1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নিষেধাজ্ঞার হুমকি

৭ জুলাই ২০১৭

প্রত্যাশা অনুযায়ী কাতার সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশের চাপানো শর্ত পূরণ করলো না৷ ফলে সে দেশের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিলো এই জোট৷ উত্তেজনা কমানোর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন৷

কাতারের উপর নিষেধাজ্ঞার হুমকি
ছবি: Imago/H. Sobik

বৃহস্পতিবার রাতে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কাতারের বৈরি নীতির মুখে নিজস্ব স্বার্থরক্ষায় তারা নিজেদের অধিকার, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করবে৷ কাতার তাদের চাপানো ১৩টি শর্ত পূরণ না করায় এই জোট ধরে নিচ্ছে, সে দেশ অবশ্যই সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এবং এর মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করছে৷ এই অবস্থায় কাতারের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিলো এই জোট৷ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি৷

উল্লেখ্য, বুধবার এই জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে, কাতারের উপর নতুন নিষেধাজ্ঞা চাপানো হবে না৷ জুন মাসের শুরুতেই কাতারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও পরিবহণ বন্ধ করে দিয়েছিল এই জোট৷

কাতারকে ঘিরে বর্তমান অচলাবস্থার ফলে দুশ্চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন৷ কাতার ও সৌদি আরবসহ বিবাদমান সব দেশের সঙ্গেই ওয়াশিংটন ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছে৷ এই অবস্থায় পক্ষপাত দেখানো তাদের জন্য কঠিন৷ তাই সব পক্ষের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে সংকট মেটানোর আহ্বান জানাচ্ছে ট্রাম্প প্রশাসন৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বৃহস্পতিবারই কাতারের সঙ্গে অ্যামেরিকার কৌশলগত সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন৷ তিনি কাতারের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ বিন আতিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান সম্পর্কে তাঁদের আলোচনা হয়েছে৷

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী ১০ই জুলাই কুয়েত সফর করবেন৷ তিনি সম্ভবত মধ্যস্থতার উদ্যোগ নেবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ আপাতত কুয়েত দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে৷ ওয়াশিংটনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অবশ্য বলেছেন যে, কাতার সংকট অত্যন্ত জটিল আকার ধারণ করেছে৷ এই সংকট সমাধানে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যেতে পারে৷ এমনকি সংকট আরও তীব্র হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ