1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি উৎসব

১৩ মে ২০১২

আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব৷ বিভিন্ন দেশের অন্তত ৯০টি ছবি এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, লড়াই করবে পাম ডিঅ বিজয়ের জন্য৷

ছবি: APGraphics

অস্কারের পর কান চলচ্চিত্র উৎসবকেই সবচেয়ে বড় বলে ধরা হয়৷ সেই ১৯৩৯ সাল থেকে ফ্রান্সে বসছে এই চলচ্চিত্র উৎসব৷ ইটালির ভেনিসের মোস্ত্রা উৎসবকে টেক্কা দিতেই তখনকার চলচ্চিত্র বোদ্ধারা এই উৎসবের চালু করেন৷ তৎকালীন নাৎসিবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জবাব হিসেবেই কান এর যাত্রা শুরু হয় তখন৷ ১৯৩৯ সালের পয়লা সেপ্টেম্বর বসে প্রথম কান-এর আসর৷ তবে মাত্র দু'দিন স্থায়ী সেই আসরে একটি মাত্র ছবি প্রদর্শিত হয়, সেটি ছিলো ভিক্টর হুগোর কালজয়ী উপন্যাসের আলোকে নির্মিত হলিউডের ছবি ‘হ্যাঞ্চব্যাক অব নতরদাম'৷ নাৎসি হিটলার পোল্যান্ড আক্রমণ করলে কান এর প্রথম আসরটি অসমাপ্ত থেকেই শেষ হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুনভাবে যাত্রা শুরু করে ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসব৷ ১৯৪৬ সালে ২১টি দেশের অংশ গ্রহণে কান উৎসব নতুন করে পথচলা শুরু করে৷ দেখতে দেখতে এরপর ৬৫ বছর পার হয়ে গেছে৷ সেই কারণে এবারের কান তাই একটা ভিন্ন মাত্রা পেয়েছে৷

ছবি: Bettmann/Corbis.

সেই পুরনো দিনের কথা মনে করতে গিয়ে কান উৎসবের ৮১ বছর বয়সী চেয়ারম্যান গিল জ্যাকব বলেন, ‘‘তখন কোন সংবাদ মাধ্যমকে দেখাই যেত না, আমরা নিজেরা সবাই সবাইকে চিনতাম৷ এটা ছিলো ছোট্ট একটা কলোনির মতই৷ সিনেমার তারকারা সমুদ্রের পাড়ে আর সব সাধারণ মানুষদের মাঝে মিশে যেতেন৷ টিভি আসার পর সব কিছুই বদলে গেছে,'' মন্তব্য গিল জ্যাকবের৷

সেই কান এখন বিশাল পরিসরে অনুষ্ঠিত হচ্ছে৷ এবারের উৎসবের মূল প্রতিযোগিতায় দেখানো হবে ৯০টি ছবি৷ চার হাজারের বেশি ছবি এখন এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে সিনেমার বাজারে ঘোরাঘুরি করছে৷ একসময় যেই কান উৎসবে সাংবাদিকের দেখাই মিলতো না, আজ সেখানে মিডিয়া কর্মীদের সংখ্যাই সাড়ে চার হাজারের বেশি৷ হলিউডের সব নামী দামী তারকারা কানের লাল গালিচার শোভা বর্ধন করছেন৷ এবারও নিকোল কিডম্যান, ব্র্যাড পিটের মত তারকাদের দেখা মিলবে কান উৎসবে৷ মাত্র একটি ছবি দেখিয়ে যে কান উৎসবের শুরু হয়েছিলো, যুগের পরিক্রমায় আজ সেটি এক বিশাল যজ্ঞে পরিণত হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ