1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বায়ত্তশাসন বাতিল করার হুমকি

১৯ অক্টোবর ২০১৭

কাতালানদের প্রতি সর্বশেষ স্পেনীয় চরমপত্রের মেয়াদ ফুরানোর পর সংবিধানের ১৫৫ নম্বর সূত্রটি প্রয়োগের কথা বিবেচনার জন্য একটি ‘অসাধারণ বৈঠকের' আয়োজন করছেন স্পেনের প্রধানমন্ত্রী৷

Spanien Katalonien Konflikt Mariano Rajoy Premierminister
ছবি: picture alliance/AP Photo/F. Seco

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বৃহস্পতিবার ঘোষণা করেন যে, তাঁর সরকার স্পেনের সংবিধানের ১৫৫ নম্বর সূত্র অনুযায়ী, ব্যবস্থা নিতে চলেছেন – যা স্পেনের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি৷ এই পন্থায় কাটালান এলাকার আঞ্চলিক স্বশাসন স্থগিত রাখা হবে ও নতুন প্রাদেশিক নির্বাচনের পথ উন্মুক্ত হবে৷

মাদ্রিদ সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হবে কাটালুনিয়ার স্বশাসনের বৈধতাকে পুনঃপ্রতিষ্ঠা করা৷

বিবৃতিতে আরো জানানো হয়েছে যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ ও আনুষঙ্গিক পদক্ষেপ নেবার জন্য আগামী শনিবার মন্ত্রীসভার একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে৷ মন্ত্রীসভা পদক্ষেপগুলি অনুমোদন করলে, প্রস্তাবটি স্পেনীয় সেনেট, অর্থাৎ স্পেনীয় সংসদের উচ্চকক্ষে পাঠানো হবে৷ গোটা প্রক্রিয়াটি সমাপ্ত হতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে৷

অপরদিকে আজ বৃহস্পতিবার রাখয় সরকারের একাধিক সদস্য বিরোধী সমাজতন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলছেন ও সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেছেন৷

কেন্দ্রীয় সরকার বিশেষভাবে উল্লেখ করেছে যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ করার চূড়ান্ত উদ্দেশ্য হলো, ‘‘কাটালুনিয়ার নাগরিকসহ স্পেনীয়দের সাধারণ স্বার্থ সুরক্ষিত করা এবং স্বশাসিত সমাজটিতে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা৷'' অপরদিকে পুইদেমন হুমকি দিয়েছেন যে, ১৫৫ নম্বর সূত্র প্রয়োগ করা হলে কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা মুলতুবি রাখার নির্দেশ প্রত্যাহার করা হবে৷

কেন্দ্রীয় সরকারের চরমপত্রের মেয়াদ ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা (গ্রিনউইচ মান সময় সকাল আটটা) অবধি৷ সেই মেয়াদ যখন শেষ হচ্ছে, তখনও কাটালুনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন তাঁর  অবস্থান থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছেন৷ পরিবর্তে পুইদেমন পুনরায় স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ডাক দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার যদি ‘‘সংলাপে বাধা সৃষ্টি ও নিপীড়নের পন্থা চালিয়ে যান'', তাহলে বার্সেলোনার প্রাদেশিক সংসদ সরকারিভাবে স্বাধীনতার পক্ষে ভোট দিতে পারে বলে পুইদেমন সাবধান করে দেন৷ ‘‘(কাটালান) সংসদ ১০ই অক্টোবরের স্বাধীনতা ঘোষণার উপর যে ভোট অনুষ্ঠান করেনি'', এবার তাই করা হবে বলে পুইদেমন ঘোষণা করেন৷

ইতিমধ্যেই স্বাধীন?

বৃহস্পতিবারের দ্বিতীয় চরমপত্রের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু পুইদেমন এখনও ‘স্পষ্ট এবং সহজ' হ্যাঁ কিংবা না'র মাধ্যমে মাদ্রিদ সরকারকে জানাননি, তিনি কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা৷ কাজেই কেন্দ্রীয় সরকার পূর্বঘোষিত অভিপ্রায় মতো সংবিধানের ১৫৫ নম্বর সূত্রকে সক্রিয় করতে চলেছেন৷

পুইদেমনের রাজনৈতিক দিকনির্দেশ যতোই দৃঢ় বলে মনে হোক না কেন, বস্তুত কাটালুনিয়ার মানুষ স্পেন থেকে বিচ্ছিন্ন হবার ব্যাপারে দ্বিধাবিভক্ত৷ বিগত কয়েক বছরে অঞ্চলটিতে স্বাধীনতার প্রবক্তা ও বিরোধীরা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ সমাবেশ করেছেন – আগামীতেও যা ঘটতে চলেছে, বলে প্রকাশ৷

ক্রিস্তিনা কুরাক/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ