনের ব্যবহারিক বস্তুগুলিই শিল্পকর্ম হয়ে উঠতে পারে৷

Kulturmagazin Camarote.21 12/10 EINSCHRÄNKUNG
ছবি: DW

কাচ নিয়ে ভাস্কর্য, কাচ থেকে ভাস্কর্য; কখনো বিমূর্ত, কখনো ব্যবহারিক, যেমন টেবিল ল্যাম্প: ফ্রান্সের মার্সেই বন্দরনগরীর আর্টস অ্যান্ড ক্রাফ্টস মিউজিয়ামে এ সমস্তই রাখা আছে৷ তার মধ্যে একটি ইলেকট্রিক কোম্পানির হেডকোয়াটার্সের জন্য তৈরি একটি অতিকায় ইলেকট্রিক বাল্ব পর্যন্ত৷ এ সবই মাটেও গোনে-র হাতে তৈরি৷

১৫ বছর আগে তিনি কাচের জিনিস তৈরির শিক্ষানবিশি শুরু করেন, পরে ডিজাইন নিয়ে পড়াশুনা করেছেন৷ কাচের জিনিস গড়ার সুপ্রাচীন হস্তশিল্পটিতে সবার আগে যে বস্তুটির প্রয়োজন পড়ে, তা হলো অভিজ্ঞতা৷ ৩৫ বছর বয়সি মাটেও সারা বিশ্বে সে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন৷ তিনি বলেন, ‘‘কাচের জিনিস তৈরি করা শিখতে বহু সময় লাগে – কেননা একটা কাচের জিনিস তৈরি করতে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে পর পর অনেকগুলো কাজ করতে হয়৷ সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে, সব কিছু ঠিকঠাক হবে, অর্থাৎ মাঝপথে থেমে গেলে চলবে না৷ গান-বাজনার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত বাজিয়ে যেতে হবে – যার জন্যে অনেক রেওয়াজ লাগে৷''

ভার্সাই-এর ফোয়ারা

আজ ছ'বছর হলো মাটেও তাঁর নিজের কর্মশালা চালাচ্ছেন – সুইজারল্যান্ডের বাসেল শহরের কাছে একটি সাবেক অ্যালুমিনিয়ামের কারখানায়৷ তাঁর কর্মশালায় মাটেও দশজন কর্মী নিয়ে ত্রিশটার বেশি প্রকল্পে কাজ করছেন – একযোগে৷

মাটেও-র দল আপাতত ধাতব টিউব আর কাচের বল দিয়ে একটি আধুনিক ফোয়ারা গড়ছেন প্যারিসের কাছে সুবিখ্যাত ভার্সাই প্রাসাদের অনুপম উদ্যানটির জন্য৷ কাচের বলগুলোর ভেতর দিয়ে একটি ধাতব নল চলে গেছে৷ সেই নলে তলা থেকে জল ঢোকানো যায়৷ সেই জল নল দিয়ে গিয়ে ওপর থেকে বেরিয়ে আসে৷

একটা কাচের জিনিস তৈরি করতে অনেকগুলো কাজ করতে হয়ছবি: Jülide Danisman

মাটেও ও তাঁর কাচশিল্পীরা একশো'টির বেশি কাচের বল তৈরি করেছেন, তাদের প্রত্যেকটিই একক ও অদ্বিতীয়৷ এ জন্য মাটেও তথাকথিত ‘পাইপ'-টিকে বারো'শো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চুল্লিটিতে ঢোকান – যে চুল্লিতে গলানো কাচ রাখা রয়েছে৷ তিনি বলেন, ‘‘তাপমাত্রা সঠিক আন্দাজ করা চাই, যেমন কাচ এখন ঠিক কতটা উত্তপ্ত, কেননা ৮০০ ডিগ্রির কম হলেই কাচ বড় শক্ত হয়ে যায় – যার অর্থ, তাপমাত্রা আবার বাড়াতে হয়, তবে খুব বেশি নয়, কেননা তাহলে কাচ তার আকার হারাবে৷''

কাচশিল্পীকে চারবার অবধি নতুন করে কাচ গরম করতে হতে পারে, যতক্ষণ অবধি না কাচের বলগুলি তাদের সঠিক আকার ও ঘনত্ব পেয়েছে৷ কেননা ভার্সাই-এর বাগানে তাদের সব ধরনের আবহাওয়ার সম্মুখীন হতে হবে৷

সোনার তকমা

কাচের বলগুলি যাতে সত্যিই ‘ঝলমল' করে, সে জন্য ২৪ ক্যারেটের গোল্ড ফয়েল বা সোনার তবক ব্যবহার করা হয়৷ সেই সোনা দিয়ে আট কিলো ওজনের কাচের বল'গুলির ‘দ্যুতি' – এবং মূল্য – বাড়ানো হয়! কিন্তু সবচেয়ে বড় কথা, বলগুলিকে শক্তপোক্ত হতে হবে৷ মাটেও গোনে বলেন, ‘‘ভার্সাই-এর ফোয়ারাটার জন্য এই কাচের বলগুলো তৈরি করা খুব সোজা কাজ নয়৷ আমরা কাচটাকে যতটা টেকসই করা যায়, ততটাই করার চেষ্টা করেছি৷ কিন্তু একটা ঝুঁকি তো থেকেই যায়, বিশেষ করে বাইরে ঠান্ডা-গরমের মধ্যে ব্যাপক ফারাকের ঝুঁকি, কিংবা কোনো বড় রকমের ঝড় আসার ঝুঁকি৷ সে ঝুঁকিও আমাদের হিসেবের মধ্যে রাখতে হয়েছে৷''

মাটেও গোনে নিজেকে কারিগর বলেই মনে করেন৷ বলেন, তিনি তাঁর গ্রাহকদের ধারণাগুলোকে বাস্তব রূপ দেবার চেষ্টা করেন৷ কিন্তু তার ফলে যে সব বস্তু সৃষ্টি হয়, সেগুলি মাটেও-কে শিল্পীর সম্মান এনে দেয় বৈকি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ