অভিবাসী শ্রমিকদের হয়রানি রোধে সংশোধিত শ্রম আইন বাস্তবায়নে আগামী নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে কাতারকে৷ নতুবা শ্রম বিষয়ক একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বিষয়টির তদন্ত করবে বলেও জানা গেছে৷
বিজ্ঞাপন
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও জানিয়েছে যে, কাতারে অভিবাসী শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হচ্ছে কিনা – সেটা তদন্ত করে দেখার বিষয়টি আগামী নভেম্বর পর্যন্ত মুলতবি রাখছে তারা৷ উপসাগরীয় দেশটির ২৫ লাখ অধিবাসীর মধ্যে ৯০ শতাংশই অভিবাসী কর্মী এবং এঁদের অধিকাংশই ভারত, নেপাল এবং বাংলাদেশের মতো দেশগুলো থেকে এসেছে৷ অভিবাসীদের অনেকেই ২০২২ বিশ্বকাপ ফুটবলের জন্য অবকাঠামো তৈরির প্রকল্পে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন৷ বলা বাহুল্য, এ কাজে বেতন অনেক কম৷
অভিবাসী শ্রমিকদের বসবাসের নোংরা পরিবেশ, দুর্বল স্বাস্থ্য, নিরাপত্তার নিম্ন মান এবং তাঁদের দিয়ে জোর করিয়ে কাজ করানোর জন্য পাসপোর্ট এবং বেতন আটকে রাখার মতো বিষয়গুলো নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ও অ্যাক্টিভিস্টরা কাতারের বিরুদ্ধে সোচ্চার হয়৷ এরপর কাতার সরকারও কিছুক্ষেত্রে পরিবর্তন আনার ঘোষণা দেয়৷ আইএলও মঙ্গলবার জানায়, শ্রম পরিবেশের উন্নয়নে কাতারের সাম্প্রতিক উদ্যোগগুলো তাদের চোখে পড়েছে৷ তবে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তারা দেশটির কাছে চেয়েছে৷
যে ১০ জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে গেছেন
বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭ লক্ষ ৭৪ হাজার ৫৪০ জন বাংলাদেশি কর্মসূত্রে বিদেশে গেছেন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
১. কুমিল্লা
সবচেয়ে বেশি গেছে এই জেলা থেকে৷ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ৷
আপনি যদি এই ১০ জেলার না হয়ে থাকেন তাহলে আপনার জেলার তথ্য জানতে উপরে ‘+’ চিহ্ন ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
11 ছবি1 | 11
আইএলও-র পরিচালনা পর্ষদ দোহার কাছে গৃহকর্মীদের সম্পর্কিত শ্রম আইনে কী ধরনের সংশোধন আনা হচ্ছে এবং শ্রমিক অসন্তোষ নিরসনে কাজ করা কমিটির অবস্থা নভেম্বরের মধ্যে জানাতে বলেছে৷ এছাড়া সে মাসেই কাতারে শ্রমিক হয়রানির তদন্তে কোনো কমিশনের নিয়োগ দেয়া হবে কিনা, তা নির্ধারণ করবে আইএলও৷
প্রসঙ্গত, অভিবাসী শ্রমিকদের জন্য কাফিল স্পন্সরশিপ নামে এক ব্যবস্থা অনুসরণ করে কাতার৷ এই ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা চাকুরিদাতার অনুমতি ছাড়া চাকুরি পরিবর্তন বা দেশত্যাগ করতে পারেন না৷ এই পদ্ধতি জোরপূর্বক কাজ করানোর সামিল বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো৷
গত ডিসেম্বরে কাতার অবশ্য নতুন এক আইন করেছে, যেখানে একজন শ্রমিককে কাজের চুক্তি শেষ হওয়ার পর স্বাধীনভাবে অন্য চাকুরি নেওয়ার অধিকার দেওয়া হয়েছে৷ পাশাশাশি কোনো চাকুরিদাতা যদি শ্রমিকের পাসপোর্ট জব্দ করে, তাহলে সেই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে৷
শ্রমজগতের বিবর্তন
মধ্যযুগ অবধি লোকে কাজ করাটাকে বিশেষ সুনজরে দেখত না৷ তারপর গেছে শিল্পায়ন আর বিশ্বায়নের যুগ৷ আজ আবার রোবটদের প্রকোপে মানুষ বেকার হতে বসেছে৷ সংক্ষেপে এই হলো শ্রমের ইতিহাস৷
কুঁড়ের বাদশা
প্রাচীন গ্রিক দার্শনিকরা শ্রমকে ভালো চোখে দেখতেন না৷ অ্যারিস্টটলের কাছে শ্রম ছিল স্বাধীনতার ঠিক বিপরীত৷ মহাকবি হোমার তাঁর গাথায় প্রাচীন গ্রিসের অভিজাত মহলের অকর্মণ্যতাকে আদর্শ করেছেন৷ কায়িক শ্রম রাখা ছিল নারী, পরিচারক বা ক্রীতদাসদের জন্য৷
ছবি: Imago/Leemage
মোচ্ছব করতে পারলে কাজ করে কী হবে?
মধ্যযুগেও এই কর্মবিমুখতা লক্ষ্য করা যায়৷ চাষবাসের কাজ করতে আর কার ভালো লাগে, কিন্তু তাই বলে জমিদারের বেগার খাটনি থেকে তো আর মুক্তি পাওয়া যাবে না৷ তবে মুনাফা বাড়ানোর মাত্রাধিক প্রচেষ্টাকে ‘পাপ’ বলে মনে করা হতো৷ বছরে ছুটির দিন ছিল প্রায় ১০০৷
ছবি: Gemeinfrei
শিল্পায়ন
ইউরোপের শিল্পায়ন শুরু হয় অষ্টাদশ শতাব্দীর সূচনায়৷ জনসংখ্যা বাড়ছে, অথচ চাষের জমি বাড়ছে না৷ কাজেই ক্রমেই আরো বেশি মানুষ কলকারখানায় কাজ করতে শুরু করেন৷ উনবিংশ শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডে বহু মানুষ দিনে চৌদ্দ ঘণ্টা কাজ করতেন, তাও আবার সপ্তাহে ছ’দিন৷ মজুরি ছিল অত্যন্ত কম৷ অপরদিকে বাষ্পচালিত ইঞ্জিন বা স্পিনিং মিল আবিষ্কার হওয়ার ফলে উৎপাদন বাড়ে প্রায় তিনগুণ৷
দাম পড়ছে, মাইনে বাড়ছে
বিংশ শতাব্দীর সূচনায় হেনরি ফোর্ড তাঁর সুবিখ্যাত অ্যাসেম্বলি লাইন চালু করলেন, যার ফলে ঐতিহাসিক ‘মডেল টি’ ফোর্ডের উৎপাদন বেড়ে আটগুণ হয়েছিল৷ উৎপাদন বাড়ার ফলে ফোর্ড তাঁর গাড়ির দাম কমাতে ও শ্রমিকদের আরো বেশি মাইনে দিতে সমর্থ হন৷
বিশ্বায়ন
বিংশ শতাব্দীতে বিশ্বের সমৃদ্ধ দেশগুলিতে ‘লেবার কস্টস’, অর্থাৎ শ্রম খাতে ব্যয় বাড়তে থাকে৷ কাজেই বহু শিল্পসংস্থা তাদের উৎপাদন এমন সব দেশে নিয়ে যায়, যেখানে বেতন ও পারিশ্রমিক কম৷ এর ফলে বিশ্বের বহু দরিদ্র দেশে আজ ঠিক সেই পরিস্থিতি, ইউরোপে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে যা ছিল: শিশুশ্রম, নিম্ন পারিশ্রমিক, ওদিকে সামাজিক বীমা বা ভাতা বলে কিছু নেই৷
ছবি: picture-alliance/dpa/L.Jianbing
রোবটায়ন
রোবটরা ধর্মঘট করে না, মজদুরি চায় না, নির্ভুল কাজ করে৷ শ্রমজগতের চেহারা পাল্টে দিয়েছে এই রোবটরা, যে কারণে মার্কিন অর্থনীতিবিদ জেরেমি রিফকিন একটি ‘তৃতীয় শিল্পবিপ্লব’-এর কথা বলেছেন৷ এর একটি ফলশ্রুতি হবে, বেতনভোগী ও চাকুরীজীবীদের সংখ্যা এই হারে বাড়তে পারবে না - বলেছেন রিফকিন৷
ছবি: picture-alliance/dpa/Stratenschulte
রোবট কি ‘জব কিলার’?
কলকারখানায় রোবোট চালু হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, ডিজিটাল যুগে রোবটরা ইন্টারনেটের সঙ্গে হাত মিলিয়ে আর কোন পেশাকে পরিহার্য করে তুলবে?
ছবি: Daimler und Benz Stiftung/Oestergaard
7 ছবি1 | 7
তবে অ্যাক্টিভিস্টরা বলছেন, এই উদ্যোগ যথেষ্ট নয়৷ কেননা, চাকুরিরত অবস্থায় কর্মীরা নতুন চাকুরি খুঁজতে চাইলে চাকুরিদাতার অনুমতি প্রয়োজন হচ্ছে৷ আর একেকটি চুক্তির মেয়াদ পাঁচবছর পর্যন্ত বিস্তৃত হতে পারে৷ তাছাড়া চাকুরিদাতার অনুমতি ছাড়া যদি একজন কর্মী চাকুরি পরিবর্তন করেন তাহলে তাকে গ্রেপ্তার, আটক বা দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির সুযোগ রয়েছে৷ ফলে অন্য চাকুরি নেয়ার বিষয়টি শ্রমিকদের পক্ষে মোটেই সহজ নয়৷
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখার নির্বাহী পরিচালক আকার পাটেল এ বিষয়ে বলেন, ‘‘কাতারকে দেখাতে হবে যে জোরপূর্বক শ্রম রোধে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছে সেদেশ৷’’
‘‘এর অর্থ হচ্ছে, সেদেশকে দ্বর্থ্যহীনভাবে শ্রমিকদের দেশত্যাগে অনুমতির বিষয়টি বাতিল করতে হবে, যাতে শ্রমিকরা সেদেশ ত্যাগ করতে চাইলে চাকুরিদাতারা কোনো বাধা দিতে না পারে৷ এছাড়া শ্রম আইন এমনভাবে সংশোধন করতে হবে, যাতে কর্মীরা স্বাধীনভাবে চাকুরি বদল করতে চাইলে চাকুরিদাতারা তা বন্ধ করতে না পারে,’’ বলেন তিনি৷
এআই/ডিজি (রয়টার্স)
প্রিয় পাঠক, আপনি কি কাতারে আছেন? বা আপনার পরিচিত কেউ কি সেখানে থাকেন? আপনার অভিজ্ঞতা জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...