1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁসি কার্যকর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ ডিসেম্বর ২০১৩

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কার্যকর করা হয়েছে৷ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা এক মিনিটে রায় কার্যকর করা হয়৷ বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি নিশ্চিত করেছে এই তথ্য৷

Bangladesch Kriegsverbrecher Abdul Quader Molla gehängt
ছবি: Mustafiz Mamun

এর আগে কারা মহাপরিদর্শক মঈনুদ্দিন খন্দকার জানিয়েছেন মঙ্গলবার রাতে যেখান থেকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত হয়েছে সেখান থেকেই আবার শুরু হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া৷

কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের আদেশ কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল এবং আসামি পক্ষের কাছে পৌঁছে গেছে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই৷ আর মন্ত্রণালয়ে বিকেলে জরুরি বৈঠকের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন কাদের মোল্লার আর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ নেই৷ তিনি আগেই প্রাণভিক্ষা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন৷ আর এই ক্ষেত্রে জেল কোড অনুসরণের কোনো প্রয়োজন নেই৷

কারা মহাপরিদর্শক মঈনুদ্দিন খন্দকার জানিয়েছেন মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকর করতে যে পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তারপর থেকেই কাজ শুরু করছেন তারা৷ ঐ রাতে স্থগিত আদেশ পাওয়ার আগ পর্যন্ত যেসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা আর নতুন করে করা হবে না৷ আর ফাঁসি কার্যকর করার পরবর্তী প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন কারা কর্মকর্তারা৷ কারাগার এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷

স্থগিত হয়েছে যেখানে সেখান থেকেই শুরু হচ্ছে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াছবি: Reuters

বৃহস্পতিবার সন্ধ্যায় কাদের মোল্লার স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজন কারাগারে কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করেছেন৷ আর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হলে তাঁর প্রতি ফোটা রক্তের জবাব দেয়ার হুংকার দিয়েছে৷

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কাদের মোল্লার রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার পর দেয়া রায়ে আপিল বিভাগ কাদের মোল্লার আবেদন খারিজ করে দেন৷ এর ফলে একাত্তরে মু্ক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে সব বাধা অপসারিত হয়৷ তবে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরই জেল কোড মেনে দণ্ড কার্যকর করা যাবে৷

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন দেশের মানুষের চূড়ান্ত বিজয় হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা যুদ্ধে নেমেছি৷ এ যুদ্ধে আমাদের বিজয় হবেই৷''

গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সব প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ৷ কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে অস্বীকৃতি জানানোর পর ঐ প্রস্তুতি নেয়া হয়েছিল৷ কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে কাদের মোল্লার আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলকে না জানিয়েই সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ফাঁসি কার্যকর স্থগিতের আবেদন জানান৷ চেম্বার জজ তাদের আবেদন গ্রহণ করে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেন৷ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিতের আদেশ দেন আদালত৷ আর বৃহস্পতিবার কাদের মোল্লার আবেদন খারিজ হলে ফাঁসির পথে সব বাধা সরে যায়৷ প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিচারপতি এস কে সিনহা, আবদুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন এবং এই এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন৷

শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা এখনো সেখানে অবস্থান করছেনছবি: Reuters

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে গত ৫ই ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল৷ আর আইন সংশোধন করে আপিল করা হলে ১৭ সেপ্টেম্বর ফাঁসির দণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ গত ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়৷ ৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে৷

এদিকে সুপ্রিম কোর্টের এই আদেশের পর সারাদেশে জামায়াত-শিবির সহিংসতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে৷ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এ টি এম ফজলে কবিরের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে হামলা চালানো হয়েছে বুধবার গভীর রাতে৷ আর কাদের মোল্লার ছেলে হাসান জামিল শেষবারের মতো তার বাবার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন৷

অন্যদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা এখনো সেখানে অবস্থান করছেন৷ আপিল বিভাগের আদেশের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ জাতীয় পতাকা এবং মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন৷ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান করবেন৷ আর নিরাপত্তার জন্য ঢাকাসহ সারাদেশে র‌্যাব-পুলিশ ছাড়াও বিজিবি মোতায়েন করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ