কান চলচ্চিত্র উৎসবের জুরিরা
১০ মে ২০১২ ফ্যাশন ডিজাইনার জঁ পল গতিয়ের’এর নাম সবাই জানে৷ তিনি শুধু একজন ফ্যাশন ডিজাইনারই নন, তাঁর সুগদ্ধি জঁ পল গতিয়েরও বেশ নাকরা এবং দামি৷ এই ফ্যাশন ডিজাইনার কান চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি৷ এছাড়াও রয়েছেন ইটালিয়ান চলচ্চিত্রকার নানি মোরেটি, স্কটিশ অভিনেতা ইওয়ান ম্যাক গ্রেগর এবং জার্মান মডেল ও অভিনেত্রী ডায়ান ক্রুগার৷
জুরি সদস্যের প্রধান হচ্ছেন ৫৮ বছর বয়সি নানি মোরেটি৷ এই প্রথমবারের মতো কোন ইউরোপীয় জুরি সদস্যের প্রধান হলেন৷ গত বছর নানি মোরেটির কমেডি ছবি ‘হাবেমুস পাপাম’ বা ‘উই হ্যাভ আ পোপ’ সবার দৃষ্টি কাড়ে৷ এছাড়া ২০০১ সালে ‘লা স্টাঞ্জা দেল ফিলিও’ শ্রেষ্ঠ পরিচালক এবং ১৯৯৪ সালের ‘কারো দিয়ারিও’ পাম দ’র জিতে নেয়৷
৬০ বছর বয়স্ক ফরাসি ফ্যাশন ডিজাইনার জঁ পল গতিয়ের কোন ছবি তৈরি করেননি৷ তবে তিনি বেশ কিছু ছবিতে কস্টিউম ডিজাউনার ছিলেন৷ তিনি লুক বোসঁ এবং পেদ্রো আলমোদোভার’এর বেশ কিছু ছবিতে কাজ করেছেন কস্টিউম ডিজাইনার হিসেবে৷
৪১ বছর বয়স্ক স্কটিশ অভিনেতা ইওয়ান ম্যাক গ্রেগর থাকছেন জুরিদের সারিতে৷ ১৯৯৬ সালে ড্যানি বয়েল’এর ‘ট্রেন স্পটিং’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন তিনি৷ এরপর তাঁকে দেখা গেছে ‘স্টার ওয়ার্স’-এর প্রিকুয়েল ট্রিলজিতে৷ এবং ২০১০ সালের রোমান পোলানস্কির ‘ঘোস্ট রাইটার’ ছবিতে৷
জার্মান মডেল এবং অভিনেত্রী ৩৫ বছর বয়সি ডায়ান ক্রুগার৷ তাঁর প্রথম ছবি ছিল ২০০৪ সালের ‘ট্রয়’৷ এরপর ২০০৯ সালে কোয়ান্টিন টারান্টিনোর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ ছবিতে তিনি অভিনয় করেন৷ এই মুহূর্তে তিনি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘ফেয়ারওয়েল মাই কুইন’ নিয়ে ব্যস্ত৷ ছবিতে তিনি মারি অ্যান্তোয়ানেত’এর ভূমিকায় অভিনয় করছেন৷
জুরিদের তালিকায় আরো রয়েছেন প্যালেস্টাইনের অভিনেত্রী হিয়াম আব্বাস, ব্রিটিশ চলচ্চিত্রকার আন্দ্রেয়া আর্নোল্ড, ফরাসি চলচ্চিত্রকার এমানুয়েল দেভো, মার্কিন পরিচালক আলেকজান্ডাপ পেইন এবং হাইতির চলচ্চিত্রকার রাউল পেক৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ