1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতসাভের অপরাধ ও ইসরায়েলের দুঃখ

৩১ ডিসেম্বর ২০১০

ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হলেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ৷ বৃহস্পতিবার সেদেশের আদালত এই রায় দিয়েছে৷ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, দিনটি ইসরায়েলের জন্য একটি দুঃখের দিন৷

মোশে কাতসাভছবি: picture-alliance / dpa

অভিযোগ

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অন্তত ১০ জন নারী৷ অভিযোগ ধর্ষণ এবং যৌন হয়রানির৷ তবে বেশিরভাগ অভিযোগই আনা হয়েছে ঘটনার অনেক বছর পর, তাই সেগুলো আইনগত ভিত্তি পায়নি বলে আদালত তা আমলে নেননি৷ তবে শেষ পর্যন্ত কাতসাভের সাবেক দুই সহকর্মীর অভিযোগেই ফেঁসে গেলেন তিনি৷ উল্লেখ্য, ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন কাতসাভ৷ তার আগে তিনি ইসরায়েলের মন্ত্রিসভারও সদস্য ছিলেন৷ ইংরেজি এ আদ্যাক্ষরের এক সহকর্মী জানিয়েছেন, পর্যটন মন্ত্রী থাকাকালে কাতসাভ তাঁকে দুইবার ধর্ষণ করেছেন৷ অন্যদিকে আরও দুই নারীর অভিযোগ প্রেসিডেন্ট থাকাবস্থায় তাদের যৌন হয়রানি করেছেন ক্ষমতাসীন লিকুদ পার্টির এই নেতা৷

কাতসাভের অপরাধ প্রমাণিত হওয়ায় দুঃখ পেয়েছেন নেতানিয়াহুছবি: AP

রায়

ধর্ষণের অভিযোগ প্রথম থেকে কাতসাভ অস্বীকার করে আসলেও তা আমলে নেননি আদালত৷ বরং তারা জানিয়েছেন, আদালতে মিথ্যা বলেছেন কাতসাভ৷ আদালত রায় দেওয়ার সময় বলেন, যখন কোন নারী না বলে, তার অর্থ না-ই৷ আদালত কাতসাভকে বিচারকাজে বাধা সৃষ্টির জন্যও দোষী সাব্যস্ত করেছে৷ উল্লেখ্য, কাতসাভের বিরুদ্ধে দীর্ঘ ১৮ মাস ধরে এই বিচার চলে৷

প্রতিক্রিয়া

এই রায়ের পর কোন কথা বলেননি মোশে কাতসাভ৷ তবে তাঁর ছেলে বোয়াজ কাতসাভ দাবি করেছেন যে তাঁর পিতা নির্দোষ৷ কাতসাভের আইনজীবী আভিগডর ফেল্ডম্যান বলেছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন৷ উল্লেখ্য, ইসরায়েলি আইনে ধর্ষণের শাস্তি সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ ১৬ বছরের জেল৷ সুতরাং আপিলে হেরে গেলে কারাগার অপেক্ষা করছে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট এর জন্য৷

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনইয়ামিন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘‘দিনটি ইসরায়েল ও দেশবাসীর জন্য একটি দুঃখের দিন৷ তবে আদালত এর মাধ্যমে প্রমাণ করেছে যে আইনের চোখে সকলেই সমান৷'' অন্যদিকে ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল মোশে লাডোর বলেছেন, ‘‘খুব কম রাষ্ট্রই আছে যারা তাদের রাষ্ট্র প্রধানকে এভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারে৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ