বধিরদের গান শোনাতে কানের ককলিয়ার পর্দা ইমপ্ল্যান্ট করার একটা চল আছে পাশ্চাত্যে৷ কিন্তু না, এবার কোনোরকম অপারেশন বা ইমপ্ল্যান্ট ছাড়াই যারা কানে শুনতে পারে না, তাদের মুখে হাসি ফুটিয়েছে পাকিস্তান৷
বধির ছাত্র-ছাত্রীদের জন্য অদ্ভুত, অনিন্দ্যসুন্দর এক সোফা নিয়ে এসেছে দেশটি৷ কানে শুনতে না পারলে কী হবে, বধিরদের জন্য সংগীতকে অনুভব করার এক অভিনব পন্থা খুঁজে বের করেছে তারা৷
এই সোফায় বসে জীবনে প্রথমবারের মতো সংগীতের স্বাদাচ্ছাদন করতে পেরেছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা৷ কীভাবে? আসলে এ তো যে সে সোফা নয়, এই সোফায় বসানো হয়েছে ‘সেনসরি মোটর', যা দিয়ে ড্রাম বা অন্যান্য পারকাশন যন্ত্র বাজলে যে ধ্বনি বা কম্প হয়, তেমন দুলুনি সৃষ্টি হয়৷ শুধু তাই নয়, আলো এবং ভাইব্রেশনও সৃষ্টি করতে পারে ঐ মোটরগুলো৷ তাই ‘মিউজিক্যাল সোফায়' বসলেই আলো-আঁধারির মাঝে তৈরি হয় নতুন জগৎ৷ সৃষ্টি হয় ছন্দ, এমনকি সুরও৷
এই অসাধ্যসাধন করা হয়েছে চীনা প্রযুক্তির সাহায্যে৷ ‘কোক স্টুডিও' নামের একটি সংগীত প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে সোফাটি৷
ডিজি/এসিবি
চড়ুইয়ের কিচিরমিচির কে না শুনেছে? চড়ুইয়ের ওই কিচিরমিচিরই কিন্তু গান৷ হ্যাঁ, চড়ুই আসলে এক ধরণের গানের পাখি৷ মন দিয়ে শুনলে বোঝা যায়, ওই কিচিরমিচিরেও আছে ছন্দোবদ্ধ সুর৷ এই গানের পাখিগুলো কি চেনেন আপনি?
ছবি: picture-alliance / OKAPIA KGএই পাখিটি বিশ্বের প্রায় সব দেশেই আছে৷ লোকালয়েই থাকতে পছন্দ করে ছোট্ট এই পাখি৷ মানুষের ঘরের ছাদের কোনো কোণেই খড়কুটো দিয়ে ঘর বানিয়ে দিব্যি সংসার পেতে বসে চড়ুই৷ তারপর সারা দিনমান চলে কিচিরমিচির, কিচিরমিচির গান৷
ছবি: picture-alliance/dpa/P. Pleulএই ধরণের কোকিল পূর্ব অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং নিউ গিনিতে বেশি পাওয়া যায়৷ বসন্ত এলে এরা গানে গানে মুখর করে তোলে পরিবেশ৷ এশিয়ার কোকিল দেখতে একটু অন্যরকম৷ তবে তারাও ‘কুহু কুহু’ গান গায় আর অন্য পাখির বাসায় ডিম পাড়ে৷
ছবি: picture-alliance/blickwinkel/R. Lammersস্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বেশি পাওয়া যায় বলে এই পাখির নামই হয়ে গেছে ক্যানারি৷ মিষ্টি সুরে গান গায় বলে ১৭ শতক থেকেই এরা অনেক দেশের জনপ্রিয় পোষাপাখি৷
ছবি: picture-alliance / OKAPIA KGএই পাখি নাকি ২৫০ রকম গান গাইতে পারে৷ এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পাওয়া যায় এই ধরণের পাখি৷ সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হয় নাইটিঙ্গেল৷
ছবি: picture-alliance/dpaবাংলাদেশসহ এশিয়ার সব দেশেই এ ধরণের পাখি খুব পরিচিত৷ পোষাও হয় এই পাখি৷ এ ধরণের টিয়া গান তো গায়ই, মানুষকে অনুকরণ করে কথাও বলে৷
ছবি: picture-alliance/Arco Images GmbH/Tuns