1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাটালুনিয়ার নেতাদের উপর চাপ

৩ নভেম্বর ২০১৭

রাজ্য সরকার ও রাজ্য বিধানসভা ভেঙে আগাম নির্বাচন ডাকার পরও কাটালুনিয়ার সংকট কাটছে না৷ প্রাক্তন মন্ত্রিসভার কিছু সদস্যকে আটক করা হয়েছে, মুখ্যমন্ত্রী কারলেস পুজেমনসহ অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে ইউরোপীয় সমন জারি করা হয়েছে৷

মাদ্রিদে আটক নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ
ছবি: Reuters/J. Medina

কার্যতদেশ থেকে পালিয়ে বেলজিয়াম চলে গেছেন কাটালুনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পুজেমন৷ সঙ্গে ৪ জন মন্ত্রী৷ সেখানে গিয়ে এক আইনজীবী নিয়োগ করে স্পেনের আইন এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছেন তিনি৷ এবার স্পেনের কর্তৃপক্ষ পুজেমন ও ৪ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় সমন জারি করে তাদের উপর আরও চাপ সৃষ্টি করলো৷ এবার বেলজিয়ামের কর্তৃপক্ষ গোটা বিষয়টি বিবেচনা করে তাঁদের প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ আপত্তির কোনো কারণ না দেখলে ৬০ দিনের মধ্যে অভিযুক্তদের প্রত্যর্পণ করতে হবে৷ পুজেমনের আইনজীবী তেমন সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের ইঙ্গিত দিয়েছেন৷

কাটালুনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে স্পেনের আদালতে বিদ্রোহ, রাষ্ট্রদোহ ও সরকারি তহবিল তছরুপের অভিযোগআনা হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ বিচারপতি কারমেন লামেলা আদালতে অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন৷ কাটালুনিয়ার প্রাক্তন প্রশাসনের ৮ সদস্যকে এর মধ্যেই মামলার স্বার্থে আটক করা হয়েছে৷ তাঁদের জামিনের আবেদন করার উপায় নেই৷ নবম সদস্য ৫০,০০০ ইউরো জমা রেখে জামিন পেয়েছেন৷ উল্লেখ্য, মোট ২০ জনকে আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে৷

দেশ ছেড়ে চলে গেলেও কাটালুনিয়ায় পুজেমনের এখনো কিছু প্রভাব রয়েছে৷ টিভিথ্রি চ্যানেলে তিনি এক বার্তায় তাঁর প্রশাসনের ৮ সদস্যের মুক্তির দাবি জানিয়েছেন৷ আসন্ন দীর্ঘ ‘নিপীড়ন'-এর বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ প্রতিরোধের ডাক দিয়েছেন৷ তিনি আরও বলেন, পুরোটাই বড় এক ভুল এবং গণতন্ত্রের উপর বিশাল আঘাত আনা হয়েছে৷

বৃহস্পতিবার বার্সেলোনা শহরে হাজার হাজার মানুষ প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন৷ এমনকি স্বাধীনতাবিরোধী মহলও এমন ‘প্রতিশোধমূলক' পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোইয়ের এমন কড়া নীতির বিরুদ্ধে অনেকে সোচ্চার হয়ে উঠেছেন৷ কাটালুনিয়ার বর্তমান সংকটের জন্য যারা দুই পক্ষকেই দায়ী করছেন, তাঁদের কাছে প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে একতরফা শাস্তির প্রচেষ্টা অন্যায় বলে মনে হচ্ছে৷

অন্যরা অবশ্য দেশের আইন ভেঙে একের পর এক পদক্ষেপের জন্য পুজেমন ও তাঁর মন্ত্রীদের দায়ী করছেন৷ বেলজিয়ামে পালিয়ে যাবার কারণেও তাঁর বিরুদ্ধে সমালোচনা শোনা যাচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ