1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেল কি ইতিহাস গড়বেন?

২৯ অক্টোবর ২০১৩

শুরুটা ২৩ বছর বয়সে৷ এরপর টানা চারবার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন হন সেবাস্টিয়ান ফেটেল৷ বিশ্ব রেকর্ডটা সাতবারের৷ সেটা পেরোতে তাঁকে আরও চারবার চ্যাম্পিয়ন হতে হবে৷ ২৬ বছরের ফেটেলের জন্য সেটা কি সত্যিই খুব কঠিন হবে?

epa03926575 German Formula One driver Sebastian Vettel of Red Bull Racing celebrates on the podium after winning the 4th consecutive Formula One Championship title at the Buddh International Circuit on the outskirts of New Delhi, India, 27 October 2013. EPA/VALDRIN XHEMAJ
ছবি: picture-alliance/dpa

এখন এই প্রশ্নটা করা হলে বেশিরভাগেরই উত্তর হবে, না? কারণ ফেটেলের জন্মটাই যেন হয়েছে রেকর্ডের জন্য৷ তা না হলে সবচেয়ে কম বয়সি হিসেবে ফর্মুলা ওয়ানের রেস শুরু, পয়েন্ট সংগ্রহ, রেস জয় এমন আরও অনেক রেকর্ডই জড়িয়ে আছে ফেটেলের নামের সঙ্গে৷

ফেটেলের দল রেডবুল এর প্রধান ক্রিস্টিয়ান হোর্নার মনে করেন, স্বদেশি মিশায়েল শুমাখারের করা সাতবারের বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ডটি ভেঙে ফেলার ক্ষমতা আছে ফেটেলের৷ রবিবার ইন্ডিয়ান গ্রঁ প্রিঁ জিতে ফেটেল পরপর চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার পর সাংবাদিকরা হোর্নারের কাছে শুমাখারের রেকর্ড ভাঙা সম্ভব কিনা জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি৷ উল্লেখ্য, শুমাখার যখন রেকর্ড করেন তখন অনেকেরই মনে হয়েছিল, হয়ত রেকর্ডটা বহাল থাকবে অনেকদিন পর্যন্ত৷ কিন্তু কার্পেন্ট্রি ব্যবসায়ী নরব্যার্ট ফেটেলের ছেলে সেবাস্টিয়ান ফেটেল মনে হয় তাঁর ছেলেবেলার নায়ক শুমাখারের রেকর্ডটা আর থাকতে দিচ্ছেন না৷

সেবাস্টিয়ানের বাবা নরব্যার্ট ফেটেলছবি: AP

ভারতে ফিরবে ফর্মুলা ওয়ান?

ভারতে এ নিয়ে তিনবার গ্রঁ প্রিঁ অনুষ্ঠিত হলো৷ আগামীবার সেখানে ফর্মুলা ওয়ানের আসর যে বসবে না সেটা আগেই জানানো হয়েছে৷ তবে আয়োজকদের আশা ২০১৫ সালে ভারতে আবারও ফিরবে ফর্মুলা ওয়ান৷ কিন্তু রবিবার দর্শক সংখ্যা কম হওয়ায় সেটা সম্ভব হবে কি না সেটা সময়ই বলে দেবে৷ ২০১১ সালে প্রথমবার যখন দিল্লিতে ফর্মুলা ওয়ানের আয়োজন হয়েছিল তখন দর্শক সংখ্যা ছিল ৯৫ হাজার৷ পরের বছর সেটা হয় ৬৫ হাজার৷ আর এবার দর্শক সংখ্যা ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে ছিল বলে জানান হয়েছে৷ আয়োজকদের দাবি, বিশ্বের অন্যান্য দেশে রেসের সময় উপস্থিত থাকা গড় দর্শক সংখ্যাটা এমনই৷

এদিকে, ২০১৪ সালে ভারত থেকে ফর্মুলা ওয়ান সরিয়ে নিতে সেখানকার ‘রাজনীতি'-কে একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ফর্মুলা ওয়ানের প্রধান বার্নি একলেস্টোন, এমন একটা তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে৷

সব মিলিয়ে ২০১৫ সালে ভারতে আবারও আসর বসবে কিনা, তা জানতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ