1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার আটক

৯ জানুয়ারি ২০২২

কাজাখস্তানে দেশব্যাপী ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলন থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷ জালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চলছে৷

Kazachstan Nur Sultan | Polizeikontrollen
ছবি: TURAR KAZANGAPOV/REUTERS

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলান টুরগুমবায়েভ স্থানীয় টেলিভিশন চ্যানেল খবর ২৪কে জানান, আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে গত কয়েকদিনে পাঁচ হাজার একশ' ৩৫ জনকে আটক করেছে৷

আন্দোলনের সময় বিক্ষোভকারীরা কয়েকশ' পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি সরকারের৷

তেলের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া এ বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়৷ দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ এখন সরকারছে, তারা আন্দোলন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে৷ বিশেষ করে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করছে তারা৷

তার আগে বিক্ষোভ থামাতে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ রাশিয়ার সহযোগিতা চান৷ তার অনুরোধে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠায় প্রতিবেশি রাশিয়া৷

বিক্ষোভে ক্ষয়ক্ষতি

হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভে ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলান টুরগুমবায়েভ৷

রাজধানী নূর-সুলতানে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, কয়েক দিনের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন৷ আর আহত হয়েছেন অন্তত ১৩০০ জন৷

তার আগে সরকারের এক হিসেব অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে বিক্ষোভকারী ও নিরাপত্তানক্ষীসহ মোট ৪০ জন নিহত হয়েছেন৷   

কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

01:31

This browser does not support the video element.

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিক্ষোভের সময় অন্তত পুলিশের চারশ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ তাছাড়া ব্যংকসহ প্রায় এক হাজার দোকানপাট ভাঙচুর করা হয়৷  

যে কারণে বিক্ষোভ

জালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহের শেষদিকে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই সারাদেশে ছড়িয়ে পড়ে৷

ধারণা করা হয়, দেশটির সাবেক প্রেসিডেন্ট  নূরসুলতান নাজারবায়েভের উপর ক্ষোভ থেকেই জনগণ জ্বালানি তেলের ইস্যুতে রাস্তায় নেমে আসে৷ ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন৷    

এদিকে দেশটিতে চলমান আন্দোলন থামাতে বিক্ষোভকারীদের ‘দেখামাত্রই গুলি' করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ৷ বিক্ষোভকারীদের তিনি ‘দস্যু ও সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করেন৷

এর ফলে মানুষের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ আরো বাড়তে থাকে বলে ধারণা বিশ্লেষকদের৷ 
আরআর/জেডএ (ডিপিএ, ইন্টারফ্যাক্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ