1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান্দাহারের মেয়রও খুন হলেন

২৭ জুলাই ২০১১

গুলাম হায়দার হামিদি ছিলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই'এর জিগরি দোস্ত৷ ওদিকে আবার তাঁর মার্কিন নাগরিকত্বও ছিল৷ তাঁকে যে ঠিক তালেবান জঙ্গিরাই হত্যা করেছে, এ'কথাও সঠিক করে বলা যাচ্ছে না৷

কান্দাহারের মেয়র গুলাম হায়দার হামিদি (ফাইল চিত্র)ছবি: DW

হামিদি বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন৷ তাঁর যে মার্কিন নাগরিকত্বও ছিল, রয়টার্স সংবাদ সংস্থাকে সে'কথা জানিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস৷ হামিদির নাকি দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য নাম ছিল, কান্দাহারের মতো প্রদেশে যা তাঁর মৃত্যুর পরোয়ানা হতেই পারে৷ হত্যাকাণ্ডের ঘটনাস্থল এবং পারিপার্শ্বিকও যেন সেদিকেই ইঙ্গিত করে৷

হামিদি সম্প্রতি বেআইনিভাবে তৈরি বাড়িঘর বুলডজার দিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন৷ মঙ্গলবার সে কাজ চলাকালীন নাকি দু'জন শিশুর মৃত্যু ঘটে৷ বুধবার হামিদি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঐ জমি সংক্রান্ত আলোচনাই করছিলেন কান্দাহার নগর জেলের প্রাঙ্গণে৷ তখন এক আত্মঘাতী হামলাকারী তার মাথার পাগড়িতে রাখা বোমাটি ফাটায়৷

মেয়র হামিদির মার্কিন নাগরিকত্বও ছিলছবি: dapd

তালেবান গোষ্ঠী সাধারণত এ'ধরনের উচ্চপদস্থ কোনো নেতা কিংবা কর্মকর্তার হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রায় সঙ্গে সঙ্গে সে আক্রমণের দায়িত্ব দাবি করে৷ এবার কিন্তু তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমদি প্রথমে বিবৃতি দেন যে, কি ঘটেছে, সে'বিষয়ে এ্যাতো তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়৷ পরে অবশ্য তিনি ঠিকই আক্রমণের দায়িত্ব তালেবানের, বলে দাবি করেন৷ ওদিকে কাবুলে নতুন মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রকার'ও কে আক্রমণ চালিয়েছে, সে'বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে না আসার আবেদন জানিয়েছেন৷ তাঁর মতে এর সঙ্গে রাস্তা তৈরির জন্য জমি অধিগ্রহণেরও সম্পর্ক থাকতে পারে৷

আইসাফ বাহিনীর টহলদারি সত্ত্বেও কান্দাহারে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুকছবি: AP

মূল কথা, এই কান্দাহার প্রদেশ হল একদিকে তালেবানের মূল ঘাঁটি, অন্যদিকে কারজাই পরিবারের আদি বাসস্থান৷ সম্প্রতি এখানে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে৷ দু'সপ্তাহ আগে এখানেই প্রেসিডেন্ট হামিদ কারজাই'এর সৎভাই আহমদ ওয়ালি কারজাই'কে তাঁর নিজের বাড়িতে এক ঘনিষ্ঠ বন্ধুর গুলিতে প্রাণ দিতে হয় - যদিও তালেবান সে হত্যাও তাদের কাজ বলে দাবি করেছে৷ হামিদির দু'জন ডেপুটি মেয়র খুন হয়েছেন গতবছর৷ কান্দাহারের পুলিশ প্রধান এবং প্রদেশটির ডেপুটি গভর্নর খুন হয়েছেন এ'বছর৷

নতুন মার্কিন রাষ্ট্রদূত এ'সব খুনোখুনিকে কান্দাহারে মিত্রজোটের পরাজয়ের লক্ষণ বলে মানতে রাজি নন৷ বরং এই সব খুচরো হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তালেবানের কোনো বড় আকারের পরিকল্পিত আক্রমণ চালানোর ক্ষমতা নেই, এই হল তাঁর মত৷ অপরদিকে এ'কথাও সত্যি যে, কান্দাহারে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর মধ্যে প্রভাব এবং মাদক পাচারের লাভালাভ নিয়ে কাজিয়া চলেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ