1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের তৃতীয় বিশ্বকাপ স্টেডিয়াম প্রস্তুত

৭ জুন ২০২০

আঞ্চলিক বিরোধে সৃষ্ট নানা প্রতিবন্ধকতার মধ্যেই কাতারের ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি জোরশোরে চলছে৷

Fußball Weltmeisterschaft Stadion Katar Baustelle
ছবি: Getty Images/K. Abou Mehri

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার তাদের তৃতীয় ফুটবল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়৷ ওই স্টেডিয়ামের নাম দেয়া হয়েছে ‘এডুকেশনাল সিটি স্টেডিয়াম’৷ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ক্যাম্পাসের কারণে ওই এলাকার নাম দ্য এডুকেশন সিটি গ্রাউন্ড, সেই নাম অনুসারে স্টেডিয়ামের নাম রাখা হয়েছে৷ এই স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর ‘ক্লাব ওয়ার্ল্ড কাপ’ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা৷ 

বিশ্বকাপের সূচি অনুযায়ী এই মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা৷ স্টেডিয়ামের দর্শক আসন ৪০ হাজার৷ 

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আড়াই বছর বাকি৷ তাই কাতার এরই মধ্যে বিশ্বকাপের জন্য ৪০ হাজার আসন সমৃদ্ধ আল-জানয়্যুব নামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করে ফেলেছে৷ খলিফা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের সংস্কার করে সেটিকেও ঝাঁ-চকচকে করে ফেলেছে৷ আরো পাঁচটি নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে৷

ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সন্ত্রাসবাদের মদদ দাতার অভিযোগ তুলে সৌদি আরব নেতৃত্বাধীন জোট তিন বছর আগে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে৷ দোহা সব অভিযোগ অস্বীকার করেছে৷

২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়৷

তারপর নানা সময়ে উভয় পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও বিরোধের নিষ্পত্তি এখনো হয়নি৷ তবে গত বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন দোহায় একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল৷

এসএনএল/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ