1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসবাদ মোকাবিলায় বোঝাপড়া

১২ জুলাই ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্র ও বিবাদমান দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার সৌদি আরবে আলোচনায় বসছেন৷ এদিকে সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে কাতার৷

রেক্স টিলারসন
ছবি: picture-alliance/T.T.McBride

কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের মোকাবিলা করতে মঙ্গলবার এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে৷ এই বোঝাপড়ার আওতায় দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদের অর্থায়ন ও সন্ত্রাসবাদের মোকাবিলায় পদক্ষেপ নেবে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করার যে ডাক দিয়েছিলেন, কাতার সবার আগে সেই ডাকে সাড়া দিয়েছে বলে দাবি করছে৷

কাতারকে ঘিরে বর্তমান সংকট কাটাতে পারস্য উপসাগর অঞ্চল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন৷ এমনকি তিনি খোলাখুলি কাতারের পক্ষ নিয়ে কথা বলছেন৷ টিলারসন বলেন, বর্তমান সংকটের ক্ষেত্রে কাতারের সরকার ‘ন্যায়সংগত' আচরণ করছে৷ অর্থাৎ, পরোক্ষভাবে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের যৌথ অবস্থানের সমালোচনা করলেন৷ টিলারসন অবশ্য আশা করছেন যে, সংকটের সমাধান করতে কিছু অগ্রগতি সম্ভব হয়েছে৷ তিনি কাতার থেকে প্রধান মধ্যস্থতাকারী দেশ কুয়েতে ফিরে গেছেন৷

বুধবার সৌদি আরবের জেদ্দা শহরে টিলারসন বিবাদমান সব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ এমনকি কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান বিন তানিও সেখানে উপস্থিত থাকবেন৷ তিনি বাকি দেশগুলির উদ্দেশ্যেও এমন চুক্তিতে স্বাক্ষর করার ডাক দিয়েছেন৷

ওয়াশিংটন ও দোহার এই ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছে না ৪ দেশের জোট৷ তারা কাতারের উপর চাপ বজায় রাখতে চায়৷ সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ তাদের এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে, কাতারের এই পদক্ষেপ যথেষ্ট নয়৷ কাতারের কর্তৃপক্ষ সন্ত্রাসবাদের অর্থায়ন, সমর্থন ও আশ্রয় দেবার ক্ষেত্রে বাস্তবে কী করছে, এই ৪টি দেশ তার উপর কড়া নজর রাখবে৷ কাতারের অঙ্গীকারের উপর আস্থা রাখতে নারাজ এই দেশগুলি৷ মিশর জেদ্দাহ শহরে এই আলোচনার কথা ঘোষণা করে বলেছে, ৪টি দেশ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাতারের সঙ্গে সমন্বয় করে চলবে৷

এদিকে মার্কিন প্রশাসনের কূটনৈতিক উদ্যোগকে জটিল করে তুলেছে ফাঁস হয়ে যাওয়া কিছু গোপন চুক্তির নথিপত্র৷ ২০১৩ ও ২০১৪ সালে সৌদি আরব, কাতার ও কুয়েত এবং পরে বাহরাইন ও আমিরাত মিলে এক গোপন চুক্তি স্বাক্ষর করেছিল৷ মিশর ও ইয়েমেনসহ এইসব দেশের বিরোধী ও বৈরি গোষ্ঠীগুলিকে মদত না দেবার ক্ষেত্রে বোঝাপড়া হয়েছিল সেই চুক্তিতে৷ কাতার সেই অঙ্গীকার লঙ্ঘন করায় বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন৷ 

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ