কান উৎসবের দ্বিতীয় দিন ‘রেহানা মরিয়ম নূর’ এর প্রিমিয়ার
৩ জুলাই ২০২১বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে‘রেহানা মরিয়ম নূর’এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে৷ এই চলচ্চিত্রের পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ৷ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন৷ তারা এখন ফ্রান্সে অবস্থান করছেন৷
এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে' চলচ্চিত্রের মাধ্যমে৷ এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা৷ মিউজিকাল এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন অ্যাডাম ড্রাইভার এবং মারিয়ন কোটিয়ার্ড৷
করোনা মহামারির কারণে পুরো বিশ্বের সিনেমা হল এবং চলচ্চিত্র উৎসবগুলো ছিলো তারকাহীন, অন্ধকারে নিমজ্জিত৷ এর মধ্যে কান চলচ্চিত্র উৎসব যেনো আলোকচ্ছটা নিয়ে হাজির হয়েছে৷ এটা এই বার্তা নিয়ে হাজির হয়েছে, ‘সিনেমা মরে যায়নি’৷ এই বার্তা ঘোষণা করেছিলেন উৎসবের প্রধান কর্তাব্যক্তি থিয়েরি ফ্রেমো৷
মহামারি শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে৷ আর এমন একটা উৎসবে যোগ দিতে যেনো মুখিয়ে ছিলেন তারকারা৷ তাইতো হলিউডের এক ঝাঁক তারকার দেখা মিলবে এই উৎসবে৷ নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমোনের মতো তারকারা হাজির থাকবেন কানে৷ উৎসব চলবে ১৭ই জুলাই পর্যন্ত৷
মহামারির কারণে গভীর রাতের পার্টিগুলো বাতিল করা হয়েছে৷ সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে এবং গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নামানো হয়েছে৷ তবে করোনার কারণে তারকা এবং মিডিয়া মোগলদের বেশিরভাগই ব্যক্তিগত প্লেন আর বিলাসবহুল ইয়াটে করে কানে পৌঁছাবেন৷ উৎসব হবে প্লাস্টিকবিহীন৷ থাকবে অনেক ইলেকট্রিক কার৷ আর রেড কার্পেট তৈরি হয়েছে রিসাইকেল বস্তু দিয়ে, এবং এর আকার হবে অর্ধেক৷
ম্যাট ডেমনের নতুন থ্রিলার ‘স্টিল ওয়াটার' এর প্রিমিয়ার হবে কানে৷ গতবার উৎসব বাতিল হওয়ায় এবার পাম ডি'অর বা স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে৷ বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই এবার কানে হাজির থাকছেন তাদের নতুন চলচ্চিত্র নিয়ে৷
শন পেন হাজির হবেন তার নতুন মুভি ‘ফ্ল্যাগ ডে' নিয়ে৷ এই চলচ্চিত্রে তার মেয়ে ডিলানও অভিনয় করেছেন৷
এছাড়া প্রতিযোগিতা বিভাগে দুইবার অস্কার জয়ী ইরানের পরিচালক আসগার ফারহাদির ‘হিরো' মুভিটি রয়েছে৷
২৪ জন বিচারক থাকছেন এবারের উৎসবে৷ নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি৷ প্রথমবারের মতো এই উৎসবে একজন কৃষ্ণাঙ্গ প্রধান বিচারক হিসেবে থাকছেন৷ অন্যান্যদের মধ্যে আরও আছেন ‘দ্য সার্পেন্ট’ তারকা তাহার রহিম এবং অভিনেত্রী ম্যাগি গিলেনহাল৷ এবারের উৎসবে মাত্র চারজন নারী পরিচালকের মুভি প্রতিযোগিতায় স্থান পেয়েছে৷
এবারে কানে সম্মাননা দেয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে৷ প্রতিযোগিতার বাইরে এবার অলিভার স্টোনের নতুন প্রামাণ্যচিত্র প্রথমবারের মতো প্রদর্শিত হবে, যেটি জন এফ কেনেডির হত্যার ঘটনা নিয়ে তৈরি হয়েছে৷
এপিবি/জেডএইচ (এএফপি)
এপ্রিলের ছবিঘরটি দেখুন...