1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-জাজিরা বন্ধের দাবি

২৩ জুন ২০১৭

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো ঐ অঞ্চলের কূটনৈতিক সংকট নিরসনে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশটিকে কিছু দাবি পূরণের শর্ত জুড়ে দিয়েছে৷ এর মধ্যে অন্যতম আল-জাজিরা চ্যানেল বন্ধ করা৷

ছবি: Getty Images

‘সন্ত্রাসবাদের মদদদাতা' অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা পাঁচ আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর ও বাহরাইন সংকট সমাধানে তাদের ১৩টি দাবির একটি তালিকা দোহায় পাঠিয়েছে৷ দাবি মেনে নেওয়ার জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে৷ সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দাবির অন্যতম হলো আল-জাজিরা চ্যানেল বন্ধ করে দেয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা৷ কুয়েতের মাধ্যমে এই দাবি-দাওয়াগুলো জানানো হয়েছে৷ কুয়েত দেশগুলোর মধ্যে সংকট নিরসনে মধ্যস্থতা করছে৷ ১৯৯১ সালে ইরাক যুদ্ধের পর এই প্রথম বড় ধরনের কূটনৈতিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে কাতারকে৷

দাবি দাওয়ার মধ্যে রয়েছে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া এবং দেশটিতে অবস্থান করা ওই পাঁচ দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তর৷ তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামরিক ঘাঁটি বন্ধ করবে না, কেননা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সেখানে সেনা ঘাঁটি অত্যাবশ্যকীয়৷ এ ছাড়া প্রতিবেশী দেশগুলো সম্পর্ক ছিন্নের পর থেকে তুরস্ক কাতারে রপ্তানির পরিমাণ তিনগুণ বাড়িয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী৷

ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে' এই অভিযোগ তুলে গত ৫ জুন প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর কাতারের সঙ্গেসম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়৷ সেইসঙ্গে কাতারের সব নাগরিকের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মাত্র কয়েক দিনের মধ্যে ওই পাঁচ দেশ থেকে এই ঘোষণা আসে৷

এদিকে প্রতিবেশীদের অভিযোগ অস্বীকার করে কাতার এই সিদ্ধান্ত ‘দুঃখজনক ও ভিত্তিহীন' বলে দাবি করে আসছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ