কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার
২৯ নভেম্বর ২০২২
রবিবার জার্মানি ও স্পেনের খেলার ধারাভাষ্য দেয়ার সময় কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে জার্মানির প্রাক্তন ফুটবলার জান্দ্রো ভাগনার উপহাস করেন। ঐ পোশাককে তিনি গোসলের আগে-পরে ব্যবহৃত ঢিলা গাউনের সাথে তুলনা করেন।
বিজ্ঞাপন
জার্মানির সরকারি প্রচার মাধ্যম জেডডিএফ চ্যানেলে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ঐ ম্যাচের ধারাভাষ্য দেয়ার এক পর্যায়ে ভাগনার বলেন, তিনি ভেবেছিলেন যে আল বায়াত স্টেডিয়ামের এক প্রান্ত জার্মান দর্শকে পরিপূর্ণ।
"কিন্তু এর পরেই আমি অনুধাবন করলাম যে সেটা কাতারি বাথরোব,” কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘থাউব' নিয়ে এমন মন্তব্য করেন বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের প্রাক্তন এই খেলোয়াড়।
কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে এসব মনে রাখবেন
২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে৷ বিভিন্ন দেশের দূতাবাস তাদের সমর্থকদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে৷
ছবি: Karim Jafar/AFP/Getty Images
হেইয়া কার্ড
ম্যাচ টিকিট কেনা ও থাকার জায়গা ঠিক করার পর সমর্থকদের ‘হেইয়া কার্ডের’ জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে৷ এই কার্ড ভিসা, ম্যাচের টিকিট ও বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের টিকিট ও জরুরি মেডিকেল সেবা পেতে ব্যবহার করা যাবে৷
ছবি: Mustafa Abumunes/AFP
পানীয়
কাতারে বাস করা বিদেশি নাগরিক ও খেলা দেখতে যাওয়া সমর্থকরা ৩০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় পানীয় গ্রহণ করতে পারবেন৷ একটি বিয়ারের দাম কমপক্ষে ১০ ডলার বা এক হাজার বাংলাদেশি টাকা হতে পারে৷ এছাড়া ম্যাচ শুরুর আধঘণ্টা আগে ভেন্যুতে বিয়ার বিক্রি শুরু হবে৷ চলবে খেলা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত৷ ফিফার ফ্যান জোনেও বিয়ার কেনা যাবে৷
ছবি: Reuters/C. Recine
মাদক
ব্রিটিশ দূতাবাসের ওয়েবসাইটে সমর্থকদের সতর্ক করতে বলা হয়েছে, সামান্য পরিমাণ মাদক রাখার দায়ে ‘কঠোর’ শাস্তি হতে পারে৷ জেল, জরিমানা এমনকি কাতার থেকে চলে যেতে বাধ্য করা হতে পারে৷
ছবি: Getty Images/AFP/E. Abramovich
যৌন হয়রানির শিকার হলে
অনেক দূতাবাস পরামর্শ দিয়েছে, নারীরা যৌন হয়রানির শিকার হলে কাতারি পুলিশের কাছে যাওয়ার আগে নিজ নিজ দেশের দূতাবাসে যাওয়া উচিত৷
ছবি: Karim Jafar/AFP/Getty Images
সমকামিতা প্রসঙ্গে
কাতারে সমকামিতা অপরাধ হলেও হেইয়া কার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, ভিন্ন লিঙ্গের অবিবাহিত বন্ধুবান্ধব বা দম্পতিদের (সমকামীসহ) এক রুমে থাকায় কোনো বাধা নেই৷ ফিফা বলেছে, স্টেডিয়ামে এলজিবিটিদের রংধনু পতাকা নিয়ে যাওয়া যাবে৷
ছবি: Peter Dejong/AP Photo/picture alliance
ভালবাসা প্রদর্শনে সতর্কতা
কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, বিশ্বকাপের সময় সামাজিক নৈতিকতার বিষয়ে কিছুটা নম্রতা দেখানো হবে৷ তবে ঊর্ধ্বতন আয়োজকরা সতর্ক করে বলেছেন, একজন পুরুষ ও তার স্ত্রী, কিংবা সমকামী দম্পতির দ্বারা ‘প্রকাশ্যে প্রেম/ভালবাসা প্রদর্শন’ হয়ত ‘আপত্তিকর’ হিসাবে বিবেচিত হতে পারে৷
ছবি: imago/B.König
6 ছবি1 | 6
থাউব হলো লম্বা হাতাসহ সাদা পূর্ণ দৈর্ঘ্যের পোশাক, যা কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিধান করে। কাতারিদের কাছে এটা জাতীয় মর্যাদার প্রতীক। প্রত্যেক আরব রাষ্ট্রের নিজস্ব থাউবের প্রচলন রয়েছে।
অসঙ্গত, দুঃখজনক
পোশাক নিয়ে ভাগনারের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে তার মন্তব্যেকে ‘বর্ণবাদী' বলে জেডডিএফ টিভি চ্যানেলের টুইটারে সমালোচনা করেন।
এমন পরিস্থিতিতে গতকাল সোমবার বিবৃতি দিয়ে ভাগনার তার মন্তব্যের জন্য ক্ষমা চান। বিবৃতি টুইটারে শেয়ার করে তার মন্তব্য ছিল ‘অসঙ্গত ও অনুপযুক্ত'। তিনি বলেন, তার মন্তব্যের কারণে কেউ আঘাত পেয়ে থাকতে পারেন, তবে সেটা ইচ্ছাকৃত ছিল না।
জার্মান প্রচার মাধ্যমটিও তার এই মন্তব্যেকে ‘দুঃখজনক' অভিহিত করে জানায় যে, খেলার এক আবেগঘন মুহূর্তে প্রাক্তন ফুটবলার এমন মন্তব্য করেছেন। "তবে এমন মন্তব্য করার জন্য তাকে অনুমতি দেয়া হয়নি।"
উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জার্মান ও স্পনের খেলা ১-১ গোলে ড্র হয়।