কানের দুলের ভেতর লুকানো প্রায় ২২ হাজার ইউরো মূল্যের মাদক ধরা পড়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে৷ শুক্রবার এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস৷
বিজ্ঞাপন
কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে৷ মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসাররদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়৷ যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক৷
মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷ তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে৷
এনএস/এসিবি (ডিপিএ)
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে কাস্টমস যেসব অদ্ভূত জিনিস আটকে দেয়
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কাস্টমস বা শুল্ক কর্মকর্তারা ২০১৬ সালে তাদের প্রতিবেদনে যেসব জিনিসের উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে বিশেষ কিছু জিনিসের তালিকা দেয়া হলো৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
‘অবৈধ’ ছুরি
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রায় প্রতিদিনই অবৈধ ও নিষিদ্ধ জিনিসপত্র ধরা পড়ে৷ কোনো কোনো সময় জানাও যায় না এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় নেয়া হচ্ছে৷ কিন্তু যারা নিয়ে যায়, তারা জানে এটা অবৈধ৷ এই ধরণের ড্যাগার বা ছুরি বহন জার্মানির অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে লঙ্ঘণ করে৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল স্নিকার
রিবোক, নাইকি, আডিডাসের মতো বড় বড় ব্র্যান্ডের স্নিকার বা জুতোর লেবেল নকল করে যেসব জুতো বানানো হয়, সেটাও এক ধরনের অপরাধ৷ আর তাই কাস্টমস অফিসাররা এগুলোও বিমানবন্দর থেকে জব্দ করেন৷ রিবোকের এই স্নিকারটি এপ্রিলের প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তারা৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল নখ কাটার যন্ত্র
অনেক সময় শুল্ক কর্মকর্তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় প্রতিটি জিনিসের দিকে৷ গত বছর নখ কাটার এই যন্ত্রগুলো জব্দ করেছিলেন তারা, যেটা আসলে সলিঙ্গেনের তৈরি নয়৷ এটাও জালিয়াতির আর একটা দৃষ্টান্ত৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
আসল হাতির দাঁতের জিনিস
প্রতি বছর বিপুল পরিমাণে হাতির দাঁত বা দাঁতের তৈরি জিনিস পাচার হয়৷ ‘আইভরি’র বেচা-কেনা হুমকির মুখে থাকা এই প্রাণিদের বাঁচাতে আন্তর্জাতিক বাণিজ্যের ওয়াশিংটন কনভেশনের লঙ্ঘণ৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
ইলেকট্রনিক পাল্স লাইটার
এই ইলেকট্রনিক পাল্স সিগারেট লাইটারের বিদ্যুৎ অনেক উচ্চ মাত্রার, যা বিমানবন্দরের আইনের লঙ্ঘণ৷ এটিও জব্দ করেছিলেন কর্মকর্তারা৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
নকল লেগো
চীনে তৈরি নকল এই লেগোটিও বিমানবন্দরে জব্দ করা হয়েছিল, কারণ, আসল লেগো’র পুরোপুরি নকল এটি৷
ছবি: picture alliance/dpa/B. Roessler
পোস্ট করা অস্ত্রশস্ত্র
পাচার করার সময় অনেক সময় অস্ত্র ও গোলাবারুদও জার্মান কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়ে৷