1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারকে দ্বীপ বানিয়ে দিচ্ছে সৌদি আরব?

১ সেপ্টেম্বর ২০১৮

একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত একটি খাল খননের বিষয়ে দেশটি সিদ্ধান্ত নিয়েছে৷ এই খালটি কাতারকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেবে৷ অবশ্য গেল এক বছর ধরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিকভাবে একঘরেই আছে কাতার৷

Hafen Doha Katar
ছবি: picture-alliance/dpa/Zumapress

কাতার-সৌদি সীমান্তের সৌদি অংশে এই খালটি খনন করা হলে নিশ্চিতভাবেই কাতার হয়ে পড়বে আলাদা একটি দ্বীপ৷ বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল৷

টুইট বার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সৌদ আল-কাহতানি লেখেন, ‘‘সালওয়া দ্বীপ প্রকল্পটি কীভাবে বাস্তবায়িত করা হচ্ছে তা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি৷ এই প্রকল্প এখানকার ভূগোলই পাল্টে দেবে৷''

এই খালটির খবর প্রথম প্রকাশ করে সাবক নামের একটি অনলাইন পত্রিকা৷ সৌদি রাজবংশের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে এই পত্রিকাটির৷

সেখানে বলা হয়, প্রস্তাবিত খালটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার ও এটি ২০০ মিটার প্রস্থ হবে৷ খরচ হবে ৭৫ কোটি মার্কিন ডলার৷ এর একটি অংশে পারমাণবিক বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে৷

মক্কা পত্রিকায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয় যে, পাঁচটি ঠিকাদার কোম্পানি দরপত্র জমা দেয়৷ সেপ্টেম্বরে বিজয়ী ঠিকাদার কোম্পানির নাম ঘোষণা করা হবে৷

কাতার ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের অবনতির সবশেষ উদাহরণ হলো এই খাল৷ এর আগে ইরান ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে এবং তাদের সহযোগিতা করছে কাতার, এমন অভিযোগে ২০১৭ সালের জুন মাস থেকে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব ও তার আঞ্চলিক সহযোগী দেশ আরব আমিরাত, বাহরাইন ও মিশর৷

দোহা সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছে যে, দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানতেই এমন কাতারকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো৷

এসব দেশ গত বছর থেকেই কাতারের সঙ্গে স্থল যোগাযোগ বন্ধ করে দিয়েছে৷ তাদের নাগরিকদের সেসব দেশ থেকে বিতাড়িত করা হয়েছে৷ এমনকি রাষ্ট্রীয় বিমানসংস্থা কাতার এয়ারওয়েজের বিমানগুলো এসব দেশের আকাশসীমা দিয়ে উড়তে পারবে না বলেও জানিয়ে দিয়েছে৷

যুক্তরাষ্ট্র ও কুয়েত মধ্যস্থতা করেও এই কূটনৈতিক টানাপোড়েন বন্ধ করতে পারেনি

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ