জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ সত্যি কিনা তা যাচাই করে দেখবে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জার্মানির ডয়েচলান্ড ফুংক রেডিওকে গাব্রিয়েল জানান, কাতার ইতিমধ্যে অভিযোগ যাচাইয়ের জন্য জার্মান গোয়েন্দা সংস্থার কাছে সংশ্লিষ্ট সব দলিল-দস্তাবেজ, নথিপত্র তুলে দিতে রাজি হয়েছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতেও সম্মত হয়েছে কাতার৷'' জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডি কবে থেকে শুরু করে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে পারবে সে বিষয়ে অবশ্য কিছু বলেননি সিগমার গাব্রিয়েল৷
মুসলমানদের জন্য সেরা ১৫টি দেশ
প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০১৬-১৭’৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বেশি মুসলিমবান্ধব দেশগুলোর নাম৷ সেখানে বাংলাদেশও আছে৷ দেখুন...
ছবি: Getty Images/AFP/M. Al-Shaikh
দশম স্থানে ইন্দোনেশিয়া
৩৬ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া আছে দশ নম্বরে৷ ইসলামি বিনিয়োগে দেশটি আছে নয় নম্বরে৷ এছাড়া হালাল কসমেটিক্স এবং হালাল ওষুধ বেশি পাওয়া যায় এমন দেশগুলোর মাঝে ইন্দোনেশিয়া আছে অষ্টম স্থানে৷
ছবি: SUDIARNO/AFP/Getty Images
নবম স্থানে জর্ডান
মধ্যপ্রাচ্যের এই দেশটি ৩৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়ার ঠিক আগে আছে৷ ইসলামি বিনিয়োগে দেশটি আছে নয় নম্বরে৷
ছবি: Reuters
অষ্টম স্থানে কাতার
কাতারের মোট পয়েন্ট ৪৩৷ হালাল ও ইসলামি বিনিয়োগ আর বেশি ইসলামি মিডিয়া আছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে আছে দেশটি৷
ছবি: picture-alliance/ dpa
কুয়েত সপ্তম
কুয়েতের মোট পয়েন্ট ৪৪৷ ইসলামি বিনিয়োগে ষষ্ঠ এবং বেশি ইসলামি মিডিয়া আছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে আছে এই দেশটি৷
ছবি: Getty Images/AFP/Y. Al-Zayat
ষষ্ঠ স্থানে পাকিস্তান
সেরা মুসলিমবান্ধব দেশগুলোর তালিকায় মোট ৪৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে৷ হালাল খাবার বেশি পাওয়া যায় এমন দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি৷ বেশি ইসলামি বিনিয়োগে পাকিস্তান আছে সপ্তম স্থানে৷
ছবি: picture-alliance/dpa/S. Akber
ওমান পঞ্চম
পাকিস্তানের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে ওমান আছে পঞ্চম স্থানে৷
ছবি: J. Sorges
চতুর্থ স্থানে সৌদি আরব
সৌদি আরবের মোট পয়েন্ট ৬৩৷ তারা আছে চতুর্থ স্থানে৷
ছবি: Reuters/File Photo/A. Jadallah
বাহরাইন সৌদি আরবের চেয়ে এগিয়ে
সৌদি আরবের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে বাহরাইন আছে তৃতীয় স্থানে৷
ছবি: Getty Images/AFP/M. Al-Shaikh
দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত
মোট ৮৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় সেরা মুসলিমবান্ধব দেশ হয়েছে সংযুক্ত আরব আমিরাত৷
ছবি: picture-alliance/DPPI/A. Francolini
সবার সেরা মালয়েশিয়া!
হ্যাঁ, তালিকায় সবার ওপরে আছে মালয়েশিয়া৷ তাদের মোট পয়েন্ট ১২১!
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
এবং বাংলাদেশ
২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১৫ নম্বরে৷ ১৫টি সেরা মুসলিমবান্ধব দেশের তালিকায় বাংলাদেশের আগে আছে শুধু ইরান, সুদান, ব্রুনেই এবং সিঙ্গাপুর৷
ছবি: picture-alliance/dpa
11 ছবি1 | 11
গতমাসে অর্থনৈতিক ও অন্যান্য অবরোধ আরোপের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার সময় ১৩টি শর্ত দিয়ে বলা হয়েছিল, শর্তগুলো না মানলে আরো কঠোর অবরোধের মুখে পড়বে কাতার৷ শর্তগুলো মেনে নেয়ার জন্য সময়ও বেঁধে দেয়া হয়েছিল৷ তবে সেই সময় পার হয়ে যাওয়ার পরও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন নতুন কোনো ঘোষণা দেয়নি৷ তবে সংকট নিরসনও হয়নি৷ কুয়েতের মধ্যস্থতায় এখনো সংকট নিরসনের চেষ্টা চলছে৷
শুরু থেকেই কাতার দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগ সম্পূর্ণ অমূলক৷ সৌদি আরব ও তাদের চার মিত্র দেশের দেয়া ১৩টি শর্তের কোনোটিই মানা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে দেশটি৷