1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মন্ত্রীদের কাজ শুরু

১৭ সেপ্টেম্বর ২০১২

দায়িত্ব পাওয়ার পর রবিবার নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন নতুন মন্ত্রীরা৷ তবে আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে না থাকায় নতুন মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যোগ দেননি৷

SBB-64333 : Parliament House in Dhaka ; Bangladesh picture-alliance/Dinodia Photo
ছবি: picture-alliance/Dinodia Photo

দায়িত্ব পাওয়ার পর রবিবার নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, রেলপথ মন্ত্রী মুজিবুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ৷

আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে না থাকায় নতুন মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যোগ দেননি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তাক আহমেদ এই বিষয়ে জানান, ‘‘সাহারা খাতুন সোমবার দেশে ফিরবেন৷ এরপর তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন৷''

প্রথম দিন কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷ রবিবার সকালে তিনি নিজের দপ্তরে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন৷ এরপর মন্ত্রী তাঁর দপ্তরে যান এবং পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন৷

সাবেক এই কূটনীতিক বলেন, ‘‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে৷'' এই অগ্রগতি ধরে রাখতে এবং কাজের মধ্য দিয়ে মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি৷

রেলপথ মন্ত্রী মুজিবুল হক তাঁর দপ্তরে যান রবিবার সকাল সোয়া ১০টার দিকে৷ এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন৷ দায়িত্ব নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার বিশ্বাস, আজ থেকে রেল মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না৷ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না৷'' কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশ্যে নতুন মন্ত্রী বলেন, ‘‘আমি অলসতা পছন্দ করি না৷ যে পরিশ্রম করবে না, সে এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না৷''

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নতুন পাঁচজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেয়ার পর শনিবার তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর রবিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে৷

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রবিবার এক অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের দৃষ্টি অন্য দিকে নিতেই মন্ত্রিসভায় লোক দেখানো রদবদল করেছেন৷ নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের অনেকেই দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ