1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলচ্চিত্র উৎসব

৬ জুলাই ২০২১

করোনার কারণে ২০২০ সালের আয়োজন একেবারেই সংক্ষিপ্ত করতে হয়৷ এবার মহামারির মধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের একটু নিঃশ্বাস ফেলার জায়গা করে দিয়েছে কান৷ কান শহর এখন ১২ দিনের কোলাহলের জন্য প্রস্তুত৷

Frankreich Cannes 2021 Vorbereitungen
ছবি: Brynn Anderson/AP/picture alliance

করোনাকে মোকাবিলা করে কিভাবে কানের মতো বিশাল একটি আয়োজন হবে, এ নিয়ে আয়োজকেরা যেমন চিন্তায় ছিলেন তেমনি সমালোচনাও কম হয়নি৷ নিস বিমানবন্দর থেকে কানে এসে নামার পর খুবই অবাক লাগছিল এত মানুষের সমাগম দেখে৷ যারা অ্যাক্রেডিটেশন করে এসেছেন বা এখন করতে চাইছেন, তাদের জন্য ভিলেজ ইন্টারন্যাশনাল নামের বেশ বড়সড় একটি অস্থায়ী তাঁবুর ঘর তৈরি করা হয়েছে৷ কেবল সেখানে ঢোকার সময়ই মাস্ক পরতে হল৷ বাকি মানুষদের শরীরের কোথাও না কোথায় মাস্ক থাকলেও সেটা মুখ পর্যন্ত আনছেন না বেশিরভাগ মানুষই৷

অংশগ্রহণকারীদের প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে পিসিআর টেস্ট করাতে হবেছবি: Anupam Deb Kanunjna/DW

শহরের পুরোটা জায়গা জুড়ে মানুষ ঘুরে বেড়াচ্ছেন৷ শিল্পী-নির্মাতা-প্রযোজক ও অন্যান্য কলাকুশলীদের কথা বাদই দিলাম, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকই নাকি এসেছেন তিন হাজারের বেশি৷ ফলে দেড় বা দুই মিটার দূরত্ব বজায় রাখার বালাই নেই, সুযোগও তেমন একটা নেই৷

জার্মানি থেকে বিমানে ওঠার সময় করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হয়েছিল৷ কিন্তু কানে যারা আছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কী অবস্থা? কিছুটা উত্তর পাওয়া গেল ভিলেজ ইন্টারন্যাশনালেই৷ তথ্য কর্মকর্তা জানালেন, কানে আসা অতিথিদের ৪৮ ঘণ্টা পর পর করোনার টেস্ট করাতে হবে৷ তা না হলে উৎসবের মূল স্থান পালে দে ফেস্টিভালসে ঢুকতে দেয়া হবে না৷

শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

02:28

This browser does not support the video element.

তড়িঘড়ি করে একটু পেছনে আরেকটি বড় তাঁবুতে গেলাম৷ সেখানে এলাহি কাণ্ড৷ অ্যাক্রেডিটেশন কার্ড দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে৷ সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলেই বিনামূল্যে পিসিআর টেস্ট করা হচ্ছে৷ এই কাজে কান চলচ্চিত্র উৎসবের সঙ্গী হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান৷ বেশ নিষ্ঠার সঙ্গে তারা ভিড় সামলাচ্ছেন, হাজার হাজার প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু ঠিক ছয় ঘণ্টার মধ্যে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেয়া হচ্ছে৷

প্রায় দেড় বছর ইউরোপে বড় কোনো উৎসবের আয়োজন হয়নি৷ ফলে এবার করোনার ভয়ের চেয়েও আবার আনন্দময় জীবনে ফিরে আসার আকাঙ্খাই বড় হয়ে দেখা দিয়েছে৷ রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা হলো মাথার চুল হরেক রকমের রঙে রাঙানো, লাল-কমলা জামা পড়ে ঘুরে বেড়ানো এক তরুণীর সঙ্গে৷ তিনি তুর্কি অভিনেত্রী সুজান সাবানচে৷ নিবন্ধন করেননি, ফলে পালে ফেস্টিভালসের ভেতর ঢুকতে পারবেন না৷ প্রশ্ন করেছিলাম, ‘‘তাহলে কেন এসেছেন?'' উত্তর দিলেন, ‘‘এত দিন ধরে কোথাও যেতে পারছি না৷ সিনেমা ছেড়ে বাইরে থাকতে আর ভালো লাগছে না৷ এজন্য মনে হলো কানে আসি৷ হুট করে প্লেন আর হোটেল বুক করে চার দিনের জন্য চলে এলাম৷ ভেতরে ঢুকতে না পারলেও এভাবেই রাস্তায় ঘুরব৷ আপনার মতো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে আর নতুন নতুন গল্প জানা যাবে৷’’

অনুপম দেব কানুনজ্ঞ, ডয়চে ভেলেছবি: DW/P. Böll

তার কথায় আমারও মনে হলো, ঠিকই তো৷ বাস্তব জগতের এমন গল্পগুলোতেই তো নৈপূণ্যের সঙ্গে সিনেমায় তুলে ধরেন পরিচালকেরা৷ যেমন কানের ইতিহাসে প্রথম অফিশিয়াল সিলেকশনে স্থান পাওয়া বাংলাদেশি সিনেমা রেহানা মরিয়ম নূর -এও পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমাদের খুব পরিচিত একটি গল্পই তুলে ধরেছেন৷ ফলে তুর্কি সুজান রাস্তায় ঘুরে বেড়ালেও নতুন নতুন গল্প তৈরি করতেই পারেন বই কী!

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ