1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাটরিনাকে হটিয়ে বাঘিনী এখন অ্যাঞ্জেলা

২২ সেপ্টেম্বর ২০১১

কিংফিশারের ক্যালেন্ডার গার্ল হিসেবেই প্রথমে সেই তরুণীর আগমন৷ তারপরে দ্রুত উত্থান৷ এখন সেই অ্যাঞ্জেলা জনসন কাটরিনা কাইফের মত বড় নায়িকাকে হটিয়ে দিয়ে নায়িকা হয়ে গেলেন শের খান ছবিতে৷

কাটরিনার গদি টলমল?ছবি: AP

সালমান খানের ভাই সোহেল খানের নায়ক ক্যারিয়ার তেমন জমেনি৷ তাতে ক্ষতি কী? সোহেল এখন নির্দেশক৷ তো, সেই সোহেলের নতুন ছবি শের খান৷ স্বভাবতই নায়কের ভূমিকায় বড়েভাই সালমান৷ নায়িকা হিসেবে প্রথমে বাছা হয়েছিল কাটরিনা কাইফকে৷ কিন্তু একদা সালমানের প্রেমিকা কাটরিনাকে বিপরীতে রেখে ছবি করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে না তো? এই ভেবেই হয়তো সোহেল শেষ মুহূর্তে কাটরিনাকে আর শের খানের বাঘিনী করতে রাজি হলেন না৷

এখনো প্রথম সারিতে রয়েছেন ক্যাটছবি: AP

তাতে কপাল খুলে গেল কিং ফিশারের ক্যালেন্ডার তরুণীটির৷ নাম যার অ্যাঞ্জেলা জনসন৷ এই সেই অ্যাঞ্জেলা, যাকে আমির খান তাঁর ধুম তিন ছবিতে নায়িকা করবেন বলে ভেবেছিলেন৷ সেবারে আর হতে হতেও হয়নি৷ কিন্তু সোহেল খান বলে বসলেন, নাহ! দাদার বিপরীতে আমার চাই নতুন মুখ৷ এক্বেবারে ফ্রেশ চেহারা৷ আর সেই ফ্রেশ চেহারা তাহলে তো অ্যাঞ্জেলা জনসন হতেই পারে৷ অতএব কাটরিনা আউট৷ অ্যাঞ্জেলা ইন৷ সালনমান যেখানে শের খান, সেখানে নায়কের নতুন বাঘিনী হয়ে ওঠা হয়ে গেল অ্যাঞ্জেলা জনসনের৷ বলিউডের পিচ্ছিল মাটিতে পড়তে চলেছে আরেক নায়িকার পায়ের ছাপ৷ কতদিন সেটা থাকে, সেটাই এখন দেখার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ