1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতার সংকট নিরসনে জার্মানি

৬ জুলাই ২০১৭

জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ সত্যি কিনা তা যাচাই করে দেখবে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

Katar Bundesaußenminister Gabriel in Doha
ছবি: Picture alliance/dpa/G. Fischer

বৃহস্পতিবার জার্মানির ডয়েচলান্ড ফুংক রেডিওকে গাব্রিয়েল জানান, কাতার ইতিমধ্যে অভিযোগ যাচাইয়ের জন্য জার্মান গোয়েন্দা সংস্থার কাছে সংশ্লিষ্ট সব দলিল-দস্তাবেজ, নথিপত্র তুলে দিতে রাজি হয়েছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতেও সম্মত হয়েছে কাতার৷'' জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডি কবে থেকে শুরু করে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে পারবে সে বিষয়ে অবশ্য কিছু বলেননি সিগমার গাব্রিয়েল৷

গতমাসে অর্থনৈতিক ও অন্যান্য অবরোধ আরোপের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার সময় ১৩টি শর্ত দিয়ে বলা হয়েছিল, শর্তগুলো না মানলে আরো কঠোর অবরোধের মুখে পড়বে কাতার৷ শর্তগুলো মেনে নেয়ার জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল৷ তবে সেই সময় পার হয়ে যাওয়ার পরও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন নতুন কোনো ঘোষণা দেয়নি৷ তবে সংকট নিরসনও হয়নি৷ কুয়েতের মধ্যস্থতায় এখনো সংকট নিরসনের চেষ্টা চলছে৷

শুরু থেকেই কাতার দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগ সম্পূর্ণ অমূলক৷ সৌদি আরব ও তাদের চার মিত্র দেশের দেয়া ১৩টি শর্তের কোনোটিই মানা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে দেশটি৷

এসিবি/ ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ