1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান্না আমার যা নিয়ে যা

২৪ অক্টোবর ২০১৩

সংগীতের কোনো সীমাবদ্ধ গণ্ডি হয় না৷ মহান শিল্পী তাই যে দেশেরই হোক, তাঁর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে যায়৷ তেমনই এক শিল্পী মান্না দে৷ বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাই তাঁকে নিয়ে লেখার ছড়াছড়ি৷

NEW DELHI, INDIA: Indian musician and singer Probodh Chandra Manna Dey (L) receives a Padma Bhushan award from Indian President Abdul Kalam at the Presidential Palace in New Delhi 28 March 2005. Kalam presented a number of awards to various people for their valuable contribution to their respective field of work. AFP PHOTO/Prakash SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images

সামহয়্যার ইন ব্লগে মান্না দে-কে নিয়ে একটি ছড়া লিখেছেন লুৎফুর রহমান৷ ছড়াটা এরকম...

‘‘কান্না আমার যা নিয়ে যা

পারলে তুইও কান্না দে

কফি হাউসটা হারার পরে

চলে গেলেন মান্না দে৷

ও আড্ডাবাজ চিরযুবা

ও দাদা ভাই মান্না

আপনি হলেন দু'বাংলার

হিরা-চুনি-পান্না৷

মান্না দেরা দুঃখ বুঝেন

বুঝেন আরো কান্না

পরের দুঃখ নিজের ভাবেন

কাঁদুক যে কেউ চান না৷''

মান্না দে...ছবি: DW

ব্লগার সুফি ফারুকও মান্না দে-র চিরবিদায়ে শোকাহত৷ সামহয়্যার ইন ব্লগে তাঁর লেখার শিরোনাম, ‘চলে গেলেন আমার মান্না দে, আমাদের মান্না দে ...'

লেখায় তিনি জানিয়েছেন, তাঁর অডিও লাইব্রেরিতে মান্না দে-র ‘‘৯শ গানের ট্যাগ ছিল... আর সেই ট্যাগের মধ্যে – ২০১৩ সংখ্যাটা ঢুকে গেল৷'' সুফি ফারুক আরো জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠার বিভিন্ন ধাপে জড়িয়ে আছেন মান্না দে, ‘‘আমার-আমাদের বেড়ে ওঠার প্রতিটা পরতে ছিল তাঁর গান৷ প্রতিটি সৃতির সাথে জড়িয়ে আছে সেই সুর৷ এল পি-র পট পট শব্দের রেকর্ডিং৷ রাতের পর রাত জেগে শুনেছি৷ গুনগুন করতে থেকেছি৷ একা, বন্ধুদের সাথে, প্রেমে, বিরহে – সবসময় উনি সঙ্গে ছিলেন৷ সেই কিশোর সময় থেকে আজও পর্যন্ত – শুনছি, গাইছি৷ কিন্তু আজ যেন কী হচ্ছে৷ বুঝতে পারছি না৷ কী যেন গোলা পাকানো, আটকে আসছে গলার ভিতর....গান আসছে না....অথবা মামার গাড়িতে ঢাকার বাইরে কোথাও যাচ্ছি, বেজে চলেছে একের পর এক অসাধারণ সব মাধুরী...৷''

মিথিলা মাহমুদ সামহয়্যার ইন ব্লগেই লিখেছেন মান্না দে-র একটি গানের কলি ‘দীপ ছিল, শিখা ছিল...'-কে শিরোনাম করে৷

‘‘আজ তিনি চলে গেলেন...'' – এই খবর সবাইকে জানানোর পর মিথিলা লিখেছেন, ‘‘কত শত স্মৃতি তাঁর গানের সাথে৷ আমার ছোটবেলার খুব প্রিয় স্মৃতির মাঝে একটি হলো ছোটকাকু আমাকে কোলে নিয়ে গ্রামের ধান-কাটা ধূসর প্রান্তর দিয়ে হেটে চলেছেন আর গাইছেন, ‘‘পৌষের কাছা-কাছি রোদ মাখা সেই দিন...৷''

[No title]

This browser does not support the audio element.

‘‘অথবা মামার গাড়িতে ঢাকার বাইরে কোথাও যাচ্ছি, বেজে চলেছে একের পর এক অসাধারণ সব মাধুরী...'' – এর পর মান্না দে-র বেশ কিছু গানের অডিও লিংকও দিয়েছেন মিথিলা৷ সেগুলোতে ক্লিক করলে বাংলা গানের কিংবদন্তীতূল্য শিল্পীর সুদীর্ঘ সাংগীতিক জীবনের সামান্য নির্যাস নিশ্চয়ই পাবেন কৌতূহলী যে কোনো পাঠক৷ তবে মান্না দে-র মুখে তাঁর কথা জানার ব্যবস্থা করে দিয়েছেন সন্দীপন বসু মুন্না৷ সামহয়্যার ইন ব্লগে মান্না দে-র দীর্ঘ এক সাক্ষাৎকারের লিংক দিয়েছেন তিনি৷ মুন্নার মতে এটিই ছিল বাংলাদেশে মান্না দে-র শেষ সাক্ষাৎকার৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ