1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারে আট অধিনায়ক রঙধনু আর্মব্যান্ড পরবেন

২৪ সেপ্টেম্বর ২০২২

ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সসহ কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইউরোপের আট দেশের অধিনায়কেরা রঙধনু আর্মব্যান্ড পরে খেলবেন বলে ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন বুধবার জানিয়েছে৷

Fußball EM - Aufschrift "LGBTQ+RIGHTS"
ছবি: Nick Potts/PA Wire/dpa

সাধারণত সমকামীরা তাদের বিভিন্ন কর্মসূচিতে রঙধনু পতাকা ব্যবহার করেন৷

কাতারে সমকামিতা অবৈধ৷ তবে বিশ্বকাপ চলার সময় সমলিঙ্গ দম্পতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে মানবাধিকার সংগঠনগুলোকে আশ্বস্ত করেছে কাতার৷

ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল বিশ্বকাপে নিজেদের পছন্দমতো আর্মব্যান্ড নিয়ে যেতে পারে না৷ এ ব্যাপারে তারা কী সিদ্ধান্তে নেবে তা এখনও জানা যায়নি৷

ইউরো ২০২০ শুরুর আগে নেদারল্যান্ডসে ‘ওয়ানলাভ’ নামে একটি কর্মসূচি শুরু হয়েছিল৷ এই কর্মসূচির আওতায় কাতার বিশ্বকাপে রঙধনু আর্মব্যান্ড পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আট অধিনায়ক৷

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ‘ওয়ানলাভ' কর্মসূচি সমর্থন করে৷ ইউরো চলার সময় জার্মানির গোলরক্ষক মানুয়ের নয়ার রংধনু আর্মব্যান্ড পরতে চাইলে উয়েফা তাতে অনুমোদন দিয়েছিল৷

কাতার বিশ্বকাপে নিয়ম মেনে বিয়ার বিক্রি

00:46

This browser does not support the video element.

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন বলেন, ‘‘অধিনায়ক হিসেবে আমরা সবাই খেলার মাঠে একে অপরের বিরুদ্ধে লড়বো৷ তবে যে-কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়তে আমরা একসঙ্গে আছি৷’’

ইংলিশ ফুটবল এসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বালিংহ্যাম বলেন, কাতারে বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো তৈরি করতে গিয়ে যে অভিবাসী শ্রমিকরা হতাহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নীতিকেও তারা সমর্থন করেন৷

হতাহতা অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বানে সাড়া দিতে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ