বাংলাদেশের তরুণ চলচ্চিত্র পরিচালক কামার আহমাদ সাইমন কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন তাঁর স্বপ্ন নিয়ে৷ স্বপ্নের নাম ‘শঙ্খধ্বনি'৷ বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব তাঁর এই স্বপ্ন পূরণের সুযোগ করে দিতে পারে৷
বিজ্ঞাপন
দক্ষিণ ফ্রান্সে বিশ্বখ্যাত কান উৎসবের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আয়োজনের একটি ‘বিশ্ব সিনেমা'৷ উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা এই আয়োজনে অংশ নিয়ে তাদের ভবিষ্যত প্রকল্প সম্পর্কে জানাতে পারেন৷ এই আয়োজনে নির্মাতাদের প্রকল্পকে আরো সমৃদ্ধ করতে বিভিন্ন আইডিয়া যেমন দেয়া হয়, তেমনি অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হয়৷
চলতি বছরের ‘বিশ্ব সিনেমা' আয়োজনে অংশ নিতে দু'শোরও বেশি আবেদন জমা পড়েছিল৷ তার মধ্যে থেকেই দশটি আবেদন গ্রহণ করা হয়৷ কামার আহমাদ সাইমন সেই দশ সৌভাগ্যবান নির্মাতার একজন, যাঁদের আবেদন গ্রহণ হয়েছে৷ তাঁর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ‘বিশ্ব সিনেমা' আয়োজনে অংশ নেয়ার সুযোগ পেলো৷
কামারের নতুন চমক ‘শঙ্খধ্বনি'৷ ছবিরি কাহিনি সম্পর্কে আগেভাগে জানাতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করেন না তিনি৷ তবুও স্ক্রিনকমেন্ট ডটকম নামক ওয়েবসাইটে প্রকাশিত তাঁর সাক্ষাৎকার থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে৷ মূলত দুই বন্ধুর ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে ‘শঙ্খধ্বনি' ছবির কাহিনি৷ সমুদ্রের দিকে ছুটে চলা এক নদীর খোঁজে বের হন তাঁরা৷ ছবির এই কাহিনি কামার পেয়েছেন নিজের জীবন থেকেই৷ ছোটবেলায় আপন বন্ধুকে হারান তিনি৷ যে কিনা উন্নত আর নিরাপদ ভবিষ্যতের আশায় ঘর ছেড়েছিল৷ সেই বন্ধুর অভাব এখনো অনুভব করেন কামার৷
কান উৎসবে ঐশ্বরিয়ার ২২ বছর
ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন৷ এখন পর্যন্ত ২২ বার তিনি এই উৎসবে উপস্থিত হয়েছেন৷ এই বিশ্বসুন্দরীর টানা কান অভিযান নিয়ে ছবিঘর৷
ছবি: AFP/Getty Images/A. Pizzoli
২০১৮
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সাদা গাউনে বরাবরের মতই অপূর্ব লাগছিলো এই বলিউড সুন্দরীকে৷
ছবি: AFP/Getty Images/L. Venance
২০১৭
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় লাল গাউনে ঠিক গোলাপ ফুলের মতই সুন্দর লাগছিলো এই বলিউড সুন্দরীকে৷
ছবি: picture-alliance/dpa/A. Yesayants
২০১৬
এ বছর কান চলচ্চিত্র উৎসবে নিজের নামের যেন সার্থকতা তুলে ধরেছিলেন তিনি৷
ছবি: Getty Images/I. Gavan
২০১৫
গত কয়েক বছর ধরেই কানে নিয়মিত অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া৷ প্রতিবছরই তাঁর পোশাকে থাকে ভিন্নতা৷
ছবি: Reuters/E. Gaillard
২০১৪
ঐ বছর সোনালী রংয়ের পোশাকে কানের লাল গালিচায় হাঁটেন এই বিশ্বসুন্দরী, যা জয় করেছিল অনেকের হৃদয়৷
ছবি: Reuters
২০১৩
কানের ৬৬তম আয়োজনে ঐশ্বরিয়া৷ ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরা’ ছবির প্রদর্শনী উপলক্ষ্যে গত বছর বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবে হাজির হন তিনি৷
ছবি: ALBERTO PIZZOLI/AFP/GettyImages
২০১২
‘কসমোপোলিস’ ছবির প্রদর্শনীকে কেন্দ্র করে সেবছর কানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া৷ ছবিতে কি তাঁকে একটু মোটা দেখাচ্ছে? আসলে বিশ্বসুন্দরী তখন মা হয়েছেন৷
ছবি: ALBERTO PIZZOLI/AFP/GettyImages
২০১১
সাদা এবং কালোর সংমিশ্রণে তৈরি পোশাকে ঐশ্বরিয়া৷ এই বলিউড অভিনেত্রীর জন্য যেসব পোশাক তৈরি করে ফ্যাশন ডিজাইনাররা খ্যাতি কুড়িয়েছেন তার মধ্যে এটি একটি৷ সময়ের সাথে সাথে পশ্চিমা পোশাকের সঙ্গে মানানসই ব্যক্তিত্বও গড়ে তুলেছেন অ্যাশ৷
ছবি: GUILLAUME BAPTISTE/AFP/Getty Images
২০১০
সেবছর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে কানে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ শাড়িতে অসাধারণ লাগছিল তাঁকে৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৯
কাঁধ খোলা সাদা গাউনে ঐশ্বরিয়া৷ ২০০৯ সালের এই ছবিটি এখন পর্যন্ত কানে ঐশ্বরিয়ার সেরা ছবি হিসেবে অনেকে বিবেচনা করেন৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৮
বচ্চন পরিবারের বউয়ের ভক্ত এবং সমালোচকরা মনে করেন, ঐশ্বরিয়ার চেহারায় এক ধরনের সরলতা আছে৷ আর এই সরলতা তাঁকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়৷ সবুজ আর সোনালী রংয়ের মিশ্রণে তৈরি এই পোশাকে অবশ্য বিশ্ব সুন্দরীর দৈহিক সৌন্দর্য্যও ফুটে উঠেছিল৷
ছবি: FRED DUFOUR/AFP/Getty Images
২০০৭
সেবছর অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া৷ কানেও তিনি হাজির হন স্বামীসহ৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৬
ঘন নীল পোশাক, সোজা চুল আর গলায় সাপের আদলে তৈরি নেকলেস – ঐশ্বরিয়ার এই লেবাস সমালোচকদের মুখও বন্ধ করে দিয়েছিল৷ বিয়ের আগের বছর তাঁকে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছিল৷
ছবি: Getty Images
২০০৫
কালো ঐশ্বরিয়ার প্রিয় রং৷ ২০০৫ সালে কানে বিদেশি ডিজাইনারের তৈরি তাঁর কালো পোশাক সাড়া জাগিয়েছিল৷ বিশেষ করে ফটোগ্রাফাররা ঐশ্বরিয়ার ছবি তুলেছেন অনেক আগ্রহ নিয়ে৷
ছবি: PASCAL GUYOT/AFP/Getty Images
২০০৪
ভারতীয় ডিজাইনার নিতা লাললার তৈরি এই পোশাক পরে ২০০৪ সালে কানের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ এই পোশাকের সমালোচনা করেছেন অনেকে৷ তাসত্ত্বেও ঐশ্বরিয়ার প্রিয় ডিজাইনারের তালিকা থেকে বাদ পড়েননি নিতা৷ তবে পরবর্তীতে অ্যাশের জন্য পোশাক ডিজাইনের ক্ষেত্রে সতর্ক হন তিনি৷
ছবি: Getty Images
২০০৩
২০০৩ সালে কানে ‘জুরি’ হিসেবে অংশ নেন ঐশ্বরিয়া৷ তবে তিনি ব্যক্তিগতভাবে সেবছর কান সফর নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না৷ যদিও প্রথম কোন ভারতীয় অভিনেত্রীর জুরিমণ্ডলীতে সুযোগ পাওয়ার খবর সাড়া জাগিয়েছিল৷ অনেকের নজর ছিল ঐশ্বরিয়ার দিকে৷
ছবি: Boris Horvat/AFP/Getty Images
২০০২
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার অভিষেক৷ ‘দেবদাস’ ছবির প্রদর্শনী উপলক্ষ্যে তখন কানে এসেছিলেন তিনি, পড়েছিলেন শাড়ি৷
ছবি: Francois Guillot/AFP/Getty Images
17 ছবি1 | 17
স্ক্রিনকমেন্ট ডটকমকে দেয়া সাক্ষাৎকারে কামার জানিয়েছেন তাঁর নিজস্ব ভাবনার কথা৷ ছবি নাকি মূলত তিনি তৈরি করেন নিজের জন্য৷ দ্বিতীয় কারণ ভবিষ্যত প্রজন্ম৷ আর তৃতীয়ত সেই সব দর্শকের জন্য ‘যারা ৯০ মিনিটের ছবি দেখার জন্য পয়সা দিয়ে পরের ৯০ মিনিটে সেই ছবির কথা ভুলে যেতে চায় না৷'
প্রসঙ্গত, কামার আহমাদ সাইমন নির্মিত প্রথম ছবির নাম ‘শুনতে কি পাও'৷ ভিন্ন ধারার এই ছবির মাধ্যমে ইতোমধ্যে দেশে, বিদেশে সাড়া জাগিয়েছেন তিনি৷ ২০১২ সালে জার্মানির লাইপসিসে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ‘ডক-লাইপসিশ' এর ৫৫তম আসরের উদ্বোধনী ছবি হিসেবে শুনতে কি পাও ছবিটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার' অনুষ্ঠিত হয়৷ এরপর সেটি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে৷ জয় করেছে বেশ কয়েকটি পুরস্কার৷
উল্লেখ্য, ‘শুনতে কি পাও' ছবির প্রযোজক সারা আফরীনও কান উৎসবে রয়েছেন৷ বিশ্বের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৫শে মে৷