1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

১৬ মে ২০১২

বছর ঘুরে আবারো পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের৷ অস্কারের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয় এই মিলনমেলাকে৷ এ বছরের ২২টি ছবি লড়াই করবে ‘পাম দর' বা ‘গোল্ডেন পাম' খেতাবের জন্য৷

ছবি: picture-alliance/dpa

কান হচ্ছে ফ্রান্সের ছোট্ট একটি শহর৷ চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে এই শহর এখন লোকে লোকারণ্য৷ হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা থাকছেন উৎসবে৷ তাঁদের একনজর দেখতে রয়েছে ভক্তদের ভিড়৷ আরো আছেন প্রায় সাড়ে চার হাজার সাংবাদিক৷ সব মিলিয়ে পুরো কানই এখন এক উৎসবের নগরী৷

চলতি বছর এই উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছেন মেরিলিন মনরো৷ উৎসবের প্রবেশপথেই রয়েছে তাঁর বিশাল এক পোস্টার৷ ঠিক পঞ্চাশ বছর আগে মারা যান মনরো৷ মৃত্যুর পর এত বছর পার হলেও এখনো মানুষের মনে রয়েছেন তিনি৷ কান উৎসব তাই তাঁকে বিশেষভাবে সম্মানিত করছে এবার৷ উৎসব ভেন্যুর বিভিন্ন স্থানে ঝুলছে মনরো'র বিভিন্ন পোস্টার৷

কান শহরের সমুদ্রতটেও চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করা হয়ছবি: AFFIF

৬৫-তম কান চলচ্চিত্র উৎসবের শুরুতেই প্রদর্শন করা হচ্ছে ‘মুনরাইজ কিংডম' ছবিটি দিয়ে৷ মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে৷ এবছর উৎসবের মূল খেতাব ‘পাম দর' জয়ের দৌঁড়ে রয়েছে মুনরাইজ কিংডম৷ বলাবাহুল্য, এই খেতাব জয়ের তালিকায় থাকা ছবিগুলোর সবকটির নির্মাতা হচ্ছেন পুরুষ৷ এই নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক৷ নারী চলচ্চিত্র পরিচালকরা বিষয়টির প্রতিবাদ করেছেন৷ তবে উৎসবের পরিচালক থয়েরি ফ্রেমাক্স বলেছেন, শুধুমাত্র নারী পরিচালিত বলেই কোন ছবি এই প্রতিযোগিতায় জায়গা পাবে না, যদি না সেটি প্রতিযোগিতায় থাকার যোগ্যতা অর্জন করে৷

উল্লেখ্য, গত শতকের ত্রিশের দশকের শেষ দিকে যাত্রা শুরু করে কান চলচ্চিত্র উৎসব৷ এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিরতি ঘটে৷ ১৯৪৭ সালে ষোলটি দেশের চলচ্চিত্র এই উৎসবে জায়গা পায়৷ বর্তমানে কান'এর পরিধি অনেক বড়৷ চলতি উৎসবে প্রদর্শন করা হবে আশিটির বেশি ছবি৷ আর অ্যাঞ্জেলিনা জোলি থেকে ঐশ্বরিয়া পর্যন্ত -- বিশ্বের সব নামী তারকারাই হাঁটবেন লাল গালিচায়৷ উৎসব চলবে ২৭শে মে পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ