তিন নিকটতম প্রতিবেশীসহ পাঁচটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷ দেশগুলো হচ্ছে, সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন৷
বিজ্ঞাপন
সোমবার সকালে ৫ আরব দেশ কাতারের সঙ্গে যোগাযোগ বন্ধের কথাও জানিয়েছে৷ তারা বলছে, সন্ত্রাস এবং উগ্রতার বিপদ থেকে নিজেদেরকে বাঁচাতেই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে৷ পারস্য উপ-সাগরে অবস্থিত দেশ কাতারের সঙ্গে একমাত্র সৌদি আরবের স্থল সীমান্ত রয়েছে৷ সাগরে সবচেয়ে নিকট প্রতিবেশি বাহরাইন৷ জলপথে আরেক নিকটতম প্রতিবেশি সংযুক্ত আরব আমিরাত৷
কাতারের সাথে সম্পর্ক ছিন্নকারী দেশগুলো জল-স্থল-আকাশ পথে সব যোগাযোগও বন্ধের ঘোষণা দিয়েছে৷ এই ঘোষণার পরপরই ফ্লাই দুবাই এবং এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো কাতারে তাদের ফ্লাইট বাতিল করতে শুরু করে৷ অন্যদিকে কাতার এয়ারওয়েজও সৌদি আরবে তাদের সকল ফ্লাইট বাতিল করেছে৷ সৌদি সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দেশটি কার্যত স্থলপথে বাকি দুনিয়া থেকেই বিচ্ছিন্ন হয়ে গেল৷
সৌদি প্রেস এজেন্সি বলছে, কাতারের প্রতি একই পদক্ষেপ নিতে দেশগুলো তাদের সব ভ্রাতৃপ্রতীম দেশ এবং কোম্পানির প্রতিও আহ্বান জানিয়েছে৷ ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে কাতারও ছিল৷ সেই জোট থেকেও কাতারের বহিষ্কারের ঘোষণা দেয় সৌদি আরব৷
প্রতিবেশীদের এসব সিদ্ধান্তে কাতারে বসবাসরতদের স্বাভাবিক জীবনে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছে দেশটি৷ তবে একইসঙ্গে সিদ্ধান্তকে ‘অবিচার' হিসাবে উল্লেখ করে দেশটি বলছে, যে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার কোনো ভিত্তি নাই৷
যে ১০ জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে গেছেন
বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭ লক্ষ ৭৪ হাজার ৫৪০ জন বাংলাদেশি কর্মসূত্রে বিদেশে গেছেন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
১. কুমিল্লা
সবচেয়ে বেশি গেছে এই জেলা থেকে৷ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ৷
আপনি যদি এই ১০ জেলার না হয়ে থাকেন তাহলে আপনার জেলার তথ্য জানতে উপরে ‘+’ চিহ্ন ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
11 ছবি1 | 11
কাতারকে বয়কটের প্রথম ঘোষণাটি আসে সৌদি আরব থেকে৷ এরপর অপরাপর দেশগুলোও একই ঘোষণা দেয়৷ বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে কাতারের রাজধানী থেকে তারা তাদের কূটনৈতিক মিশন প্রত্যাহার করছে এবং সকল কূটনীতিককে দেশটি ছাড়তে বলেছে৷
কাতারের সাথে জল-আকাশ পথে যোগাযোগ বন্ধের পরিকল্পনাও করছে তারা৷ বাহরাইন কাতারের বিরুদ্ধে মিডিয়া উস্কানি, বাহরাইনে বিশৃঙ্খলা এবং অন্তর্ঘাতমূলক কার্যক্রমে দায়ী ইরানি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অভিযোগ আনে৷ এরপরই ইউএই অভিযোগ করে, সন্ত্রাসী, উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সমর্থন, অর্থ সহায়তা করছে কাতার৷ মিশর বলছে, কাতার সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তা করে৷
কাতারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থায় প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে গত মে মাসে উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে এই উত্তেজনা শুরু হয়৷ কাতারের কর্মকর্তাদের মতে, হ্যাকাররা কাতারের আমিরকে ভুলভাবে উদ্বৃত করে একটি খবর ছড়িয়ে দেয়৷ সেখানে উপসাগরীয় নেতাদের সমালোচনার পাশাপাশি আঞ্চলিক শত্রু ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানানো হয়৷ বলা হয়, কাতারের সাথে ইসরাইলের সম্পর্ক ভালো৷
ভারতকে ছাড়িয়ে সবার ওপরে সৌদি আরব
স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান (সিপ্রি)-র প্রতিবেদনে শঙ্কা জাগানো ইঙ্গিত৷ সারা বিশ্বে অস্ত্রের ক্রয়-বিক্রয় বেড়েই চলেছে৷ চলুন দেখা যাক ২০১৫ সালে অস্ত্র খাতে ব্যয়ে কোন দেশ কোন অবস্থানে৷
ছবি: picture alliance/ZUMA Press/Xinhua/P. Thapa
অস্ত্র কেনায় ২০১৫-র সেরা সৌদি আরব
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতন্ত্র নেই৷ মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠে নিয়মিত৷ তবে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সৌদি আরব সরকারের উদ্যোগ এবং আগ্রহ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই৷ অস্ত্র ক্রয়ে ৩ হাজার ১৬১ মিলিয়ন ডলার ব্যয় করে ২০১৫ সালের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হয়ে গেছে সৌদি আরব৷ ২০১৪ সালে এ তালিকায় শীর্ষে ছিল ভারত, সৌদি আরব ছিল দ্বিতীয় স্থানে৷
ছবি: AFP/Getty Images
সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ভারত
বরাবরের মতো এখনো রাশিয়ার কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে ভারত৷ সিপ্রি-র প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশও ভারত৷ ২০১৫ সালেও এই খাতে ৩ হাজার ৭৮ মিলিয়ন ডলার ব্যয় করেছে তারা৷ ২০১৪ সালে ৩ হাজার ৪৮৭ মিলিয়ন ডলার ব্যয় করে এক বছরের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় সবার ওপরে ছিল ভারত৷ এবার শীর্ষে উঠে এসেছে সৌদি আরব৷
ছবি: Getty Images
অবাক করেছে অস্ট্রেলিয়া
আগের বছরের শীর্ষ অস্ত্র আমদানিকারকদের তালিকায় অষ্টম স্থানে ছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ২০১৫ সালে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলার ব্যয় করে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা৷
ছবি: U.S. Navy photo/courtesy Lockheed Martin/Getty Images
চতুর্থ মিশর
মিশরও দীর্ঘদিন ধরে অশান্ত৷ সে দেশে উল্লেখযোগ্য হারে অস্ত্র ক্রয়ও বাড়ছে৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে ১ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার খরচ করে সে বছরের সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে মিশর৷ এক বছর আগে ২২তম স্থানে তারা!
ছবি: dapd
পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাত!
সৌদি আরব, ভারত, অস্ট্রেলিয়া আর ফ্রান্সের পরই আছে সংযুক্ত আরব আমিরাত৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে তাদের মোট ব্যয় ১ হাজার ২৮৯ মিলিয়ন ডলার৷ ব্যয় বাড়িয়ে এক বছরে ১১ তম স্থান থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা৷
ছবি: picture alliance/dpa/Ecpad Handout
ইরাকও আছে অস্ত্র ক্রয়ের প্রতিযোগিতায়
ইরাকের মানুষ রক্তপাতহীন একটি দিন কবে পাবে কে জানে! এখন যে যুদ্ধ চলছে সেখানে ইরাকি সেনাবাহিনীর প্রতিপক্ষ সুন্নি মুসলমানদের তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ ফলে অস্ত্র ক্রয় আরো বেড়েছে৷ ২০১৫ সালেই এই খাতে মোট ১ হাজার ২১৫ মিলিয়ন ডলার খরচ করেছে ইরাক৷ ফলে ২০১৪ সালের শীর্ষ আমদানিকারক দেশগুলোর তালিকায় ১৫তম স্থান পাওয়া ইরাক ২০১৫ সালে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে৷
ছবি: Reuters/T. Al-Sudani
চীন পিছিয়েছে
২০১৪ সালে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা দেশগুলোর তালিকার চতুর্থ স্থানে ছিল চীন৷ পরের বছর ১ হাজার ২১৪ মিলিয়ন ব্যয় করেও সপ্তম স্থানে নেমে গেছে তারা৷ এটা অবশ্য শুধু এক বছরে অস্ত্র আমদানিতে মোট ব্যয়ের হিসেব৷ চীন শুধু অস্ত্র আমদানি করে না, বিক্রিও করে৷ শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পরই তাদের স্থান৷
ছবি: picture-alliance/AP Images/Color China Photo/Z. Lei
ভিয়েতনামও আছে
২০১৪ সালে এক বছরে অস্ত্রখাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে ছিল ভিয়েতনাম৷ উন্নয়নশীল এই দেশটি ২০১৫ সালে ৮৭০ মিলিয়ন ডলার ব্যয় করেও এক ধাপ পিছিয়েছে৷
ছবি: picture-alliance/Russian Look
অস্ত্র ক্রয়ে সমস্যা নেই গ্রিসের!
চরম অর্থনৈতিক সংকট চলছে গ্রিসে৷ অন্যদিকে অস্ত্র ক্রয়ে ব্যয় বাড়ানোর প্রবণতাও ভয়ংকর রূপ নিয়েছে৷ ২০১৫ সালে অস্ত্র ক্রয়ে ৭৬২ মিলিয়ন ডলার ব্যয় করেছে গ্রিস৷ ফলে এক বছরে অস্ত্র খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর তালিকায় নবম স্থানে উঠে এসেছে তারা৷ আগের বছর ৩৩তম স্থানে ছিল গ্রিস৷
ছবি: Reuters/R. Zvulun
এক ধাপ পিছিয়েছে পাকিস্তান
২০১৫ সালে অস্ত্র ক্রয়ে মোট ৭৩৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে পাকিস্তান৷ বৈরি প্রতিবেশী দেশ ভারতের চেয়ে দু’হাজার মিলিয়নের চেয়েও কম ব্যয় করে তারা এখন তালিকার দশম স্থানে৷ ২০১৪ সালে নবম স্থানে ছিল পাকিস্তান৷
ছবি: picture alliance/ZUMA Press/Xinhua/P. Thapa
10 ছবি1 | 10
উপসাগরীয় দেশগুলো এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে৷ তারা কাতারভিত্তিক স্যাটেলাইট নিউজ নেটওয়ার্ক আল জাজিরাকেও বয়কট করতে শুরু করে৷ কাতারকে বয়কটের এই ঘোষণার পর পারস্য উপসাগরের অপর প্রান্তে অবস্থিত দেশ ইরান এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে৷
ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ হামিদ আবু তালেবি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই পদক্ষেপ সমস্যা সমাধানের পথ নয়৷ আগ্রাসন এবং দখলদারিত্ব অস্থিতিশীলতা ছাড়া আর কোনো ফল বয়ে আনে না৷ গ্যাস সমৃদ্ধ কাতারে মার্কিন সামরিক বাহিনীর বড় ঘাঁটি রয়েছে৷
এ প্রসঙ্গে আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷