কাঠবিড়ালিদের ছবি তুলে ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের নিকি কোলমন্ট৷ অনেকে তাকে ‘দ্য স্কুইরেলম্যান' বা কাঠবিড়ালিমানব বলে ডাকেন৷ রুয়ান্ডায় জন্মগ্রহণ করা নিকি ছোটবেলায় তার মা-বাবাকে হারিয়েছেন৷ কাঠবিড়ালিদের ছবি তোলা তাকে অতীতের দুঃখজনক অধ্যায় ভুলে থাকতে সহায়তা করে৷