1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ সংরক্ষণ

ইংগা সিগ/এসবি১ ফেব্রুয়ারি ২০১৪

বাভেরিয়ার এক লন্ড্রি কোম্পানি তাদের বিশাল কর্মযজ্ঞকে ধীরে ধীরে এক টেকসই প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে – রিসাইক্লিং থেকে শুরু করে আরও অনেক পদক্ষেপের মাধ্যমে৷

Symbolbild Klimaschutz Wetterveränderung
ছবি: picture-alliance/dpa

বিশাল আকারে কাপড় কাচার কর্মযজ্ঞ চলছে৷ প্রতিদিন প্রায় ২০ টন তোয়ালে, ঘর মোছার কাপড়, পাপোশ ধোয়া হয় এই লন্ড্রি কোম্পানিতে৷ ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাচলে প্রচুর জ্বালানি ও পানি খরচ হয়৷

কাপড় ধোয়া হয় নর্দমার পরিশোধিত জল দিয়ে৷ তা সত্ত্বেও কাপড় পরিষ্কার হয় বলে কোম্পানি আশ্বাস দিচ্ছে৷ কোবুর্গ-এর লন্ড্রি কোম্পানির কর্মকর্তা ইয়খেন ক্রাউসে বলেন, ‘‘পয়ঃপ্রণালীর মধ্যে যে জ্বালানি, রাসায়নিক পদার্থের অবশিষ্ট অংশ, উত্তাপ – তা যতটা সম্ভব কাজে লাগাতে চাই৷''

তাঁর মতে, টাকা বাঁচাতে ও টেকসই আর্থিক পরিচালনার জন্য এটা প্রয়োজন৷

পানি ও উত্তাপ যে-কোনো লন্ড্রির উৎপাদন-ক্ষমতা ও আর্থিক ব্যয়ভারের জন্য গুরুত্বপূর্ণ৷ কাপড় ধোয়ার জন্য যতটা সম্ভব কম জল প্রয়োজন হয়, উত্তাপের প্রয়োজনও ততটাই কমে যায়৷ ফলে জ্বালানি সাশ্রয় হয়৷ ক্রাউসে আরও বলেন, ‘‘এখানে কারখানার পয়ঃপ্রণালী থেকে জল সংগ্রহ করা হয়, তারপর প্লান্টে তা পরিশোধন করা হয়৷ বাকি পদার্থ আলাদা করলে কাপড় কাচার শুদ্ধ পানি থেকে যায়৷''

টেকসই প্রক্রিয়াকে এভাবে কাজে লাগানোর স্বীকৃতি হিসেবে বাভেরিয়ার এই লন্ড্রি কোম্পানি অনেক পুরস্কার পেয়েছে৷ তাদের প্রায় ১,৮০০ গ্রাহকের মধ্যে অনেক স্থানীয় হোটেলও রয়েছে৷ প্রাকৃতিক সম্পদের অপচয় কমানোর প্রচেষ্টা বেড়ে চলেছে৷ হোটেল কর্মকর্তা পামেলা ভেবার বলেন, ‘‘আমাদের কাছে টেকসই প্রক্রিয়ার গুরুত্বই আলাদা, কারণ আমাদের হোটেল প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেয়৷ তাই আমরা এমন সহযোগী চাই, যারা এতে বিশ্বাস করে৷''

ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এই লন্ড্রি প্রাকৃতিক সম্পদ বাঁচানোর চেষ্টা করে৷ ইস্ত্রি করার যন্ত্রের উত্তাপ দিয়ে হল গরম রাখা হয়৷ ফলে বিদ্যুতের প্রয়োজন প্রায় অর্ধেক কমে গেছে৷ ইয়খেন ক্রাউসে বলেন, ‘‘আমরা এ ক্ষেত্রে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ ইউরো বিনিয়োগ করেছি, যার ফলে বছরে প্রায় সাড়ে আট লক্ষ ইউরো বাঁচাতে পারি৷ অর্থাৎ বেশ ভালোই সাশ্রয় হয়৷ কোনো ব্যাংক আমাদের এত সুবিধা দিতে পারতো না৷''

পরবর্তী লক্ষ্য হলো অবশিষ্ট নোংরা পানি ফিল্টার করে পানীয় জল বের করা৷ তখন গোটা সংস্থাতেই পুরোপুরি টেকসই প্রক্রিয়া চালু হয়ে যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ