নতুন মন্ত্রীদের কাজ শুরু
১৭ সেপ্টেম্বর ২০১২দায়িত্ব পাওয়ার পর রবিবার নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, রেলপথ মন্ত্রী মুজিবুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ৷
আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে না থাকায় নতুন মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যোগ দেননি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তাক আহমেদ এই বিষয়ে জানান, ‘‘সাহারা খাতুন সোমবার দেশে ফিরবেন৷ এরপর তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন৷''
প্রথম দিন কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷ রবিবার সকালে তিনি নিজের দপ্তরে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন৷ এরপর মন্ত্রী তাঁর দপ্তরে যান এবং পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন৷
সাবেক এই কূটনীতিক বলেন, ‘‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে৷'' এই অগ্রগতি ধরে রাখতে এবং কাজের মধ্য দিয়ে মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি৷
রেলপথ মন্ত্রী মুজিবুল হক তাঁর দপ্তরে যান রবিবার সকাল সোয়া ১০টার দিকে৷ এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন৷ দায়িত্ব নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার বিশ্বাস, আজ থেকে রেল মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না৷ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না৷'' কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশ্যে নতুন মন্ত্রী বলেন, ‘‘আমি অলসতা পছন্দ করি না৷ যে পরিশ্রম করবে না, সে এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না৷''
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নতুন পাঁচজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেয়ার পর শনিবার তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর রবিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে৷
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রবিবার এক অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের দৃষ্টি অন্য দিকে নিতেই মন্ত্রিসভায় লোক দেখানো রদবদল করেছেন৷ নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের অনেকেই দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম