প্যারিসে সেদিন বিক্ষোভ চলছিল সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে৷ সেদিনই কিনা কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির স্বীকৃতি দেয়া হলো ‘লা ভি দাদেল’-কে! ছবিটি দেখতে পেরে স্টিভেন স্পিলবার্গ যেন ধন্য!
বিজ্ঞাপন
এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরিমণ্ডলীর প্রধান ছিলেন স্টিভেন স্পিলবার্গ৷ উৎসবে তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তিউনিসিয়ায় জন্ম নেয়া ফরাসি পরিচালক আব্দেললতিফ কেশিশের ‘লা ভি দাদেল' (ব্লু ইজ দ্য ওয়ারমেস্ট কালার)৷
ছবিতে কান চলচ্চিত্র উৎসব
এ বছরও পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিজের প্রথাগত ঐতিহ্য ধরে রেখেছে কান৷ নিন্দুকরাও বলছেন, মানের বিচারের দিক থেকে এবারও খুব উঁচুতে ছিল এই উৎসব৷ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৬৬তম আসর শেষ হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ফ্রান্সের জন্য গোল্ডেন পাম
দুই নারীর ভালোবাসার গল্প নিয়ে তৈরি তিন ঘণ্টার একটি ছবি এবার গোল্ডেন পাম জিতেছে৷ লা ভি দাদেল নামের ছবিটির পরিচালক আব্দেললতিফ কেশিশ৷ জুরিমণ্ডলীর প্রধান স্টিভেন স্পিলবার্গ ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন৷ ছবিতে কেশিশ-কে চুমু দিচ্ছেন তাঁর ছবির দুই মূল অভিনেত্রী লি সেদু (বামে) এবং আদেল এক্সারকোপুলোস৷
ছবি: Reuters
জুরির সিদ্ধান্ত
জুরিমণ্ডলী দশদিন সময় নিয়ে বিশটি ছবি দেখেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ সমালোচকদের মতে, এ বছর পুরস্কারের জন্য জমা পড়া সবগুলো ছবি ছিল অত্যন্ত উঁচুমানের৷ এদের মধ্য থাকে কাউকে বাদ দেওয়া অত্যন্ত কঠিন কাজ ছিল৷
ছবি: Getty Images
কোয়েন ভাইরা ‘রিপিট উইনারস’
অ্যামেরিকান সহোদর জোয়েল এবং ইথান কোয়েন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় বড় পুরস্কারটি অনানুষ্ঠানিকভাবে পেয়েছেন৷ ‘ইনসাইড লিউইন ডেভিস’ ছবির জন্য এই পুরস্কার জয় করেন তাঁরা৷ গত বেশ কয়েক বছর ধরেই কানে নিয়মিত হাজির হচ্ছেন এই সহোদর৷ অনেকগুলো পুরস্কারও জয় করেছেন কোয়েন-রা৷ ১৯৯১ সালে ‘বার্টন ফিন্ক’ ছবির জন্য গোল্ডেন পাম জিতেছিলেন তাঁরা৷
ছবি: Festival de Cannes
মুখ্য নারী
আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফরাসি অভিনেত্রী বেরেনিস বেশো এবার সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড জয় করেছেন৷ ইরানি পরিচালক আসগর ফরহাদি (ছবিতে ডানে) পরিচালিত ‘দ্য পাস্ট’ ছবিতে এক তালাকপ্রাপ্ত নারীর চরিত্রে অভিনয় করে এই খেতাব জয় করেন বেশো৷
ছবি: Reuters
৭৬ বছর বয়সে সেরা অভিনেতা
অভিনেতাদের মধ্যে জুরিদের নজর কেড়েছেন ৭৬ বছর বয়সি ব্রুস ডার্ন৷ এই মার্কিন অভিনেতা ‘নেবরাস্কা’ ছবিতে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড জিতেছেন৷ ছবিটিতে এক মাদকাসক্ত বুড়োর চরিত্রে অভিনয় করেছেন ডার্ন, যিনি তাঁর ছেলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বের হয়েছেন৷
ছবি: Reuters
চীনের জন্য পুরস্কার
এশিয়াও জিতেছে পুরস্কার৷ চীনা পরিচালক জিয়া ঝানকে-র ছবি ‘এ টাচ অফ সিন’ জয় করেছে ‘বেস্ট স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড’৷
ছবি: Festival de Cannes
বিশ্ব চলচ্চিত্র সম্মাননা
কান-এ অন্যান্য গুরুত্বপূর্ণ সম্মাননাগুলো গিয়েছে মেক্সিকো এবং জাপানে৷ মাদক নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘হেলি’-র জন্য সেরা পরিচালকের সম্মাননা জয় করেছেন মেক্সিকোর আমাত এসকালান্তে৷ আর জাপানের হিরোকাজু কোরে-এডা জয় করেছেন সম্মানজনক জুরি অ্যাওয়ার্ড৷ ‘লাইক ফাদার, লাইক সন’ ছবির জন্য এই সম্মাননা জয় করেন তিনি৷
ছবি: Getty Images
বাস্তবতার নিদর্শন
অন্যান্য বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা তাদের নানা ধরনের বাস্তবধর্মী, জটিল এবং ক্ষেত্রবিশেষে মর্মভেদী কাজ উপস্থাপন করেছেন৷ উদ্ভাবনী এবং দুঃসাহসী কাজের জন্য ‘অ্যাঁ স্যারত্যাঁ রগার্দ’ খেতাব জিতেছেন ফরাসি-কম্বোডিয়ান পরিচালক রিতি পান৷ কম্বোডিয়ায় খমের রুজ-এর নিপীড়নের শিকারদের নিয়ে ‘দ্য মিসিং পিকচার’ ছবিটি তৈরি করেছেন তিনি৷
ছবি: Richard Dumas
জিতেছে জার্মানিও
জার্মানির একটি ছবিও এবার অ্যাওয়ার্ড জয় করেছে৷ কান উৎসবে কোন জার্মান কাহিনিচিত্র সম্মাননার জন্য মনোনয়ন পায়নি৷ তবে ত্রিশ মিনিট দৈর্ঘ্যের শর্ট ফিল্ম ‘কম উন্ড স্পিল’ জয় করেছে ‘ইন্টারন্যাশানাল ক্রিটিক উইক’ অ্যাওয়ার্ড৷
ছবি: DFFB
আবহাওয়া বিড়ম্বনা
এ বছর কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা এবং অন্যান্য বিভাগে বেশ কিছু উল্লেখযোগ্য ছবি প্রদর্শন করা হয়েছে৷ পাশাপাশি নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে কান কর্তৃপক্ষ৷ শুধু আবহাওয়াটাই তাদের কথা শোনেনি৷ তাই কান-এর লাল গালিচায় শুকনো পায়ে হাঁটতে পেরেছেন কম অতিথিই৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
১৫ বছর বয়সি এক ফরাসি কিশোরীর সঙ্গে এক মহিলার ভালোবাসাকে ঘিরে নির্মিত এ ছবিতে খুব অন্তরঙ্গ এবং যৌন উত্তেজক কিছু দৃশ্য রয়েছে৷ অভিনেত্রী লি সেদু এবং আদেল এক্সারকোপুলোসের অভিনয় ছিল বাস্তবঘনিষ্ঠ৷ কাহিনি এবং অভিনয়ের এই বাস্তবঘনিষ্ঠতাই মুগ্ধ করেছে হলিউডের তারকা পরিচালক স্পিলবার্গকে৷ পুরস্কার দেয়ার সময় তাই পরিচালক আব্দেললতিফ কেশিশের সঙ্গে দুই অভিনেত্রীকেও ডেকে নিয়েছিলেন মঞ্চে৷ সমকামীদের ভালোবাসাকে উপজীব্য করে নির্মিত ছবিটির তুমুল প্রশংসা তখনই করেছেন তিনি৷
আবদেললতিফ কেশিশও ‘লা ভি দাদেল' নিয়ে আশাবাদী৷ কান চলচ্চিত্র উৎসবে সেরার স্বীকৃতি প্রাপ্তিতেই তৃপ্ত নন ৫২ বছর বয়সি পরিচালক৷ এ স্বীকৃতিকে ফ্রান্সের তরুণ এবং আরব বসন্তের সক্রিয় সংগঠক-কর্মীদের উৎসর্গ করে ছবিটি এ দেশগুলোতে গ্রহণযোগ্যতা পেলে খুশি হবেন বলেও জানিয়েছেন কেশিশ৷ সমকামিতা আরব দেশগুলোতে তো নয়ই, এমনকি ফ্রান্সেও সর্বস্তরে স্বাভাবিকভাবে মেনে নেয়ার পর্যায়ে নেই৷ কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণীর দিনই সমকামীদের বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে প্যারিসে৷ সম্প্রতি এক আইনের মাধ্যমে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স৷ এর আগে আরো ১৩টি দেশ সবুজ সংকেত দিয়েছে সমকামীদের বিয়েতে৷
কান চলচ্চিত্র উৎসবে এবার সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সের বেরেনিস বেশো৷ ৭৬ বছর বয়সে ‘নেবরাস্কা' ছবিতে মদ্যপ পিতার চরিত্র রূপায়ণ করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রুস ডার্ন৷