1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের প্রতি সহানুভূতি দেখালে জেল

৭ জুন ২০১৭

আরব আমিরাতের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের সংবাদপত্র গালফ নিউজ এবং প্যান-আরব চ্যানেল আল-অ্যারাবিয়া৷ সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাতসহ কয়েকটি আরব রাষ্ট্র৷

ছবি: Picture alliance/AP Photo/K. Jebreili

আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসিকে উদ্ধৃত করে গালফ নিউজ জানিয়েছে, ‘‘কাতারের প্রতি যে বা যারা সমবেদনা বা কোনো রকম পক্ষপাত দেখাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সামাজিক মাধ্যমে হোক কিংবা লিখিত বা ভিডিও বা অন্য যেভাবেই হোক, আরব আমিরাতের সিদ্ধান্তের বাইরে গেলে জেল-জরিমানা করা হবে৷''

নিয়মভঙ্গকারীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে৷ আর জরিমানার পরিমাণ হতে পারে কমপক্ষে পাঁচ লক্ষ দিরহাম৷

সোমবার সৌদি আরব ও আরব আমিরাতসহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর টুইটারে অনেককেই এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে কথা বলতে দেখা গেছে৷ আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরবে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে টুইটার বেশ জনপ্রিয়৷

প্রথমে প্রশংসা, পরে ঐক্যের কথা

কাতারের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো পদক্ষেপ নেয়ায় প্রথমে তাদের প্রশংসা করে মঙ্গলবার টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

অবশ্য পরে সৌদি আরবের বাদশার সঙ্গে টেলিফোনে আলাপ করেন ট্রাম্প৷ সেই সময় তিনি আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে৷

রাশিয়ার হ্যাকাররা যুক্ত?

কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থায় প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে গত মে মাসে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে উত্তেজনা শুরু হয়৷ ঐ সংবাদে উপসাগরীয় নেতাদের সমালোচনার পাশাপাশি আঞ্চলিক শত্রু ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানানো হয়৷ বলা হয়, কাতারের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো৷

মার্কিন টিভি চ্যানেল সিএনএন-এ কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে উদ্ধৃত করে একটি সংবাদ প্রচারিত হয়েছে৷ সিএনএন বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, রাশিয়ার হ্যাকাররা কাতারের সরকারি সংবাদ সংস্থায় ঐ খবর প্রকাশের জন্য দায়ী৷ তবে সাইবার নিরাপত্তা বিষয়ক ক্রেমলিনের উপদেষ্টা আন্দ্রেই ক্রুটশকিকের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ঐ খবর প্রকাশের সঙ্গে রুশ হ্যাকারদের জড়িত থাকার কোনো প্রমাণ নেই৷

কুয়েতের আমিরের সৌদি আরব সফর

উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরব সফর করেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ৷ সেখানে তিনি সৌদি আরবের বাদশাহর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন৷ এর আগে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন তিনি৷ তবে সৌদি বাদশার সঙ্গে কুয়েতের আমিরের আলোচনার বিস্তারিত জানা যায়নি৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ