1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকটের সমাধানে উদ্যোগী ট্রাম্প

৮ সেপ্টেম্বর ২০১৭

অভ্যন্তরীণ রাজনৈতিক মঞ্চে তেমন সাফল্য না পেয়ে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে দেখাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কাতার সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে উদ্যোগ নিতে চাইছেন তিনি৷

ট্রাম্প ও কুয়েতের রাষ্ট্রপ্রধান আল সাবাহ
ছবি: picture-alliance/abaca/D. Olivier

গত জুন মাসে কাতার ও সৌদি আরবের নেতৃত্বে কিছু দেশের মধ্যে যে রাজনৈতিক সংকট শুরু হয়েছে, এখনো তার সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ একাধিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতার চাপের মুখে নতি স্বীকার করেনি৷ প্রেসিডেন্ট ট্রাম্প দুই পক্ষের মধ্যে বোঝাপড়া করাতে তৎপর হয়ে উঠতে চান৷ বিবাদমান দেশগুলির প্রতিনিধিদের হোয়াইট হাউসে ডেকে তিনি মধ্যস্থতা করতে চান৷ কাতারের প্রতিনিধিরা এমন বোঝাপড়ার জন্য প্রস্তুত, বলেন ট্রাম্প৷

সৌদি আরবের সঙ্গে অ্যামেরিকার ‘দারুণ সম্পর্ক' রয়েছে, তাই সুযোগ পেলে তিনি মধ্যস্থতার দায়িত্ব নিতে চান৷ ওয়াশিংটন সফররত কুয়েতের রাষ্ট্রপ্রধান সাবাহ আল আহমেদ আল-সাবাহ-র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন৷ পারস্য উপসাগরীয় দেশগুলির গোষ্ঠী জিসিসি-র মধ্যে আবার ঐক্য আনার উপর জোর দিয়েছেন তিনি৷ সন্ত্রাসবাদ সহ একাধিক চ্যালেঞ্জের মোকাবিলায় বর্তমান বিবাদ অন্তরায় হয়ে উঠছে বলে মনে করেন ট্রাম্প৷

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান আল-তানি বলেছেন, মধ্যস্থতার ক্ষেত্রে কোনো পূর্বশর্ত থাকলে চলবে না৷ বিশেষ করে সৌদি নেতৃত্বে জোট যে ১৩টি দাবি পেশ করেছে, তা কাতারের পক্ষে পুরোপুরি মেনে নেওয়া কখনোই সম্ভব নয়৷ বর্তমান মধ্যস্থতাকারী দেশ কুয়েতের রাষ্ট্রপ্রধান শেখ সাবাহ-ও বলেছেন, সব দাবি মেনে নেওয়া সম্ভব না হলেও এর একটা বড় অংশের মীমাংসা করা সম্ভব৷ তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে যুদ্ধের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে৷

কাতার সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট নিয়েও আশা প্রকাশ করেছেন ট্রাম্প৷ অতীতে একের পর এক মার্কিন প্রশাসন এ ক্ষেত্রে কিছু অগ্রগতি সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যর্থ হলেও তিনি মনে করেন, অবশ্যই শান্তির সম্ভাবনা রয়েছে৷ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, সরাসরি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনায় অগ্রগতি কঠিন হলেও সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নতির মাধ্যমে এক আঞ্চলিক সমাধানসূত্র খুঁজে পাওয়া যেতে পারে৷ তবে ট্রাম্প দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানসূত্রের প্রতি আগ্রহ না দেখানোর ফলে ফিলিস্তিনিরা হতাশা প্রকাশ করেছে৷

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ