1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান উৎসবের দ্বিতীয় দিন ‘রেহানা মরিয়ম নূর’ এর প্রিমিয়ার

৩ জুলাই ২০২১

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার৷ পরদিন দেখানো হবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ'-এ স্থান পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর'৷

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার৷ পরদিন দেখানো হবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ'-এ স্থান পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর'৷

বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে‘রেহানা মরিয়ম নূর’এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে৷ এই চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ৷ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন৷ তারা এখন ফ্রান্সে অবস্থান করছেন৷

এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে' চলচ্চিত্রের মাধ্যমে৷ এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা৷ মিউজিকাল এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন অ্যাডাম ড্রাইভার এবং মারিয়ন কোটিয়ার্ড৷

এমন কিছু প্রত্যাশিতই ছিল: আজমেরী হক বাঁধন

06:51

This browser does not support the video element.

করোনা মহামারির কারণে পুরো বিশ্বের সিনেমা হল এবং চলচ্চিত্র উৎসবগুলো ছিলো তারকাহীন, অন্ধকারে নিমজ্জিত৷ এর মধ্যে কান চলচ্চিত্র উৎসব যেনো আলোকচ্ছটা নিয়ে হাজির হয়েছে৷ এটা এই বার্তা নিয়ে হাজির হয়েছে, ‘সিনেমা মরে যায়নি’৷ এই বার্তা ঘোষণা করেছিলেন উৎসবের প্রধান কর্তাব্যক্তি থিয়েরি ফ্রেমো৷

মহামারি শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে৷ আর এমন একটা উৎসবে যোগ দিতে যেনো মুখিয়ে ছিলেন তারকারা৷ তাইতো হলিউডের এক ঝাঁক তারকার দেখা মিলবে এই উৎসবে৷ নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমোনের মতো তারকারা হাজির থাকবেন কানে৷ উৎসব চলবে ১৭ই জুলাই পর্যন্ত৷

মহামারির কারণে গভীর রাতের পার্টিগুলো বাতিল করা হয়েছে৷ সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে এবং গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নামানো হয়েছে৷ তবে করোনার কারণে তারকা এবং মিডিয়া মোগলদের বেশিরভাগই ব্যক্তিগত প্লেন আর বিলাসবহুল ইয়াটে করে কানে পৌঁছাবেন৷ উৎসব হবে প্লাস্টিকবিহীন৷ থাকবে অনেক ইলেকট্রিক কার৷ আর রেড কার্পেট তৈরি হয়েছে রিসাইকেল বস্তু দিয়ে, এবং এর আকার হবে অর্ধেক৷

ম্যাট ডেমনের নতুন থ্রিলার ‘স্টিল ওয়াটার' এর প্রিমিয়ার হবে কানে৷ গতবার উৎসব বাতিল হওয়ায় এবার পাম ডি'অর বা স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে৷ বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই এবার কানে হাজির থাকছেন তাদের নতুন চলচ্চিত্র নিয়ে৷

শন পেন হাজির হবেন তার নতুন মুভি ‘ফ্ল্যাগ ডে' নিয়ে৷ এই চলচ্চিত্রে তার মেয়ে ডিলানও অভিনয় করেছেন৷

এছাড়া প্রতিযোগিতা বিভাগে দুইবার অস্কার জয়ী ইরানের পরিচালক আসগার ফারহাদির ‘হিরো' মুভিটি রয়েছে৷

২৪ জন বিচারক থাকছেন এবারের উৎসবে৷ নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি৷ প্রথমবারের মতো এই উৎসবে একজন কৃষ্ণাঙ্গ প্রধান বিচারক হিসেবে থাকছেন৷ অন্যান্যদের মধ্যে আরও আছেন ‘দ্য সার্পেন্ট’ তারকা তাহার রহিম এবং অভিনেত্রী ম্যাগি গিলেনহাল৷ এবারের উৎসবে মাত্র চারজন নারী পরিচালকের মুভি প্রতিযোগিতায় স্থান পেয়েছে৷

এবারে কানে সম্মাননা দেয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে৷ প্রতিযোগিতার বাইরে এবার অলিভার স্টোনের নতুন প্রামাণ্যচিত্র প্রথমবারের মতো প্রদর্শিত হবে, যেটি জন এফ কেনেডির হত্যার ঘটনা নিয়ে তৈরি হয়েছে৷

এপিবি/জেডএইচ (এএফপি)

এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ