1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান উৎসব

২৮ ফেব্রুয়ারি ২০১৩

ফেভারিটের তালিকায় থেকেও পাওয়া হয়নি তৃতীয় অস্কার৷ তবে হলেন মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি৷ তিনি ‘জুরাসিক পার্ক’ খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ৷

ছবি: Reuters

সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিংকনকে নিয়ে করা মুভি ‘লিংকন' এবারের অস্কারে ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত মাত্র দুটিতে অস্কার জেতে লিংকন৷ সেরা পরিচালক ক্যাটাগরিতে ‘দ্য লাইফ অফ পাই' ছবির পরিচালক আং লি'র কাছে হেরে যান স্পিলবার্গ৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে কান উৎসবের আয়োজকরা জানিয়েছেন, স্পিলবার্গ বহু বিষয় নিয়ে ছবি বানিয়েছেন৷ তাই তাঁকে প্রধান জুরি বানাতে পারায় আমরা খুব খুশি৷

উৎসবের প্রধান গিলস জ্যাকব বলেছেন ১৯৮২ সালে যখন প্রথমবারের মতো স্পিলবার্গের ‘ইটি' ছবিটি কান উৎসবে দেখানো হয় তখন থেকেই তাঁকে প্রধান জুরি হওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে৷ কিন্তু সবসময়ই দেখা গেছে ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতেন স্পিলবার্গ৷

তবে এবার জুরি হতে পেরে খুশি স্পিলবার্গও৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, কান-এর মতো উৎসবে প্রধান জুরি হওয়াটা সম্মানের৷ এ বছর মে মাসের ১৫ থেকে ২৬ তারিখ কান উৎসব চলবে৷

‘শিন্ডলার্স লিস্ট' ছবির একটি দৃশ্যছবি: picture alliance / United Archives/IFTN

এ পর্যন্ত ৫০ এর বেশি ছবি পরিচালনা করেছেন স্পিলবার্গ৷ এর মধ্যে যেমন বিনোদনমূলক মুভি রয়েছে, তেমনি রয়েছে ইতিহাস, বর্ণবাদ, মানবাধিকার এসব জটিল বিষয়ের ছবিও৷

১৯৯৪ সালে প্রথম সেরা পরিচালকের অস্কার জেতেন স্পিলবার্গ৷ সেটা ‘শিন্ডলার্স লিস্ট' ছবির জন্য৷ জার্মান এক ব্যবসায়ীর প্রায় এক হাজার ইহুদিকে হলোকস্টের হাত থেকে বাঁচানোর সত্য কাহিনি নিয়ে ছবিটি তৈরি হয়েছে৷

এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত ছবি ‘সেভিং প্রাইভেট রায়ান' এর জন্য ১৯৯৮ সালে আরেকবার অস্কার জেতেন স্পিলবার্গ৷

১৯৭২ সালের জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পিকে ‘ব্ল্যাক সেপ্টেম্বর' গ্রুপের হাতে ১১ জন ইসরায়েলি অ্যাথলিট ও কর্মকর্তা নিহত হন৷ এরপর ঐ গোষ্ঠীর বিরুদ্ধে গোপনে প্রতিশোধ নেয় ইসরায়েলি সরকার৷ এই ঘটনা নিয়ে স্পিলবার্গ ২০০৫ সালে ‘মিউনিখ' নামে একটি মুভি তৈরি করেছিলেন৷

১৯৭৫ সালে শার্ক থ্রিলার ‘জস' ছবি দিয়ে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন স্পিলবার্গ৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ