1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজের শেষ দিন যা করলেন উপদেষ্টারা

সমীর কুমার দে৬ জানুয়ারি ২০০৯

বিদায় নেওয়ার আগে মঙ্গলবার সব উপদেষ্টাই একবার সচিবালয়ের অফিসে গিয়েছিলেন৷ চলে আসার সময় সকলেই নতুন সরকারের সাফল্য কমনা করেছেন৷ শুধু ব্যতিক্রম খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী৷

ড. ফখরুদ্দিন আহমেদছবি: Mutafiz Mamun

অন্য উপদেষ্টারা অফিসে এসে বিদায় সংবর্ধনা নিলেও অন্য দিনের মত বিকেল ৪টা পর্যন্ত অফিস করেছেন খাদ্য উপদেষ্টা শওকত আলী৷ আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি কোন মন্ত্রণালয় থেকেই৷ তিনি বলেছেন, কয়েক দিনের জন্য এসেছিলাম, বিদায় নেওয়ার কি আছে? বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান মঙ্গলবারও শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন৷ সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অল্প কিছুক্ষণ পরই বের হন৷ বাণিজ্য ও শিক্ষা সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা নিচ পর্যন্ত নেমে তাঁকে গাড়িতে তুলে দেয়৷ যাওয়ার সময় ড. হোসেন জিল্লুর কর্মকর্তাদের সৎ ও ভালোভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন৷

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন অল্প সময়ের জন্য মঙ্গলবার সকাল ১০টার দিকে অফিসে আসেন৷ যাওয়ার সময় নতুন সরকারের সাফল্য কমনা করে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ করে গেছেন৷ স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালও অল্প কিছুক্ষনের জন্য মঙ্গলবার অফিসে গিয়েছিলেন৷ কৃষি উপদেষ্টা ড. সিএস করিমকে গাজীপুরের কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে বিদায় জানানো হয়৷ পরে তিনি মন্ত্রণালয়ে যান৷ সচিবসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ দিন এক সঙ্গে কাজ করেছি, কোন কারণে কষ্ট দিয়ে থাকলে মনে রাখবেন না৷ দেশের জন্য কাজ করবেন৷ রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবেন৷ সবাইকে সময় মেনে চলার অনুরোধ করেন তিনি৷ মহিলা ও শিশু উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অফিসে সচিবালয়ে এসে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলে যান৷

গত তিন দিন ধরেই চলছে উপদেষ্টাদের বিদায় সংবর্ধনা৷ স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সোমবার স্বরাষ্ট্র ও আগের দিন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন৷ বিদায় নেওয়ার সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযান নতুন সরকারের অব্যাহত রাখা উচিৎ বলে মত দিয়েছেন৷ তাঁর মতে, গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির মত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি থাকলে দুর্নীতি দমন কমিশনের কাজ অনেক সহজ হয়৷ তাই এমন একটি কমিটি গঠন করার অনুরোধ করেছেন তিনি৷

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার স্থানীয় সরকার ও আগের দিন বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন৷ ড. হোসেন জিল্লুর রহমান বাণিজ্য থেকে সোমবার আর শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার বিদায় নেন৷ পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বিদায় নেন৷ যাওয়ার সময় তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সব কাজই নতুন সরকারের অব্যহত রাখা উচিৎ৷

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় মঙ্গলবার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে বিদায় নেন৷ কৃষি উপদেষ্টা ড. সিএস করিম কৃষি, মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার সময়, কৃষক ও কৃষির প্রতি যত্নবান হতে বলেছেন৷ সোমবার এনবিআর থেকে বিদায় নেওয়ার সময় অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম বলেছেন, বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতিকে সৃদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে রেখে গেছে৷ নতুন সরকার ঠিকমত পরিচালনা করতে পারলে কোন সমস্যা হবে না বলেও মত দিয়েছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ