ব্যাংকের তরফে জানানো হয়েছে, তাদের তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধানকে অপহরণ করেছে এক অজ্ঞাত গোষ্ঠী।
বিজ্ঞাপন
লিবিয়ায় একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। গত সপ্তাহেও এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারই মধ্যে রোববার সকালে সেন্ট্রাল ব্য়াংকের তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান মুসাব মসাল্লেমকে অপহরণ করা হয়। ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারা অপহরণ করেছে, তা স্পষ্ট নয়। তবে যে গোষ্ঠী একাজ করেছে, তারা ব্যাংকের অন্য কর্মীদেরও অপহরণের হুমকি দিয়েছে।
লিবিয়ায় আবার বিভাজন বাড়ছে
বহুদিন বিভাজিত থাকার পর লিবিয়ায় কিছুটা ঐক্য ফিরতে যাচ্ছে বলে গত এক বছর ধরে মনে করা হচ্ছিল৷ কিন্তু এখন আবার আগের জায়গায় ফিরে গেছে দেশটি৷
ছবি: Buntenkov Aleksey/Zoonar/picture alliance
আশাভঙ্গ
২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় একের পর এক সংঘাত হয়েছে৷ মিলিশিয়া ও বিদেশি সরকারগুলোর সহায়তা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রশাসন দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চল শাসন করেছে৷ গত ২৪ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল৷ কিন্তু সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়৷
ছবি: Buntenkov Aleksey/Zoonar/picture alliance
স্থগিত হওয়ার কারণ
নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং নির্বাচনের নিয়ম কী হবে তা নিয়ে একমত হতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়৷
ছবি: Suhaib Salem/REUTERS
দুই প্রধানমন্ত্রী
গত ১০ ফেব্রুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাটি বাশাগাকে একটি নতুন সরকার গঠনের অনুমোদন দেয়৷ এরপর নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৪ মাস সময় বেঁধে দেয়৷ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবা পদত্যাগ করতে অস্বীকার করেছেন৷ বছরখানেক আগে তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল৷ নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকার অঙ্গীকার করেছেন তিনি৷
ছবি: Esam Omran Al-Fetori/REUTERS
বাশাগার পরিচয়
৫৯ বছর বয়সি বাশাগা বিমানবাহিনীর সাবেক পাইলট ও একজন ব্যবসায়ী৷ ত্রিপোলিতে জাতিসংঘের সমর্থনে গঠিত একটি প্রশাসনে ২০১৮ সাল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি৷ তুরস্ক, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এমনকি মিশর ও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক আছে তার৷ স্থগিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চেয়েছিলেন তিনি৷
ছবি: Hazem Turkia/AA/picture alliance
বেইবার পরিচয়
ক্যানাডায় প্রকৌশল নিয়ে পড়েছেন বেইবা৷ রাজনীতিতে তিনি নতুন৷ লিবিয়ার অন্যতম ধনী ব্যক্তি আলী বেইবার আত্মীয় তিনি৷ আলী বেইবা গাদ্দাফি আমলে রাজনীতি করতেন৷ তার সম্পদের উপর বেইবা অনেকখানি নির্ভরশীল বলে ধারনা করা হয়৷ প্রথমে প্রেসিডেন্ট নির্বাচন করতে না চাইলেও পরে তিনি প্রার্থিতা ঘোষণা করেছিলেন৷
ছবি: Mohammed El Shaikhy/AFP/Getty Images
হাফতারের প্রভাব
সাবেক ঊর্ধ্বতন এই সামরিক কর্মকর্তা বিশ বছরের বেশি সময় ওয়াশিংটনে ছিলেন৷ সেই সময় তিনি সিআইএর সঙ্গে কাজ করতেন বলে মনে করা হয়৷ ২০১১ সালে লিবিয়ায় ফিরে তিনি গাদ্দাফিবিরোধী বিক্ষোভে অংশ নেন৷ ২০১৪ সালে লিবিয়ান আরব আর্মড ফোর্সেস গঠন করে পূর্বাঞ্চল ও দক্ষিণের একটা বড় অংশের নিয়ন্ত্রণ নেন৷ অবশ্য ত্রিপোলি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন৷ হাফতারও প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিলেন৷
ছবি: LIBYA ALHADATH TV/AFP/Getty Images
সাইফ আল গাদ্দাফি
প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ার পর প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন গাদ্দাফির ছেলে সাইফ৷ যদিও নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দিয়েছিল৷ ২০১১ সালের বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে খুঁজছে৷
ছবি: Ben Curtis/AP Photo/picture alliance
7 ছবি1 | 7
এরই প্রতিবাদে ব্যাংকের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্যাংকের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত মসাল্লেম মুক্তি পাচ্ছএন, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি জারি রাখবেন। বস্তুত, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি করেছেন ব্যাংক কর্মীরা।
অপহরণ নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সরকারের তরফেও এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত সপ্তাহে বন্দুকধারীরা এই ব্যাংকের ভিতরেই ঢুকে পড়েছিল। তাদের দাবি ছিল, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হবে। এই ঘটনার নিন্দা করেছিলেন অ্যামেরিকার রাষ্ট্রদূত। তিনি বলেছিলেন, গভর্নর পদত্য়াগ করলে অ্যামেরিকা আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিবিয়ার অর্থনীতির যোগ ছিন্ন করে দেবে।
লিবিয়ায় এখন কার্যত দুইটি সরকার চলছে। একদিকে রাজধানী ত্রিপোলিতে শাসন করছে জাতিসংঘের সাহায্যপুষ্ট সরকার। অন্যদিকে দেশের সেনা বাহিনীর প্রধানের নেতৃত্বে পূর্ব লিবিয়ায় শাসন চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। সাম্প্রতিক ঘটনায় তাদের হাত থাকতে বলে পশ্চিমা দেশগুলি মনে করছে।