একটি নতুন ধরনের ‘ওয়াটার ফিল্টার সিস্টেম’ ভবিষ্যতে বহু মানুষের জীবন রক্ষা করতে পারবে৷ এটির নির্মাণ পদ্ধতিও অত্যন্ত সহজ৷ এমনটাই মনে করেন একদল গবেষক৷ তবে প্রশ্ন এই যে, কতটা নিরাপদ এই পদ্ধতি?
বিজ্ঞাপন
ধরা যাক আপনাকে কেউ বললো খুব সাধারণ এক টুকরা কাঠ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে৷ বিশ্বাস করতে কষ্ট হবে নিশ্চয়ই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এর ইন্সটিটিউট অফ টেকনোলজির এক গবেষক টিম এটির বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন৷
বিষয়টি ছিল উদ্ভিদ ও তাদের জাইলেম৷ অর্থাৎ উদ্ভিদের এক জটিল কাঠের টিসু৷ এ টিস্যুর মাধ্যমে মাটি ও শেকড় থেকে পানি ও খনিজ পদার্থ কাণ্ড, ডালপালা ও পাতায় পরিবহণ করে থাকে উদ্ভিদ৷
রহিত কার্নিক চিন্তা করলেন, উদ্ভিদের জাইলেমকে প্রাকৃতিক ও সুলভমূল্যের পানির ফিল্টার হিসাবেও তো ব্যবহার করা যেতে পারে!
জাইলেমে রয়েছে অতি ক্ষুদ্র ছিদ্রসহ ঝিল্লি৷ অনেকটা ছাকনির মতো৷ অত্যন্ত ক্ষুদ্র ন্যানোমিটার আয়তনের কণাও আটকে যায় তাতে৷ এতে প্রাকৃতিক উপায়েই পানি পরিবহণের সময় উদ্ভিদের ভেতরে বুদ্বুদ তৈরিতে বাধার সৃষ্টি হয়৷ তা না হলে উদ্ভিদের জন্য মারাত্মক হতো৷ যেমন হতে পারে মানুষের রক্তপ্রবাহে বাধা পেলে৷
কার্নিকের আশা, এই ঝিল্লি শুধু বাতাসের বুদ্বুদই নয়, ব্যাকটেরিয়াকেও ফিল্টার করতে পারবে৷ এর ফলে দূষিত পানি আবার পান যোগ্য হবে৷
সাদা-মাটা ফিল্টারও কার্যকর
এই বিজ্ঞানী পাইন গাছের কাঠ ও নল দিয়ে সাদামাটা একটা ফিল্টার তৈরি করেন৷ এরপর পানিতে লাল রং মিশিয়ে তা ফিল্টার করেন৷ সত্যি সত্যি ফিল্টার দিয়ে যে তরল পদার্থটা বের হলো, তা একেবারে পরিষ্কার৷ লাল রংটা জাইলেমের ঝিল্লিতে জমা হয়ে থাকে৷
আমরা কী পান করছি?
ইউরোপে ‘অ্যাবসিন্থ’ নামে এক ধরণের গুল্মলতা পাওয়া যায়, যার ফুল দিয়ে মাদকদ্রব্য তৈরি হয়৷ এই অ্যাবসিন্থ স্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করেন ইউরোপীয় সংসদের অনেক সদস্য৷
ছবি: CC BY 2.5
সবুজ পরী!
সবুজ রংয়ের কারণে অ্যাবসিন্থকে ‘সবুজ পরী’ নামে ডাকা হয়৷ তবে এতে উচ্চমাত্রার অ্যালকোহল থাকায় চিন্তিত ইইউ সাংসদরা৷ এছাড়া এতে রয়েছে ‘তুজন’ নামক একটি বিপজ্জনক রাসায়নিক পদার্থ৷ ফ্রান্স ও সুইজারল্যান্ডের এই পানীয় স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র সহ কয়েকটি দেশে জনপ্রিয়৷
ছবি: Marian Schrader - Fotolia.com
পুড়ে যেতে পারে মুখ
‘সাম্বুকা’ নামের একটি পানীয়তে থাকে দাহ্য অ্যালকোহল৷ তাই কেউ যদি সাম্বুকা পাবার সঙ্গে সঙ্গেই পান করা শুরু করে, তাহলে তার মুখ পুড়ে যেতে পারে৷ এ থেকে রক্ষা পেতে একটু অপেক্ষা করা প্রয়োজন৷
ছবি: CC BY 2.5
তরল নাইট্রোজেন ককটেল
গত অক্টোবরে ব্রিটিশ এক তরুণী তার ১৮তম জন্মবার্ষিকীতে শখ করে তরল নাইট্রোজেন ককটেল পান করেছিলেন৷ কিন্তু সঙ্গে সঙ্গে তার বুকে ব্যথা অনুভব হয় ও শ্বাসকষ্ট শুরু হয়৷ এই ককটেল বিপজ্জনক হলেও বিশ্বের অনেক দেশেই এটা নিষিদ্ধ নয়৷
ছবি: Fotolia/sipaphotography
পার্টি ড্রিংক!
পার্টিতে গিয়ে কোনো পানীয় পান করার পর যদি মাতাল হতে সময় লাগে, তাহলে তো সেই পানীয়ই ভাল৷ তাই না! জার্মানির ইয়েগেরমাইস্টার এই ধরণেরই একটি পানীয়৷ অনেকে এর সঙ্গে এনার্জি ড্রিংক ‘রেড বুল’ মিশিয়ে নেন৷ ফলে মজাটা আরও বেড়ে যায়৷ কিন্তু তা করতে গিয়ে বিপদও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷
ছবি: picture-alliance/dpa
এনার্জি ড্রিংক ‘রেড বুল’
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এনার্জি ড্রিংক রেড বুল৷ এতে এক কাপ কফির মতোই ক্যাফেইন রয়েছে৷ এছাড়া রয়েছে প্রয়োজনীয় চিনি আর টাউরিন৷ তবে টরাইনের প্রভাব সম্পর্কে এখনো ততটা জানা যায়নি৷
ছবি: picture-alliance/Sven Simon
৭৫ শতাংশ অ্যালকোহল
হুইস্কিতে থাকে ৪০ থেকে ৫০ শতাংশ অ্যালকোহল৷ কিন্তু ‘বাকার্ডি ১৫১’ নামের রাম’এ থাকে প্রায় ৭৫ শতাংশ৷ রাশিয়া আর স্কটল্যান্ডে এই রাম এর প্রচলন বেশি৷ ফলে অ্যালকোহলজনিত সমস্যাও সেখানে বেশি৷
ছবি: Getty Images
মৃত্যুও হতে পারে
অতিরিক্ত অ্যালকোহল স্বাস্থ্যের চরম ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যুরও কারণ হতে পারে৷ ঠিক যেমনটা হতে পারে খুব কম পানি পান করলে৷
ছবি: Artusius - Fotolia
7 ছবি1 | 7
এরপর এই বিজ্ঞানী আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন ব্যাকটেরিয়া নিয়ে৷ এক ধরনের কোলি ব্যাকটেরিয়া ছেড়ে দেন পানিতে৷ ‘‘আমাদের প্রথম প্রচেষ্টাই দেখিয়েছে, ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়াই জাইলেম দিয়ে ফিল্টার করা সম্ভব হয়েছে৷'' বলেন কার্নিক৷ মাত্র একটি ফিল্টারই প্রতিদিন চার লিটার পর্যন্ত পানীয়জল পরিষ্কার করতে পারে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বছরে ১.৬ মিলিয়ন মানুষ ব্যাকটেরিয়া দ্বারা দূষিত পানি পান করে নানা অসুখ-বিসুখে আক্রান্ত হয়৷ এর মধ্যে ৯০ শতাংশ শিশু৷ সাধারণত পানি শোধন করার জন্য ক্লোরিন কিংবা কার্বন ফিল্টার ইত্যাদি পদ্ধতির প্রয়োগ করা হয়৷ এ সব পদ্ধতি হয় বেশ খরচসাপেক্ষ নয়ত বেশি পরিমাণ পানিতে তেমন কার্যকর নয়৷ এছাড়া এ জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে বিদ্যুতশক্তি৷ যে সব অঞ্চলে পানিদূষণের প্রকোপ বেশি, সেসব অঞ্চলে বিদ্যুৎশক্তির অভাবও প্রকট৷ কার্নিক বলেন, ‘‘আমার বিশ্বাস জাইলেম ফিল্টারের মাধ্যমে সবার জন্য সহজে ও সুলভমূল্যে জলপরিশোধন করা সম্ভব৷ কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়াই৷''
প্রয়োজন আরো কিছুটা সময়
তবে প্রচলিত পদ্ধতিগুলির সঙ্গে জাইলেম পদ্ধতির তুলনা করার সময় এখনও আসেনি৷ এজন্যা আরো কিছু সময় লাগবে৷ বলেন এই বিজ্ঞানী৷ বর্তমানে কার্নিক ও তাঁর টিম বিভিন্ন ধরনের কাঠের ফিল্টারের কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এ ব্যাপারে তিনি নিশ্চিত যে কোনো কোনোটি ব্যাকটেরিয়া দূর করার ব্যাপারে আরো কার্যকর হবে৷
পানির অপচয় রোধের দশ উপায়
পানির আরেক নাম জীবন৷ অথচ এই পানি, বিশেষ করে বিশুদ্ধ পানি ক্রমশ কমে যাচ্ছে৷ যা জীবনের জন্য এক হুমকি৷ এই হুমকি মোকাবিলায় সচেতন হতে হবে আপনাকেও৷ চলুন জেনে নেই পানির অপচয় রোধের দশ উপায়৷
ছবি: Fotolia/Valua Vitaly
এক কাপ কফি তৈরিতে ১৪০ লিটার পানি!
আমাদের প্রতিদিনের খাদ্য বা পানীয় তালিকার কিছু পণ্য তৈরিতে অনেক পানি প্রয়োজন হয়৷ যেমন এক কাপ কফি বাগান থেকে আপনার টেবিল পর্যন্ত পৌঁছাতে খরচ হচ্ছে ১৪০ লিটার পানি৷ আর এক লিটার দুধের পেছনে ব্যয় ১,০০০ লিটার পানি৷ তাই এ সব পানীয়র অপচয় কমানোর মাধ্যমে পানির অপচয় রোধ করা সম্ভব৷ (ফাইল ফটো)
ছবি: Fotolia/dmitrimaruta
মাংস খাওয়া কমাতে পারেন
ওয়াটারফুটপ্রিন্ট ডটঅর্গ-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, এক কেজি মাংস উৎপাদনে সবমিলিয়ে খরচ হয় ১৫ হাজার লিটারের মতো পানি৷ এই হিসাবের মধ্যে পশুর জন্ম এবং বেড়ে ওঠার সময় প্রয়োজনীয় পানির পরিমাণও বিবেচনা করা হয়েছে৷ এবার ভেবে দেখুন, এক বেলা মাংস না খেয়ে কতটা পানি বাঁচানো সম্ভব?
ছবি: picture-alliance/dpa
পানির ট্যাপের দিকের নজর রাখুন
মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ বন্ধ রাখুন৷ একান্ত যদি গরম পানি পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই পানি ব্যবহার করতে পারেন ব্রাশ ধোয়ার কাজে৷
ছবি: imago/CHROMORANGE
কাপড় বা থালাবাসন পরিষ্কারে সতর্ক হন
কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে৷ পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন৷
ছবি: Fotolia/lightpoet
অপ্রয়োজনে ফ্লাশ নয়
অনেকেই যখন-তখন টয়লেট ফ্লাশ করে থাকেন৷ এতে প্রচুর পানি অপচয় হয়৷ তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন৷
ছবি: by-studio - Fotolia.com
পুকুরে ময়লা ফেলা নয়
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সুযোগ পেলেই পুকুর বা খালে ময়লা ফেলে৷ এতে করে পানি দূষিত হয়৷ আর দূষিত পানি পুনরায় পান উপযোগী করে তুলতে খরচ হয় প্রচুর অর্থ এবং বিদ্যুৎ৷ তাই পুকুরে বা খালে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা মাটিতে গর্ত করে ময়লা ফেলুন৷ (ফাইল ফটো)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
পানির পাইপের দিকে নজর দিন
অনেক সময় পানির পাইপে থাকা বিভিন্ন জোড়া হালকা হয়ে চুইয়ে চুইয়ে পানি বাইরে পরে যায়৷ একটু সতর্ক হলেই এভাবে পানির অপচয় রোধ করা যায়৷ এছাড়া ছাদের ট্যাংকি ভর্তি হয়ে যাতে পানি বাইরে পরে না যায় সেদিকেও খেয়াল রাখুন৷ সময়মতো পানির পাম্প বন্ধ করে দিন৷
ছবি: picture-alliance/dpa
গোসলের সময় অপচয় নয়
বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো পানির ঝরনাগুলো সরিয়ে ফেলুন৷ বর্তমানে বাজারে পানি সাশ্রয়কারী ঝরনা পাওয়া যায়৷ সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৬০ শতাংশ পানির অপচয় রোধ সম্ভব৷ আর গোসলের সময় প্রস্রাব করার অভ্যেস তৈরির মাধ্যমে দিনে অন্তত একবার ফ্লাশ করার পানি বাঁচানো সম্ভব৷
ছবি: Fotolia/Valua Vitaly
পানি কখনো ফেলে দেবেন না
পানি পান করার পর যদি গ্লাসের তলায় খানিকটা পানি থেকে যায়, তাহলে তা ফেলে দেবেন না৷ সেটুকু আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা চায়ের কেটলিতে জমাতে পারেন৷
ছবি: mdxphoto - Fotolia.com
সম্ভব হলে বৃষ্টির পানি জমা করুন
বৃষ্টির পানি জমা করে তা বিভিন্ন কাজে ব্যবহার এমনকি পান করাও সম্ভব৷ বর্তমানে বৃষ্টির পানি সংগ্রহের বিভিন্ন সরঞ্জামও বাজারে পাওয়া যাচ্ছে৷ মনে রাখবেন, আপনার সামান্য উদ্যোগ পানির অপচয় রোধে বড় ভূমিকা রাখতে পারে৷ তাই চেষ্টা করে দেখুন না!
ছবি: DW/Karin Jäger
10 ছবি1 | 10
তবে এই পদ্ধতির ফিল্টার কাজে লাগানোর উপযোগী করতে ২/৩ বছর লেগে যেতে পারে৷ আর একটি সমস্যা হলো এই পদ্ধতিতে ২০০ ন্যানোমিটার আকারের ব্যাকটেরিয়া ফিল্টার করা গেলেও কিন্তু আরো ছোট আকারের ভাইরাসকে আটকানো যায় না৷ এছাড়া ফিল্টারের কাঠটিকে সবসময় ভেজা রাখতে হয়, যাতে ফিল্টারের গুণাগুণ বজায় থাকে৷ ফেডারেল পরিবেশ দপ্তরের হার্টমুট বার্টেল সমালোচনা করে বলেন, ‘‘এই ধরনের ফিল্টার পদ্ধতিকে বলা যায় অনেকটা ‘নেই মামার চেয়ে কানা মামা ভালো'৷ আমাদের স্বাস্থ্যসম্মত পানীয়জলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷''
আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে
অন্যদিকে প্রযুক্তি সংক্রান্ত সাহায্য সংস্থা, ‘টেকনিশেস হিল্ফসওয়ার্ক'-এর নিকোল সান্ডার এই পদ্ধতির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷ কেননা প্রচলিত ফিল্টার পদ্ধতির সঙ্গে মিল রয়েছে এটির৷ তবে এই পদ্ধতির উন্নয়ন ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দিকে লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি৷
রহিত কার্নিক জানেন, তাঁর টিমটির সামনে অনেক কাজ বাকি৷ একদিন হয়ত পানির কলে এই ধরনের একটি ফিল্টার লাগিয়ে পাওয়া যাবে জীবাণুমুক্ত পানি৷ এই স্বপ্ন তাঁর৷ ‘‘আমরা আশা করি, আমাদের পদ্ধতি সেইসব জায়গায় কাজে লাগানো যাবে, যেখানে অন্যান্য পদ্ধতি ব্যয়সাপেক্ষ কিংবা সহজলভ্য নয় এবং তা যত দ্রুত সম্ভব ততই ভালো'', বলেন গবেষক কার্নিক৷