কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের বিধ্বস্ত ওই বিমানের অন্তত ৬০ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷
বিজ্ঞাপন
কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের বিধ্বস্ত ওই বিমানের অন্তত ৬০ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷
ওই ফ্লাইটে মোট ৯৩ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন৷ স্থানীয় সময় শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়৷ সেটি কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে যাচ্ছিল৷
সকাল ৭টা ০৫ এ আকাশে উড়ার কয়েক মিনিটের মাথায় বিমানটি নিচে নেমে যেতে শুরু করে এবং একটি দোতলা ভবনের সঙ্গে ধাক্কা খায়ে অন্য একটি প্রাচীরের উপর ভেঙ্গে পড়ে৷
আলমাতির গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে অন্তত ৩৫ আরোহী আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷ তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷
কাজাখস্তানে বিমান দুর্ঘটনা
কাজাখস্তানের আলমাতি শহরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে৷ দুর্ঘটনার পর বিমানের ৯৮ জন আরোহীর মধ্যে অন্তত ৬০ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/AP/Emergency Situations Ministry of the Republic of Kazakhstan
উড়তে না উড়তেই পতন
শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের এ বিমান বিধ্বস্ত হয়৷ বিমানটি আলমাতি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়৷
ছবি: picture-alliance/dpa/AP/Emergency Situations Ministry of the Republic of Kazakhstan
ভবনের গায়ে ধাক্কা
আলমাতি থেকে রাজধানী নুরসুলতানে যাওয়ার জন্য আকাশে ওড়ার কয়েক মিনিট পরই বিমানটি নীচে নামতে শুরু করে৷ এক পর্যায়ে সেটি একটি দোতলা ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে অন্য একটি প্রাচীরের ওপর ভেঙে পড়ে৷
১২জন নিহত
আলমাতির গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় অন্তত ১২জন আরোহীর মৃত্যু হয়েছে, অন্তত ৩৫ আরোহী আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে৷
ছবি: Reuters/P. Mikheyev
দুই টুকরো বিমান
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিধ্বস্ত বিমানের ছবি শেয়ার করেছেন৷ ছবিতে দেখা যায়, বিমানটি ভেঙে দু’ টুকরো হয়ে পড়ে আছে৷ তবে বিধ্বস্ত হওয়ার পরও আগুন না লাগায় আরোহীদের অনেকে জীবিত ছিলেন৷
ছবি: picture-alliance/dpa/AP/Emergency Situations Ministry of the Republic of Kazakhstan
হঠাৎ বিকট শব্দ
বিমানের এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিমান নীচে নামার সময় ‘বিকট শব্দ' হচ্ছিল৷ তিনি বলেন, ‘‘সব কিছু সিনেমার মতো হচ্ছিল৷ লোকজন চিৎকার করে কাঁদছিল৷’’
ছবি: Getty Images/AFP/P. Baz
সমবেদনা ও বিচারের আশ্বাস
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জমারাত তোকায়েভ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ এক টুইটে তিনি বলেন, যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিচারের আওতায় আনা হবে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ছবিতে বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়৷ তবে আগুন না ধরায় অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন৷ বিমানটি মাটিতে পড়ার পর একজন ক্রু জরুরি নির্গমনের পথ খুলে দিয়ে যাত্রীদের বের করে দেন৷
বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি নিচে নামার সময় ‘বিকট শব্দ' হচ্ছিল৷
‘‘সব কিছু সিনেমার মত হচ্ছিল৷ লোকজন চিৎকার করে কাঁদছিল৷''
এক টু্ইটে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জমারাত তোকায়েভ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন৷
এর আগে গত মার্চেও বেক এয়ারের একটি ফোকের-১০০ বিমান নুরসুলতান আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৬ আরোহী নিয়ে জরুরি অবতরণ করে৷ তবে সেবার কেউ হতাহত হয়নি৷
এসএনএল/কেএম (এপি, রয়টার্স)
যেসব বিমান দুর্ঘটনায় যাত্রীরা সবাই বেঁচে ছিলেন
অধিকাংশ সময়ই বিমান দুর্ঘটনা কেড়ে নেয় প্রাণ৷ কদাচিৎ হলেও এমন কিছু বিমান দুর্ঘটনার ঘটনাও ঘটেছে যেখানে বেঁচে ছিলেন সবাই৷ ছবিঘরে থাকছে এমন কিছু বিমান দুর্ঘটনার চিত্র, যেখানে সব যাত্রীই পেয়েছেন সৌভাগ্যের ছোঁয়া৷
ছবি: dpa - Report
ডুরাংগো সৌভাগ্য
এরোমেক্সিকো ফ্লাইট ২৪১৩৷ উত্তর মেক্সিকোর ডুরাংগো শহর থেকে ১০১ জন যাত্রী নিয়ে মেক্সিকো সিটির উদ্দেশ্যে গত ৩১ জুলাই আকাশে উড়ে বিমানটি৷ উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটি বিধ্বস্ত হয়৷ সৌভাগ্যজনক যে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ৮০ জনের মতো যাত্রী আহত হয়েছেন৷
ছবি: picture-alliance/Xinhua
হাডসন মিরাকল
এটি ১৫ জানুয়ারী ২০০৯ সালের ঘটনা৷ প্রায় ১৫০-এর অধিক যাত্রী নিয়ে নর্থ কেরলিনার উদ্দেশ্যে যাত্রা করে ইউএস এয়ারওয়েজ এর বিমানটি৷ যাত্রা পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে, বিমান চালক ক্যাপ্টেন সুলি সুলেনবার্গার দেখালেন এক অপূর্ব দক্ষতা৷ কোনো বিমানবন্দরে নয়, তিনি বিমানটি অবতরণ করলেন নিউ ইয়র্ক শহরের হাডসন নদীর বরফ-শীতল পানিতে৷ বেঁচে যান যাত্রীরা৷
ছবি: picture-alliance/AP Photo/S. Day
টরেন্টো মিরাকল
প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে এয়ার ফ্রান্স এয়ারবাস এ৩৪০ আগস্ট ২, ২০০৫ সালে টরেন্টোর পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার সময় তীব্র ঝড়ের মুখে পড়ে বিধ্বস্ত হয়৷ভাগ্যক্রমে উদ্ধারকর্মীরা যাত্রীদের সকলকেই কোনো প্রাণহানির ঘটনা ছাড়া উদ্ধার করতে সক্ষম হয়৷ এ ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়৷
ছবি: dpa - Report
ডেনভারে শুভক্ষণ
কন্টিনেন্টাল এয়ারলাইনস এর বোয়িং ৭৩৭ বিমানটি ডিসেম্বর ২০, ২০০৮ তারিখে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী সহ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল৷ কিন্ত বিপরীত দিক থেকে আসা তীব্র বাতাসের বেগে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি৷ তবে যাত্রীদের সবাই নিরাপদে বেরিয়ে আসেন৷
ছবি: Getty Images/D. Zalubowski
প্রশান্ত মহাসাগরে জরুরি অবতরণ
১৯৫৬ সালের ঘটনা৷ বোয়িং ৩৭৭ স্ট্রাটক্রুইজার ২৪ জন যাত্রী ও সাতজন ক্রু’সহ হনলুলু থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বৈমানিক বিমানটিকে প্রশান্ত মহাসাগরে জরুরি অবতরণ করেন৷ অবতরণটি যেমন ছিল সফল, আরোহীদের সবাইও ছিলেন নিরাপদ৷